সেই ক্ষেত্রে অনেকটা সময় লেগে যেত। বেশির ভাগ ক্ষেত্রেই দুর্ঘটনার পরে এসে হাজির হাত উদ্ধারকারী দল। সেই জায়গা থেকে জেলায় উদ্ধারকারী দল রাখার জন্য দাবি তোলা হয়। অবশেষে জেলা প্রশাসনের পক্ষ থেকে ১২ জনের একটি উদ্ধারকারী দল তৈরি করা হল। কেউ নদীতে ডুবে গেলে এই দল উদ্ধার কাজে হাত লাগাবে। মূলত এই টিমকে জলে কেউ ডুবে গেলে কী ভাবে উদ্ধার করতে হবে তার প্রশিক্ষণ দেওয়া হয়। এ নিয়ে জেলা পুলিশ ও প্রশাসনের পক্ষ থেকে মক ড্রিল অনুষ্ঠিত হল। মঙ্গলবার দুপুরে বালুরঘাট আত্রেয়ী নদীর কল্যাণীঘাটে এ নিয়ে মক ড্রিল অনুষ্ঠিত হয়।
উপস্থিত ছিলেন জেলা শাসক বিজিন কৃষ্ণা, জেলা পুলিশ সুপার রাহুল দে, অতিরিক্ত পুলিশ সুপার মহঃ নাসিম, সদর মহকুমাশাসক সুমন দাসগুপ্ত, ডিএসপি হেড কোয়ার্টার সোমনাথ ঝাঁ সহ অন্যান্য পুলিশ ও প্রশাসনিক আধিকারিকরা। দক্ষিণ দিনাজপুর জেলা প্রশাসন ও জেলা পুলিশের যৌথ উদ্যোগে তৈরি হয়েছে ১২ সদস্যের উদ্ধারকারী দল। টিম থাকছে পুলিশের ১০ জন ও সিভিল ডিফেন্সের ২ জন রয়েছে৷ ডুবুরি টিম তৈরি হওয়ায় অতি দ্রুত বিপর্যয় মোকাবিলা বা তলিয়ে যাওয়া দেহ উদ্ধার সম্ভব হবে বলে মনে করছে জেলা প্রশাসন।
কলকাতা থেকে নেভির দেড় মাসের ট্রেনিং নিয়ে আসার পর, এদিন এই দলের মক ড্রিল অনুষ্ঠিত হয় বালুরঘাটের আত্রেয়ী নদীতে। জেলা প্রশাসনের বিপর্যয় মোকাবিলা দফতরের অধীনে এই টিম কাজ করবে বলে জানিয়েছেন জেলা শাসক বিজিন কৃষ্ণা। জেলায় বেশ কয়েকটি নদী রয়েছে৷ যার ফলে ডুবে যাওয়ার ঘটনা মাঝে মধ্যেই ঘটে৷ এবার থেকে জেলায় এই টিম দ্রুত উদ্ধারের কাজ করবে।