Bengal Budget 2023 : বাজেট পড়ছেন চন্দ্রিমা, বিরোধিতায় মাস্ক পরে নীরব প্রতিবাদ BJP-র – suvendu adhikari along with other bjp mla protest against state budget wearing mask inside assembly


রাজ্য বিধানসভায় বাজেট (West Bengal Budget 2023) পেশ করছেন অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য (West Bengal Finance Minister Chandrima Bhattacharya)। তার মধ্যেই অভিনব প্রতিবাদ জানাচ্ছে BJP বিধায়করা। এদিন বাজেট অধিবেশনে বিধানসভা কক্ষের মধ্যে মুখে মাস্ক পরে অংশ নেন রাজ্যের বিরোধী দলনেতা সহ সমস্ত বিধোরী বিধায়করা। রাজ্য বাজেটের নীরব প্রতিবাদ করেই তাঁদের এই কর্মসূচি বলে জানা গিয়েছে।

Mamata Suvendu Meeting : জল্পনায় ইতি, বিধানসভায় মমতার সঙ্গে মুখোমুখি সাক্ষাতে না শুভেন্দুর

বিধানসভায় বাজেট পেশ অর্থমন্ত্রীর

এদিন রাজ্যের অর্থমন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য বাজেট পেশের শুরুতেই জানান, বাংলায় আর্থিক ব-দ্ধির হার ৮.৪১ শতাংশ হবে। খাদ্যসাথী, স্বাস্থ্যসথী প্রকল্প সহ দুয়ারে সরকারের একাধিক সাফল্যের খতিয়ান তুলে ধরেন তিনি। কর্মসংস্থান এবং বিপুল বিনিয়োগ নিয়েও এদিন বাজেটে বিস্তারিত ব্যাখ্যা করেন চন্দ্রিমা ভট্টাচার্য।

Suvendu Adikari News: মমতা বন্দ্যোপাধ্যায়ের লেখা ভাষণ পাঠ করেছেন, আমরা আশাহত: শুভেন্দু
উল্লেখ্য, এর আগে বাজেট অধিবেশনের শুরুর দিনই রাজ্যপাল সি ভি আনন্দ বোসের ভাষণের বিরোধীতা করেছিলেন BJP বিধায়করা। পাশাপাশি ‘হায় হায়’ স্লোগান দেওয়া হয় রাজ্যপালকে উদ্দেশ্য করে। বিরোধী বিধায়কদের এই আচরণ নিয়ে কড়া সমালোচনা করে তৃণমূল।

রিফ্রেশ করতে থাকুন …



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *