East Medinipur News : গভীর রাতে পুলিশি অভিযানে ভেস্তে গেল পাচার, কাঁথিতে বিপুল গাঁজাসহ গ্রেফতার ২ – kanthi police recovered 32 kg marijuana and arrested two


East Medinipur News : বড়সড় সাফল্য পূর্ব মেদিনীপুর পুলিশের। গোপন সূত্রে খবরের ভিত্তিতে উদ্ধার কেজি কেজি গাঁজা। গাঁজা পাচারের সঙ্গে যুক্ত দুই ব্যক্তিকে গ্রেফতার করা হয়েছে। ধৃত দুই ব্যক্তির নাম মিলন রাউৎ ও তাপস সরকার। উদ্ধার হয়েছে মোট ৩২ কেজি গাঁজা। ধৃতদের মঙ্গলবার তমলুক জেলা আদালতে (Tamluk District Court) তোলা হয়। পূর্ব মেদিনীপুর (East Medinipur) জেলার কাঁথি থানার পুলিশের বড়সড় সাফল্য। গাঁজা পাচারকারীকে ধরতে তৎপর ছিল কাঁথি থানার পুলিশ। সোমবার গভীর রাতে গোপন সূত্রে খবর পেয়ে কাঁথি শহরের একটি বাড়িতে হানা দেয় পুলিশ।

Alipurduar News : টমেটোর আড়ালে গাড়িতে যাচ্ছিল বেআইনি সামগ্রী! ট্রাকের ডালা খুলতেই চক্ষু চড়কগাছ পুলিশের
তল্লাশির পর বাড়ি থেকে ৩২ কেজি গাঁজা বাজেয়াপ্ত করা হয়। গাঁজা পাচারকারী ও বাড়ির মালিককে গ্রেফতার করা হয়েছে। কাঁথি থানার পুলিশ জানিয়েছে, ধৃতরা হল কাঁথি থানার কুমারপুর বাসিন্দা মিলন রাউৎ ও নদিয়া জেলার শিখরপুর গ্রামের বাসিন্দা তাপস সরকার। মঙ্গলবার ধৃতদের তমলুক জেলা আদালতে পাঠায় পুলিশ। কাঁথি থানার পুলিশের (Kanthi Police Station) পক্ষ থেকে ১০ দিনের পুলিশ হেফাজত নেওয়ার জন্য আবেদন করা হয়েছে। পুলিশ সূত্রে জানানো হয়েছে, উদ্ধার হওয়া গাঁজার বাজারমূল্য প্রায় ১০ লাখ টাকা। ধৃতদের বাড়ি থেকে একটি অটো বাজেয়াপ্ত করেছে পুলিশ।

South 24 Parganas News : ফের বড়সড় ডাকাতির ছক বানচাল! আগ্নেয়াস্ত্রসহ গ্রেফতার ৩
ধৃতদের সঙ্গে কোনও বড় গাঁজা পাচার চক্রের যোগাযোগ আছে কিনা, সে ব্যাপারে খোঁজখবর নেওয়া হচ্ছে। কোথা থেকে এই গাঁজা জোগাড় করা হয়েছিল এবং সেগুলিকে কোথায় পাচার করার কথা ছিল, সে ব্যাপারে ধৃতদের জিজ্ঞাসাবাদ করা হচ্ছে। মাদক পাচার রুখতে আগামী দিনেও অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জানিয়েছে পুলিশ। জেলার পাশাপাশি শহর কলকাতা থেকেও গাঁজা উদ্ধারের ঘটনা ঘটেছে। মঙ্গলবারই কলকাতার বেহালা চৌরাস্তার মোড়ে একটি গাড়িকে দাঁড়িয়ে থাকতে দেখা যায়। গাড়িটিকে দাঁড়িয়ে থাকতে দেখেই সন্দেহ হয় পুলিশের।

Fake Note Recovery : লাখ লাখ টাকার জাল নোট উদ্ধার ফরাক্কায়, STF-এর জালে ৩
মাঝরাতে টহলদারি করার সময় গাড়িটি দেখতে পায় পুলিশ। গাড়িটিতে তল্লাশি চালাতেই চোখ কপালে ওঠে পুলিশের। দেখা যায়, গাড়ির ভেতরে ছিল কিলো কিলো গাঁজা (marijuana)। তবে এত পরিমাণ মাদক কে বা কারা ফেলে রেখে গিয়েছে সে ব্যাপারে কিছু জানতে পারেনি পুলিশ। গাড়িটি থেকে প্রায় ৬০-৬৫ কিলোগ্রাম গাঁজা উদ্ধার হয়েছে। পুলিশ জানিয়েছে, গাড়ি থেকে ৬টি ব্যাগ পাওয়া গিয়েছে। প্রায় ৬০ থেকে ৬৫ কিলোগ্রাম গাঁজা পাওয়া গিয়েছে বলে জানিয়েছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *