বিধানসভায় বাজেট পেশ অর্থমন্ত্রীর
এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের শুরুতেই জানান, বাংলায় আর্থিক ব-দ্ধির হার ৮.৪১ শতাংশ হবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসথী প্রকল্প সহ দুয়ারে সরকারের একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। কর্মসংস্থান এবং বিপুল বিনিয়োগ নিয়েও এদিন বাজেটে বিস্তারিত ব্যাখ্যা করেন চন্দ্রিমা ভট্টাচার্য।
উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনের শুরুর দিনই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের বিরোধীতা করেছিলেন BJP বিধায়করা। পাশাপাশি ‘হায় হায়’ স্লোগান দেওয়া হয় রাজ্যপালকে উদ্দেশ্য করে। বিরোধী বিধায়কদের এই আচরণ নিয়ে কড়া সমালোচনা করে তৃণমূল।
রিফ্রেশ করতে থাকুন …