Hooghly News : কম দামে ‘বাতিল বাইক’ বিক্রির অভিযোগ, শ্রীরামপুর থেকে গ্রেফতার ২ শোরুম কর্মী – hooghly showroom owner sells bannned bs 4 bikes police arrested two


West Bengal News : বিএস-৪ ইঞ্জিনের বাইক বিক্রি বন্ধ হয়েছে ২০১৭ সালের ৩১ মার্চ। রেজিস্ট্রেশনও বন্ধ হয়েছে একই সঙ্গে। কিন্তু কম দামে সেইসব বাইক বিক্রি হচ্ছিল শোরুম থেকে। শোরুমের মালিককে অজ্ঞাত রেখে বাইক বিক্রি চালিয়ে যাচ্ছিলেন দুই কর্মী।

Road Accident : মদ্যপ বাইক চালকের ধাক্কায় মৃত্যু CPIM নেতার, চাঞ্চল্য দুর্গাপুরে
বাতিল বাইক বিক্রি করে শ্রীরামপুর থেকে গ্রেফতার দু’জন। ধৃতদের নাম জিতু ওঝা ও সাবির খান। বুধবার তাদের শ্রীরামপুর আদালতে পেশ করা হয়।

Road Accident : পথ নিরাপত্তা সপ্তাহ শেষ হতেই ‘আনসেফ ড্রাইভ’! দুর্ঘটনায় শহরে ফের মৃত্যু হেলমেটহীন চালকের
শ্রীরামপুর থানায় গতকাল ‘প্রিমিয়ার হন্ডা’ নামক একটি বাইকের শোরুমের মালিক অভিনব আগরওয়াল অভিযোগ দায়ের করেন। শ্রীরামপুর নগর মোড়ে হন্ডার শোরুম ম্যানেজার সাবির খান ও এক কর্মচারী জিতু ওঝার নামে অভিযোগ জানান। তিনি জানান, ওই দুই কর্মচারী বাতিল বিএস-৪ ইঞ্জিনের ২২ টি বাইক বিক্রি করে দেয় মালিককে না জানিয়ে।

Jhargram News : রাতের অন্ধকারে বৃদ্ধাকে ধর্ষণের অভিযোগ, জামবনিতে গ্রেফতার অভিযুক্ত
গত এক বছর ধরে এই বাইকগুলি বিক্রি করা হয়েছে গ্রামাঞ্চলের ক্রেতাদের। এমনকি ক্রেতাদের বুঝিয়ে দেওয়া হয়, বাইকগুলি গ্রামাঞ্চলের মধ্যেই চালাতে। লোকালয়ের মধ্যেই বাইক চালাতে হবে, বড় রাস্তার উপর বাইক নিয়ে চলাচল করা যাবে না।

New Town Road Accident : ফের নিউটাউনে দুর্ঘটনা, বেপরোয়া বাসের ধাক্কায় মৃত্যু সাইকেল আরোহীর
কম দামে বাইক পাওয়ার লোভে অনেকে কিনেও নেন সেই রেজিস্ট্রেশনহীন বাইক। অভিযোগ, কোনও বাইকেরই রেজিস্ট্রেশন হয়নি। কম দামে নতুন বাইক কিনেছিলেন যে সব ক্রেতারা, তাঁরাও বিষয়টি বেমালুম চেপে যান।

Best Mileage Bike : প্রতি লিটার তেলে 80 কিমি মাইলেজ! পয়সা উসুল বাইক, কম তেলে যাবে অনেকদূর
তাঁরা নিজে থেকে কোনও অভিযোগ দায়ের করেননি। কিন্তু বছর ঘুরতেই ধরা পড়ে জালিয়াতি। শোরুমের অডিটে ধরা পরে বাইক বিক্রির ঘটনা। এরপরেই অবাক হয়ে যান শোরুমের মালিক।

Maa Flyover Accident : পথ নিরাপত্তা সপ্তাহেই মা উড়ালপুলে দুর্ঘটনা, অ্যাপ বাইক উলটে জখম ২
তিনি বিষয়টি বুঝতে পেরে শ্রীরামপুর থানার দ্বারস্থ হন। শ্রীরামপুর থানার পুলিশ অভিযুক্ত দু’জনকে গ্রেফতার করে। ধৃত সাবির খান বাড়ি শ্রীরামপুর মল্লিক পাড়া এবং জিতু ওঝার বাড়ি এসকে নগর নয়াবস্তি রিষড়ায়।

Electric Scooter Buying Guide : ব্যাটারি-রেঞ্জ থেকে স্পিড! ইলেকট্রিক স্কুটার কেনার আগে এই বিষয়গুলি জেনে রাখুন
তাদের হেফাজতে চেয়ে আজ শ্রীরামপুর আদালতে পেশ করা হয়। শ্রীরামপুর থানার পুলিশ জানিয়েছে, অভিযুক্তদের হেফাজতে নিয়ে বাইক গুলি উদ্ধার করা হবে। ওই শোরুমের নতুন এক কর্মচারী মনোজ মান্না বলেন, “আমাদের কোম্পানির কিছু কর্মী জালিয়াতি করছিল, সেটা বোঝা গিয়েছিল।

Consumer Court : MRP-র থেকে ৪ টাকা বেশি! রায়গঞ্জের ডিপার্টমেন্টাল স্টোরকে মোটা টাকা জরিমানা
ওই দুজন নির্দিষ্ট ওই শোরুমের তত্ত্বাবধানে ছিলেন। সেই সুযোগকে কাজে লাগিয়েই এসব করেছে। তবে বাইক বেচে দিয়েছে বা কী করেছে, সে সম্পর্কে নির্দিষ্ট করে কিছু বলতে পর্ব না। বিষয়টি নিয়ে থানায় অভিযোগ দায়ের করা হয়েছে।” কীভাবে ক্রেতাদের ঠকিয়ে এরকমভাবে এতগুলি অবৈধ বাইক বিক্রি করা হল সে ব্যাপারে তদন্ত শুরু করেছে পুলিশ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *