Valentine’s Day : কপালে গেরুয়া তিলক, ভ্যালেন্টাইন্স ডে-তে যুগলদের দূরত্ব মানতে নীতি পুলিশের ভূমিকায় একদল পড়ুয়া – alipurduar a group of students advice couples to maintain distance on the occasion valentines day


মঙ্গলবার ভ্যালেন্টাইন্স ডে। সকাল থেকে সব জায়গায় শুধুমাত্র যুগলদের ভিড়। এই বিশেষ দিন উদযাপনে পার্কে পার্কে ভিড় জমিয়েছেন প্রেমিক-প্রেমিকারা। এরমধ্যেই নতুন করে বিতর্ক তৈরি হল আলিপুরদুয়ার জেলায়। আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডে প্রেমিক যুগলদের অশালীন কাজে সতর্ক করল বজরংভক্ত পড়ুয়ারা। মঙ্গলবার দুপুর থেকে আলিপুরদুয়ার প্যারেড গ্রাউন্ডের বিভিন্ন এলাকায় বজরংবলীর ঝান্ডা হাতে দাপিয়ে বেড়াল এক দল পড়ুয়া। ওই তরুণরা নিজেদের আলিপুরদুয়ার ব্লাইন্ডার্সের সদস্য বলে পরিচয় দিচ্ছেন। তাদের একটাই উদ্দেশ্য ১৪ ফেব্রুয়ারি কালা দিবসের দিন প্রেমিক যুগলরা যেন ভ্যালেন্টাইন্স ডে-র নামে প্রকাশ্যে কোনও অশালীন আচরণ না করেন।

Mahua Moitra News: ‘কী করুণ …! প্রেম দিবসে নয়া পরিকল্পনা করতে হবে’, গো-আলিঙ্গন প্রত্যাহারে খোঁচা মহুয়ার
২০১৯ সালের এই দিনটি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিল ৪০ জন সেনা জওয়ান। আহত হয়েছিলেন আরও ৩৫ জন। ২০১৯ সালে এই ঘটনার পর থেকে গোটা দেশে এই দিনটি কালা দিবস হিসেবে পালন করা হয়। আলিপুরদুয়ার ব্লাইন্ডার্সের সদস্যদের অভিযোগ, এই দিনে এমন এক ন্যক্কারজনক ঘটনা ঘটলেও কালা দিবস উপেক্ষা করে ভ্যালেন্টাইন্স ডের নামে অশালীন কার্যকলাপে মজে উঠছেন একদল প্রেমিক যুগল। হাতে বজরংবলীর ঝান্ডা ও কালো পোশাক পরে ওই তরুণরা সেই সব ‘অশ্লীল যুগল’-দের নীতির পাঠ পড়াতে নেমেছেন বলে তাঁদের দাবি।

Icds Centre : আলিপুরদুয়ারে ভ্রাম্যমাণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পথ শিশুদের কাছে পৌঁছবে প্রয়োজনীয় সামগ্রী
এদিন আলিপুরদুয়ারি গ্রাউন্ড সহ আশপাশের বিভিন্ন বজরংবলীর ঝান্ডা ও লাঠি হাতে দাপিয়ে বেড়াতে দেখা গেল কালো পোশাক ধারী পড়ুয়াদের। পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই তারা এই সচেতন অভিযানের নেমেছে বলে জানিয়েছে তাঁরা। অনেকের গলাতে গেরুয়া উত্তরীয়ও ছিল। তাদের কথাবার্তার মধ্যে হুমকির সুর দেখতে পারছেন অনেকে।

Happy Valentine Day Wishes: ভ্যালেন্টাইনস ডে-র উইশ কীভাবে? টিপস থাকল আপনাদের জন্য
কেন তারা এই নীতি পুলিশি করতে নেমে এলেন, এই প্রশ্নের জবাবে সংগঠনের এক সদস্য বলেন, “কালা দিবস পালন না করে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হচ্ছে। আজ আমাদের কালা দিবস। এখানে অপ্রাপ্তবয়স্ক নাবালিকারা এখানে অশ্লীল কাজ করেছে। সেই কারণে আমরা তাদের দূরত্ব মেনে চলার কথা বলছি এবং কালা দিবস পালন করার অনুরোধ করছি।” সংগঠনের আরও এক সদস্য ক্রিশচন্দ্র দাস এই প্রসঙ্গে বলেন, “আমরা পুলিশের অনুমতি নিয়েই এই কাজ করছি। এই বছর শুধুমাত্র আলিপুরদুয়ারে এই উদ্যোগ নিয়ে হয়েছে। আগামী বছর অন্যান্য জায়াগায় করা যাবে। কোনও বেআইনি কাজ যাতে না হয়। প্রাপ্তবয়স্ক হলে আমার কিছু বলছি না। শুধু দূরত্ব বজায় রাখতে বলছি। আমরা বজরংবলীর ভক্ত। হিন্দুত্বকে সম্মান করি। এর মধ্যে কোনও রাজনীতি নেই।” কিন্তু অন্যান্যদের উপর নীতি পুলিশি যাঁরা করেছেন, তাদের অনেকে এখনও অপ্রাপ্তবয়স্ক। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *