Mid Day Meal : লেগ পিস স্যারদের, বাচ্চাদের পাতে গিলে-মেটে! মালদার স্কুলে মিড-ডে মিল নিয়ে জোর বিতর্ক – spare part of chicken give to school students in mid day meal big controversy in malda school


পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে রাজ্যের স্কুলগুলিরতে মিড-ডে মিলগুলির উপর বাড়তি নজর দিয়েছিল সরকার। পড়ুয়াদের রোজকার পাতে মাংস ও ফল তুলে দেওয়ার জন্য ৩৭২ কোটি টাকা বরাদ্দ করা হয়েছিল। রাজ্যের একাধিক স্কুলে খাবারের মান নিয়ে প্রশ্ন উঠেছিল। ইতিমধ্যেই মিড-ডে মিল নিয়ে অভাব অভিযোগ খতিয়ে দেখতে রাজ্যে এসেছিল কেন্দ্রীয় দল। এর মধ্যেই মিড-ডে মিল নিয়ে নতুন ধরনের অভিযোগ সামনে এসেছে।

মালদা জেলার ইংরেজবাজার ব্লকের অমৃতি কলোনি প্রাথমিক বিদ্যালয়ের পড়ুয়াদের মিড-ডে মিলে মাংসের ছাঁট দেওয়ার অভিযোগ উঠেছে কর্তৃপক্ষের বিরুদ্ধে। স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে অভিযোগ তুলে অভিভাবক ও এলাকাবাসীার একত্রিত হয়ে তাদের একটি ঘরে তালা বন্ধ করে রাখেন। এই ঘটনায় এলাকায় ব্যাপক চাঞ্চল্য তৈরি হয়েছে।

Mid Day Meal : মালদায় মিড ডে মিলে পাতে পড়ল মাংস-ভাত, শিক্ষকদের উদ্যোগে খুশি পড়ুয়ারা
পড়ুয়াদের অভিভাবকদের অভিযোগ, মাংসের লেগ পিস না দিয়ে পড়ুয়াদের গলা, মাথা ও মেটে খেতে দেওয়া হচ্ছে। শিক্ষকদের বিরুদ্ধে আরও এক মারাত্মক অভিযোগ করেছেন অভিভাবক ও এলাকাবাসীরা। তাঁদের অভিযোগ, মুরগির মাংসের লেগ থেকে শুরু করে অন্যান্য ভালো টুকরোগুলি আলাদা করে তুলে রাখা হচ্ছে। পরে মিড-ডে মিলের রাধুঁনীদের দিয়ে সেইগুলি রান্না করিয়ে স্কুলের শিক্ষকরা তা খেয়ে নিচ্ছেন।

স্কুলের শিক্ষকদের বিরুদ্ধে আরও গুরুতর অভিযোগ করেছেন পড়ুয়াদের অভিভাবকরা। তাদের অভিযোগ পড়ুয়াদের মোটা চালের ভাত খেতে দেওয়া হচ্ছে। কিন্তু স্কুলের শিক্ষকরা নিজেরা সরু চালের ভাত রান্না করে খাচ্ছেন।

Purba Medinipur : স্কুলের হস্টেলে বাসি খাবার! অসুস্থ বেশ কয়েকজন ছাত্র, চাঞ্চল্য তমলুকে
শিক্ষকদের বিরুদ্ধে এই অভিযোগ তুলে তাদের স্কুলেরই একটি ঘরে তালাবন্ধ করে রাখেন পড়য়ুাদের অভিভাবক ও স্থানীয় বাসিন্দারা। পড়ুয়াদের উন্নতমানের খাবার দাবি জানতে থাকেন তাঁরা। এই প্রসঙ্গে সাংবাদিকদের সক্ষে কথা বলার সময় ক্ষোভ উগরে দিয়েছেন তাঁরা।

মধুমিতা দাস নামের এক অভিভাবক বলেন, “স্কুলের প্রধান শিক্ষক সহ অন্যান্যদের জন্য আলাদাভাবে রান্না করা হয়। শিক্ষকরা লেগ পিস খায়, পড়ুয়াদের মাংসের ছাঁট থেকে খেতে দেওয়া হয়। এখানে কোনও দিন ফলও দেওয়া হয়নি। সেই কারণে তালাবন্ধ করেছি, জবাব না দিলে এখান থেকে যেতে দেব না।”

DA Protest In Nadia School : রাজ্যজুড়ে ডিএ চেয়ে কর্মবিরতির মধ্যে অভিনব চিত্র নদিয়ায় স্কুলে, কী করলেন শিক্ষকরা? জানুন
স্কুলের এর রাঁধুনি গৌরী বালা দাসও এই প্রসঙ্গে বিস্ফোরক মন্তব্য করে কার্যত শিক্ষকদের বিরুদ্ধে ওঠা যাবতীয় অভিযোগ স্বীকার করে নিয়েছেন। তিনি বলেন, “হ্যাঁ পড়ুয়া ও শিক্ষকদের জন্য আলাদা রান্না হয়। শিক্ষকদের জন্য লেগপিস ও বাচ্চাদের জন্য ছোট মাংসের পিস রাখা হয়। পড়য়ুা ও শিক্ষকদের জন্য আলাদা চালের ভাত রান্না করা হয়। “



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *