জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: আয়-ব্যয়ের ভারসাম্য রাখাই এবার রাজ্য বাজেটের প্রধান বিষয়। আয়ের তেমন রাস্তা নেই। তাই খরচের দিকের উপরেও বিশেষ নজর রাখতে হচ্ছে সরকারকে। সেসব মাথায় রেখে বিধানসভায় ২০২৩ সালের আর্থিক বাজেট পেশ করছেন চন্দ্রিম ভট্টাচার্য।
মুখ্যমন্ত্রী মমতা বন্দ্য়োপাধ্যায়ের উদ্যোগে মানুষের জন্য একটি অনুভূতিশীল সরকার গড়ে তুলেছে। দুয়ারে সরকার প্রকল্পের মাধ্যমে কোনও কোটি মানুষের কাছে আমরা পৌঁছতে পেরেছি। এটি এখন বিশ্বজুড়ে প্রশংসিত হচ্ছে। মোট ৫টি পর্যায়ে ৩.৭১ লাখ শিবির অনুষ্ঠিত হয়েছে। ওইসব শিবিরে ৯.০৬ কোটি মানুষ পরিষেবা পেয়েছেন। এর জন্য আমরা রাষ্ট্রপতির কাছ থেকে পুরস্কার পেয়েছি।
২০২২-২৩ এর প্রথম অর্ধে ভারতের আর্থিক বৃদ্ধি ৬.৯৫ শতাংশ হবে বলে আশা করা হচ্ছে সেখানে বাংলার আর্থিক বৃদ্ধি ৮.৪১ শতাংশ হবে বলে আশা করছি।
রাজ্যে স্বনির্ভর গোষ্ঠীগুলির ঋণের ক্ষেত্রে , এমএসএমই সেক্টারে, দক্ষতা উন্নয়ণে, সড়ক নির্মাণে, ই-গভনেন্সে শীর্ষ স্থান দখল করে রেখেছে।
কেন্দ্রের ভুল আর্থিক নীতির ফলে মানুষের নাভিশ্বাস উঠেছে। নোটবন্দি, অপ্রস্তুত অবস্থায় জিএসটি চালুর ফলে শুধুমাত্র সাধারণ মানুষ কষ্ট পয়েছেন তা নয়, দেশের যুক্তরাষ্ট্রীয় কাঠামোতেও আঘাত এসেছে।
সবিস্তার আসছে…