জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: ভারতের টেস্ট ক্রিকেটের সুদীর্ঘ ইতিহাসে মাত্র ১২জন ১০০টি কিংবা এর চেয়ে বেশি টেস্ট খেলেছেন। সুনীল গাভাসকর (Sunil Gavaskar), সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar), রাহুল দ্রাবিড় (Rahul Dravid), সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly), বিরাট কোহলিদের (Virat Kohli) তালিকায় এবার নাম লেখানোর সামনে দাঁড়িয়ে চেতেশ্বর পূজারা (Cheteshwar Pujara)। কী সেই নজির? ১৭ ফেব্রুয়ারি থেকে দিল্লির অরুণ জেটলি স্টেডিয়ামে শুরু হচ্ছে বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্ট। এই মাঠেই কেরিয়ারের শততম টেস্ট খেলতে নামছেন চেতেশ্বর। এমন মাইলস্টোন ম্যাচের আগে রীতি অনুসারে তাঁকে সম্মান জানাবে বিসিসিআই (BCCI)। যদিও টিম ইন্ডিয়ার (Team India)’চিন্টু ভাই’ কিন্তু একেবারে নির্লিপ্ত। সেটাই জানালেন তাঁর বাবা অরবিন্দ পূজারা (Arvind Pujara)।
২০১০ সালে এই অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে টেস্ট অভিষেক ঘটিয়েছিলেন চেতেশ্বর। ৯৯টি টেস্টে তাঁর রান ৭০২১। সর্বোচ্চ ইংল্যান্ডের বিরুদ্ধে অপরাজিত ২০৬। ৪৪.১৫ গড় নিয়ে করেছেন ১৯টি শতরান ও ৩৪টি অর্ধ শতরান। স্ট্রাইক রেট ৪৪.৪৪। যদিও এমন মাইলস্টোন ম্যাচের আগেও চুপচাপ রয়েছেন তিনি। চেতেশ্বরের বাবা জানালেন, “অনেক লড়াই ও সমালোচনা সহ্য করে চিন্টু শততম টেস্ট খেলতে চলেছে। এটা আমাদের পরিবারের কাছে একটা বিশেষ একটা দিন। বিসিসিআই-এর তরফ থেকে আমাদের পরিবারকে আমন্ত্রণ জানানো হয়েছে। রাজকোট থেকে আমরা দিল্লি উড়ে যাব। পরিবার ও বন্ধুবান্ধব মিলিয়ে আমরা ২০জন ছেলের এমন মাইলস্টোন ম্যাচ দেখতে যাচ্ছি।”
আরও পড়ুন: Ranji Trophy Final 2023, BEN vs SAU: পুরো ডিআরএস-কে স্বাগত জানালো মনোজের বঙ্গব্রিগেড
বিরাট কোহলির শততম টেস্টের সময় ‘একশো’ লেখা বিশেষ টুপি বিসিসিআই-এর তরফ থেকে দেওয়া হয়েছিল। চেতেশ্বরের ক্ষেত্রেও তেমন কিছু ঘটে কিনা সেটাই দেখার। তবে টেস্ট চলাকালীন আলাদা করে কোনও উৎসব হবে না। সেটাও জানিয়েছেন অরবিন্দ পূজারা। পূজারার বাবার কথাতেও পরিষ্কার-আগে সিরিজ জয়। তারপর যাবতীয় সেলিব্রেশন। আসলে এই সিরিজটা ভারতীয় দলের কাছেও গুরুত্বপূর্ণ। নাগপুর জিতে টেস্ট চ্যাম্পিয়নশিপের ফাইনালের দিকে ভারতীয় দল আরও একটা ধাপ এগিয়েছে। কিন্তু ফাইনালের টিকিট নিশ্চিত করতে গেলে আরও দুটি টেস্ট জিততেই হবে। চেতেশ্বর এখন সেই দুটি টেস্ট জেতা নিয়েই ভাবছেন।
ভারতের হয়ে ১০০টি কিংবা এর বেশি টেস্ট খেলা ১২জন ক্রিকেটারদের তালিকা…
ক্রিকেটার ম্যাচ রান উইকেট
সচিন তেন্ডুলকর ২০০ ১৫৯২১ ৪৬
রাহুল দ্রাবিড় ১৬৩ ১৩২৬৫ ১
ভিভিএস লক্ষ্মণ ১৩৪ ৮৭৮১ ২
অনিল কুম্বলে ১৩২ ২৫০৬ ৬১৯
কপিল দেব ১৩১ ৫২৪৮ ৪৩৪
সুনীল গাভাসকর ১২৫ ১০১২২ ১
দিলীপ বেঙ্গসরকর ১১৬ ৬৮৬৮ ০
সৌরভ গঙ্গোপাধ্যায় ১১৩ ৭২১২ ৩২
ঈশান্ত শর্মা ১০৪ ৭৮৫ ৩১১
বিরাট কোহলি ১০৫ ৮১৩১ ০
হরভজন সিং ১০৩ ২২২৪ ৪১৭
বীরেন্দ্র শেহওয়াগ ১০৩ ৮৫০৩ ৪০