বিক্ষোভকারীদের অভিযোগ, হাসপাতাল কর্তৃপক্ষ স্বাস্থ্য সাথী কার্ডে (Swasthya Swathi Card) শিশুটির চিকিৎসা করেননি। সেই সঙ্গে অভিযোগ ওঠে, শিশুটির শবদেহ আটকে রেখে চিকিৎসার জন্য টাকার দাবি করে ওই হাসপাতাল কর্তৃপক্ষ (Private Hospital)। পরিস্থিতি সামাল দিতে ঘটনাস্থলে আসে নিউ টাউনশিপ থানার পুলিশ (New Township Police Station)। প্রায় ১ ঘন্টা বিক্ষোভ চলার পরে শবদেহ মৃতের পরিবারের হাতে তুলে দিলে বিক্ষোভ উঠে যায়। যদিও হাসপাতাল কর্তৃপক্ষ তাঁদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ অস্বীকার করেছে।
এদিন বিক্ষোভকারী মতুয়া মহা সঙ্ঘের নেতা আনন্দ বিশ্বাস ও মৈনাক সাহা রায় বলেন, “আসানসোলের (Asansol) বাসিন্দা শিবরাম ঘোষের ৯ মাসের পুত্র সন্তান অসুস্থ হয়। ওই শিশুটির নাম শ্রেহান ঘোষ। তাকে চলতি মাসের ৬ তারিখ এই হাসপাতালে ভর্তি করা হয়। চিকিৎসা চলাকালীন সোমবার রাত ২ টো নাগাদ ওই শিশুটির মৃত্যু হয়। হাসপাতাল কর্তৃপক্ষের চিকিৎসার গাফিলতির কারণেই এই মৃত্যু হয়েছে।” এই বিষয়ে মৃত শিশুর পিতা শিবরাম ঘোষ বলেন, “আমার ছেলে কষ্টে ক্রমাগত কাঁদতে কাঁদতে ছটফট করলেও চিকিৎসক কান দেননি। ঠিকঠাক চিকিৎসা করলে আজ ছেলেটা বেঁচে থাকত। ওই চিকিৎসকের শাস্তি চাই। ঘটনার পরেই হাসপাতালে অভিযোগ জানানো হয়েছিল। এবার আমরা পুলিশে অভিযোগ জানাবো।”
শিবরাম আরও বলেন, “শুধু এই ঘটনাই নয়, আরও অনেক কিছু নিয়েই আমাদের অভিযোগ রয়েছে। আমার ছেলে ৭ দিন ধরে হাসপাতালে ভর্তি ছিল। কিন্তু কোনও চিকিৎসা বা যত্ন নেওয়া হয়নি। আমার ছেলে অসুস্থ থাকলেও আমাকে বা আমার পরিবারকে ঠিক মতন ছেলের কাছে যেতেও দেওয়া হয়নি। তার উপর চিকিৎসার পুরো টাকা না দেওয়া হলে ছেলের মৃতদেহ ছাড়া হবে না বলেও হুমকি দেয় হাসপাতালের কর্মীরা। আমার ছেলেকে ঠিকভাবে চিকিৎসাই করল না, ছেলেটাই মারা গেল, আর এদিকে হাসপাতাল টাকা চাইছে! এরা চূড়ান্ত অমানবিক।” পুলিশের হস্তক্ষেপে হাসপাতাল কর্তৃপক্ষ শেষমেশ শবদেহ পরিবারের হাতে তুলে দিলে বিক্ষোভ উঠে যায়।