কী বললেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্য়ায় (Mamata Banerjee)?
এদিন সরকারি কর্মচারিদের ডিএ (West Bengal Govt Employees DA) বাড়ানোর কথা ঘোষণা করার পরেই মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (CM Mamata Banerjee) বলেন, ” এই বাজেট কর্মসংস্থানমুখী বাজেট। রাজ্য সরকারি কর্মচারিরা রাজ্যে একাধিক সুযোগ সুবিধা পান। তাঁরা বিদেশে ঘুরতে যেতে পারে। স্বাধীন দায়িত্বপ্রাপ্ত অর্থমন্ত্রী এত অসুবিধার মধ্যেও সাধ্যমতো ঘোষণা করেছেন।”
কী প্রতিক্রিয়া রাজ্য সরকারি কর্মীদের?
রাজ্য সরকারের এই ঘোষণায় মোটেই সন্তুষ্ট হয়নি কর্মচারি এবং পেনশনাররা। ৩৩টি সরকারি কর্মচারি এবং পেনশনারদের সংগ্রামী যৌথ মঞ্চ এই ঘোষণার তীব্র সমালোচনা করে। তাঁদের বক্তব্য, এই ভিক্ষার টাকা তাঁরা নেবেন না। কেন্দ্রের তুলনায় এখনও ৩৩ শতাংশ পিছিয়ে রয়েছে এ রাজ্য। ফলে তাঁদের বকেয়া বেতনের দাবি না মানা পর্যন্ত আন্দোলন প্রত্যাহারের কোনও সম্ভাবনাই নেই।” শহিদ মিনারে টানা অবস্থান চলছে আন্দোলনকারী সরকারি কর্মচারিদের যৌথ সংগ্রামী মঞ্চের। প্রতীকী অনশন থেকে শুরু করে রাজ্যজুড়ে একের পর এক কর্মবিরতি ঘোষণা করেছেন তাঁরা। স্কুল, কলেজ, হাসপাতাল, বিদ্যালয় থেকে শুরু করে নানা সরকারি দফতরে ‘পেন ডাউন’ করে চলেছে পূর্ণদিবস কর্মবিরতি। একইসঙ্গে আগামীদিনে আন্দোলনের ঝাঁজ আরও বাড়ানো হবে বলেও হুঁশিয়ারি দিয়ে রেখেছেন তাঁরা। সরকার তাঁদের দাবি না মানলে প্রয়োজনে নবান্ন অভিযানও করতে পারেন সরকারি কর্মচারিরা। এখানেই শেষ নয়, আসন্ন পঞ্চায়েত নির্বাচনের সমস্ত কাজ বয়কটের ডাক নিয়েছেন সরকারি ভোটকর্মীরা। অন্য রাজ্যে যেখানে ৩৪ থেকে ৩৬ শতাংশ পর্যন্ত ডিএ পান, সেখানে এ রাজ্যের কর্মচারিরা কেন পিছিয়ে থাকবে? বারাবর এই প্রশ্ন উঠছে আন্দোলনকারীদের মধ্য়ে।