Valentine’s Day 2023 : ‘ভ্যালেন্টাইন’ স্বামী ১৫ হাজার টাকা দিতে অপারগ! কাচের গ্লাস ছুড়ে মাথা ফাটাল স্ত্রী – wife thrashed husbands head with glass police complaint lodged


West Bengal News: আজ গোটা বিশ্বে সাড়ম্বরে প্রেমদিবস (Valentine’s Day 2023) পালিত হচ্ছে। প্রিয় মানুষের হাতে হাত রেখে ভ্যালেন্টাইস ডে কাটানোর পরিকল্পনা প্রায় সকলেই সেড়ে ফেলেছেন। কিন্তু, প্রেমদিবসে এমন এক খবর সামনে এসেছে যা শুনে রীতিমতো হতবাক হয়ে যেতে হয়। ভ্যালেন্টাইন্স ডে উপলক্ষে স্বামীর কাছে ১৫ হাজার টাকা চেয়েছিল স্ত্রী। কিন্তু, এত টাকা দিতে অপারগ স্বামী জানিয়েছিলেন, এত টাকা তিনি দিতে পারবেন। স্বামীর মুখে না শুনে তুলকালাম কাণ্ড বাধাঁল স্ত্রী। স্বামীকে কাচের গ্লাস দিয়ে বেদম মারধর স্ত্রীয়ের। আঘাতে ওই ব্যক্তির মাথা ফেটে গিয়েছে। কেড়ে নেওয়া হয় তাঁর গাড়ির চাবিও। রক্তাক্ত অবস্থায় তাঁকে উদ্ধার করে হাসপাতালে নিয়ে যান প্রতিবেশীরা। স্থানীয় সূত্রে জানা গিয়েছে ওই ব্যক্তির মাথায় ছয়টি সেলাই পড়েছে। এই ঘটনায় স্ত্রীয়ের বিরুদ্ধে নরেন্দ্রপুর থানায় লিখিত অভিযোগ দায়ের করেছেন অজিত চৌধুরী নামের ওই ব্যক্তি।

Siliguri Murder Case : শাঁখা-সিঁদুর বাদ, ঘর থেকে বেরোলেই হটপ্যান্ট পরে স্ত্রী! পরকীয়া সন্দেহে নৃশংসভাবে খুন স্বামীর
বছর আটেক আগে প্রেম করে বিয়ে করেছিলেন নরেন্দ্রপুর থানা এলাকার গড়িয়া সবুজ সংঘের বাসিন্দা অজিত চৌধুরী ও মামনি। তাঁদের বছরে সাতেকের একটি পুত্র সন্তাও রয়েছে। মঙ্গলবার ভ্যালেন্টাইস ডে, সেই কারণে সোমবার স্বামীর কাছে ১৫ হাজার টাকা দাবি করেন স্ত্রী। টাকা দিতে অস্বীকার করায় কাচের গ্লাস দিয়ে অজিতের মাথায় আঘাত করে মামনী। আক্রান্ত ব্যক্তির অভিযোগ এই ঘটনার সঙ্গে তাঁর স্ত্রীয়ের বাবা অচিন্ত্য মণ্ডলও জড়িত রয়েছেন। দুজনের নামেই লিখিত অভিযোগ দায়ের করেছেন তিনি। প্রতিবেশী ও পরিবার সূত্রে জানা গিয়েছে, বিয়ের পর থেকে প্রায় অজিতকে মারধর করত তাঁর স্ত্রী। কাচের গ্লাস দিয়ে মাথায় আঘাতের পর তাঁর থেকে ১৫ হাজার টাকা ছিনিয়ে নেওয়া হয় বলেও দাবি করেছেন অজিত।

Murshidabad News : স্ত্রীর মর্যাদা পেতে শ্বশুর বাড়ির সামনে ধরনায় বসল যুবতী, শোরগোল জলঙ্গিতে
সাংবাদিকদের মুখোমুখি হয়ে আক্রান্ত অজিত বলেন, “গত আট বছর ধরে আমার স্ত্রী আমাকে শারীরিকভাবে নিগ্রহ করছে। আমার এক সাত বছরের সন্তান রয়েছে। ছেলেকেও মারধর করে। আমার আয় করা টাকা সে তাঁর বাবা, ভাই, বোনকে দিয়ে দেয়। কাল রবিবার থেকে ওঁর বাবার টাকা লাগবে বলে আমার সঙ্গে অশান্তি করছিল। আজ সকালে আমাকে কাজে বেরোতে দেবে না বলে গাড়ি চাবি নিয়ে নিয়ে নিয়েছে। এই নিয়ে অনেক অশান্তি হয়। তখনই আমার মাথায় কাচের গ্লাস দিয়ে আঘাত করে আমার স্ত্রী। মাথা ফেটে রক্ত ঝরতে থাকে। প্রতিবেশীরা আমাকে উদ্ধার করে হাসাপাতালে নিয়ে গিয়েছিলেন। স্ত্রী ও তাঁর বাবার নামে অভিযোগ দায়ের করেছি। তাঁর বাবার উস্কানিতে এই কাজ করেছে। আমি দোষীদের শাস্তি চাই।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *