এদিন কর্মচারীদের নিরাপত্তার দাবিতে কলকাতা বিশ্ববিদ্যালয়ে (Calcutta University) কর্মচারী সংগঠন কলকাতা বিশ্ববিদ্যালয় এমপ্লয়িজ অ্যাসোসিয়েশন কলেজ স্ট্রিট ক্যাম্পাসে মিছিল করে। তারা রেজিস্ট্রারকে স্মারকলিপিও জমা দেয়। এই বিশ্ববিদ্যালয়ের অধীনস্থ সুরেন্দ্রনাথ আইন কলেজের কিছু পড়ুয়ার ভর্তিতে অনিয়মের অভিযোগে পরীক্ষার অ্যাডমিট কার্ড দেওয়া হয়নি। কর্মচারী সংগঠনের সাধারণ সম্পাদক সুদীপ্ত বন্দ্যোপাধ্যায়ের অভিযোগ, যেভাবে বহিরাগতরা এই পড়ুয়াদের অ্যাডমিট কার্ড পাওয়ার বিষয় নিয়ে বিশ্ববিদ্যালয়ে এসে কন্ট্রোলার, রেজিস্ট্রার এবং কেয়ারটেকার বিভাগের কর্মীদের হুমকির মুখে ফেলেছেন, তা অত্যন্ত উদ্বেগজনক। বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষকে কর্মচারীদের নিরাপত্তার বিষয়টি অবশ্যই নিশ্চিত করতে হবে। এই ঘটনার তীব্র প্রতিবাদ জানিয়েছে ছাত্র সংগঠন ডিএসও-ও।
যাদবপুর বিশ্ববিদ্যালয়ের পড়ুয়াদের একাংশ সোমবারই আবার ছাত্র সংসদ নির্বাচনের দাবিতে অবস্থান বিক্ষোভ শুরু করেন। অরবিন্দ ভবনে রাত পর্যন্ত সেই অবস্থান চলেছে। ভিতরে ছিলেন সহ-উপাচার্য চিরঞ্জীব ভট্টাচার্য। আন্দোলনকারীদের দাবি, কর্তৃপক্ষ তাঁদের জানিয়েছেন, অবিলম্বে ছাত্র সংসদ নির্বাচন নিয়ে শিক্ষামন্ত্রীর সঙ্গে আলোচনা হবে। তাতে পড়ুয়ারাও থাকবেন। কিন্তু কবে সেই বৈঠক হবে, তা তাদের অতি দ্রুত জানাতে হবে।