West Bengal News : উদ্ধারকাজে গতি আনতে বড় পদক্ষেপ, দক্ষিণ দিনাজপুরে ডুবুরিদের নিয়ে নয়া টিম – south dinajpur district administration formed a diving team to deal with the disaster


South Dinajpur : বিপর্যয় মোকাবিলার জন্য প্রশিক্ষিত ডুবুরি টিম তৈরি করল দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন। মঙ্গলবার দুপুরে বালুরঘাট (Balurghat) আত্রেয়ী নদীর (Atrei River) কল্যাণীঘাটে প্রশিক্ষিত প্রার্থীদের নিয়ে একটি মকড্রিল অনুষ্ঠিত হয়। জেলার বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে কাজ করবে এই ডুবুরি টিম। টিমে রয়েছে ১০ জন পুলিশ বিভাগের এবং ২ জন সিভিল ডিফেন্সের কর্মচারী। জেলা প্রশাসন সূত্রে খবর, দক্ষিণ দিনাজপুর জেলায় নিজস্ব কোনও উদ্ধারকারী দল ছিল না এতদিন। নদীতে কোন বিপর্যয় বা জলে ডুবে যাওয়ার ঘটনা ঘটলে গেলে পরে উদ্ধার করতে ভরসা করতে হত প্রতিবেশী জেলা উত্তর দিনাজপুরের উপর।

Child Trafficking : নিয়ম বর্হিভূতভাবে দত্তক নেওয়া ২ একরত্তিকে উদ্ধার, নেপথ্যে শিশু পাচার চক্র? তদন্তে পুলিশ
সেই ক্ষেত্রে অনেকটা সময় লেগে যেত। বেশির ভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার পরে এসে হাজির হাত উদ্ধারকারী দল। সেই জায়গা থেকে জেলায় উদ্ধারকারী দল রাখার জন্য দাবি তোলা হয়। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জনের একটি উদ্ধারকারী দল তৈরি করা হল। কেউ নদীতে ডুবে গেলে এই দল উদ্ধার কাজে হাত লাগাবে। মূলত এই টিমকে জলে কেউ ডুবে গেলে কী ভাবে উদ্ধার করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়। এ নিয়ে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মক ড্রিল অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে বালুরঘাট আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে এ নিয়ে মক ড্রিল অনুষ্ঠিত হয়।

Hooghly News : দুয়ারে সরকারের পর দুয়ারে পুলিশ, মানুষের সমস্যা শুনে পরামর্শও দিচ্ছেন উর্দিধারীরা
উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, সদর মহকুমাশাসক সুমন দাসগুপ্ত, ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ১২ সদস্যের উদ্ধারকারী দল। টিম থাকছে পুলিশের ১০ জন ও সিভিল ডিফেন্সের ২ জন রয়েছে৷ ডুবুরি টিম তৈরি হওয়ায় অতি দ্রুত বিপর্যয় মোকাবিলা বা তলিয়ে যাওয়া দেহ উদ্ধার সম্ভব হবে বলে মনে করছে জেলা প্রশাসন।

Dakshin Dinajpur : মেলেনি সরকারি প্রকল্পের সুবিধা, বালুরঘাটে রাস্তায় বসে বিক্ষোভ বিশেষভাবে সক্ষমদের
কলকাতা থেকে নেভির দেড় মাসের ট্রেনিং নিয়ে আসার পর, এদিন এই দলের মক ড্রিল অনুষ্ঠিত হয় বালুরঘাটের আত্রেয়ী নদীতে। জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে এই টিম কাজ করবে বলে জানিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। জেলায় বেশ কয়েকটি নদী রয়েছে৷ যার ফলে ডুবে যাওয়ার ঘটনা মাঝে মধ্যেই ঘটে৷ এবার থেকে জেলায় এই টিম দ্রুত উদ্ধারের কাজ করবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *