গ্রেফতার করল বিধান নগর উত্তর থানার পুলিশ (Bidhannagar North Police Station)। আজ তাঁদের বিধান নগর কোর্টে (Bidhannagar Court) তোলা হয়। কলকাতার একাধিক থানাতেও এদের নামে অভিযোগ রয়েছে।
পুলিশ সূত্রে খবর, তপসিয়ার বাসিন্দা সুরজ ঝা ও ট্যাংরার বাসিন্দা বিক্রম সিং – এই দুজন KP লেখা বাইক নিয়ে সল্টলেকের (Saltlake) সিটি সেন্টারে (City Center) দাঁড়িয়ে ছিল। সেই সময় সিটি সেন্টারের (City Center) নিরাপত্তারক্ষী অসীম বল্লভ হেটে বাড়ি ফিরছিলেন। তখন এই দুই ভুয়ো পুলিশ তার রাস্তা আটকায় এবং বলে তারা পুলিশ। তাঁরা বলে, ‘আপনার ওপর সন্দেহ হচ্ছে, আপনার ব্যাগে কি আছে দেখান’।
অসীমের সন্দেহ হলে তিনি ব্যাগ দেখাতে চাননি। তখন তারা জানায় তাঁদের কাছে বন্দুক আছে। এর পরে অসীম ভয়ে তার মানিব্যাগ ও মোবাইল বের করেন। এর পর ওই দুই অভিযুক্ত সেগুলো ছিনিয়ে নেওয়ার চেষ্টা করে। অসীম চিৎকার করলে আশেপাশের লোক জন ছুটে এসে তাদের আটকে দেয় এবং বিধান নগর উত্তর থানায় ফোন করলে পুলিশ এসে তাদের আটক করে।
তাদের কাছে আইকার্ড দেখতে চাইলে তাঁরা কোনও পরিচয় পত্র দেখাতে পারেনি। তারপর তাদের গ্রেফতার করা হয়। ওই দুজনের কাছ থেকে একটি ছুরি উদ্ধার হয়েছে। পুলিশ জিজ্ঞাসাবাদে জানতে পারে এর আগেও কলকাতা পুলিশের হাতে গ্রেফতার হয়েছিল এই অভিযুক্তরা।
জেরায় স্বীকার করে ভবানীপুর, তপসিয়া, বটতলা এলাকায় একই কায়দায় ছিনতাইয়ের ঘটনা ঘটিয়েছে তারা। অভিযোগ গত ১১ তারিখ সল্টলেকের আমূল আইল্যান্ড এও একই ঘটনা ঘটিয়েছে এই দুজন। আজ ধৃতদের বিধাননগর কোর্টে তোলা হয় ও ওই দুজনকে পুলিশ নিজেদের হেফাজতে নেওয়ার আবেদন জানায়।
এই বিষয়ে সিটি সেন্টার এলাকার স্থানীয় এক বাসিন্দা বলেন, “ওই মুহূর্তে আমি ঘটনাস্থলের কাছেই ছিলাম। হঠাৎ দেখলাম এক ব্যক্তি তুমুল জোরে চিৎকার করছেন, ও আরও দুই ব্যক্তি সেখান থেকে পালানোর চেষ্টা করছে। সেই দেখে আমি এবং আশেপাশের আরও লোক দৌড়ে গিয়ে ওই দুই ব্যক্তিকে আটকে দিই।”
ওই ব্যক্তি জানিয়েছেন, আটক হওয়া দুই ব্যক্তি নিজেদের পুলিশ জানিয়ে বাকি লোকদেরও শাসানী দেয়। কিন্তু স্থানীয় বাসিন্দারা ভয় না পেয়ে থানায় খবর দিয়ে পুলিশকে ডাকেন। সেই সময়েই ওই দুই ব্যক্তি কার্যত ভেঙে পড়ে।