২০১৯ সালের এই দিনটি জম্মু কাশ্মীরের পুলওয়ামাতে আত্মঘাতী বোমা হামলায় নিহত হয়েছিল ৪০ জন সেনা জওয়ান। আহত হয়েছিলেন আরও ৩৫ জন। ২০১৯ সালে এই ঘটনার পর থেকে গোটা দেশে এই দিনটি কালা দিবস হিসেবে পালন করা হয়। আলিপুরদুয়ার ব্লাইন্ডার্সের সদস্যদের অভিযোগ, এই দিনে এমন এক ন্যক্কারজনক ঘটনা ঘটলেও কালা দিবস উপেক্ষা করে ভ্যালেন্টাইন্স ডের নামে অশালীন কার্যকলাপে মজে উঠছেন একদল প্রেমিক যুগল। হাতে বজরংবলীর ঝান্ডা ও কালো পোশাক পরে ওই তরুণরা সেই সব ‘অশ্লীল যুগল’-দের নীতির পাঠ পড়াতে নেমেছেন বলে তাঁদের দাবি।
এদিন আলিপুরদুয়ারি গ্রাউন্ড সহ আশপাশের বিভিন্ন বজরংবলীর ঝান্ডা ও লাঠি হাতে দাপিয়ে বেড়াতে দেখা গেল কালো পোশাক ধারী পড়ুয়াদের। পুলিশ প্রশাসনের অনুমতি নিয়েই তারা এই সচেতন অভিযানের নেমেছে বলে জানিয়েছে তাঁরা। অনেকের গলাতে গেরুয়া উত্তরীয়ও ছিল। তাদের কথাবার্তার মধ্যে হুমকির সুর দেখতে পারছেন অনেকে।
কেন তারা এই নীতি পুলিশি করতে নেমে এলেন, এই প্রশ্নের জবাবে সংগঠনের এক সদস্য বলেন, “কালা দিবস পালন না করে ভ্যালেন্টাইন্স ডে পালন করা হচ্ছে। আজ আমাদের কালা দিবস। এখানে অপ্রাপ্তবয়স্ক নাবালিকারা এখানে অশ্লীল কাজ করেছে। সেই কারণে আমরা তাদের দূরত্ব মেনে চলার কথা বলছি এবং কালা দিবস পালন করার অনুরোধ করছি।” সংগঠনের আরও এক সদস্য ক্রিশচন্দ্র দাস এই প্রসঙ্গে বলেন, “আমরা পুলিশের অনুমতি নিয়েই এই কাজ করছি। এই বছর শুধুমাত্র আলিপুরদুয়ারে এই উদ্যোগ নিয়ে হয়েছে। আগামী বছর অন্যান্য জায়াগায় করা যাবে। কোনও বেআইনি কাজ যাতে না হয়। প্রাপ্তবয়স্ক হলে আমার কিছু বলছি না। শুধু দূরত্ব বজায় রাখতে বলছি। আমরা বজরংবলীর ভক্ত। হিন্দুত্বকে সম্মান করি। এর মধ্যে কোনও রাজনীতি নেই।” কিন্তু অন্যান্যদের উপর নীতি পুলিশি যাঁরা করেছেন, তাদের অনেকে এখনও অপ্রাপ্তবয়স্ক। এই নিয়ে প্রশ্ন উঠতে শুরু করেছে।