Nabanna : গ্রামীণ রাস্তা সংস্কারের কাজে বরদাস্ত হবে না গাফিলতি, অপচয় – nabanna took initiative to reform rural road construction


সুগত বন্দ্যোপাধ্যায়
আসন্ন পঞ্চায়েত ভোটের কথা মাথায় রেখে গ্রামীণ এলাকার রাস্তা দ্রুত সংস্কারে উদ্যোগী হয়েছে নবান্ন (Nabanna)। এই কাজে ব্যয়ের ক্ষেত্রে কড়া নজরদারির সিদ্ধান্ত নিয়েছে রাজ্য প্রশাসনের সদর দপ্তর। এ জন্য পঞ্চায়েত দপ্তরের তরফে পৃথক পোর্টাল ও অ্যাপ তৈরি করতে বলা হয়েছে। যে সব গ্রামীণ রাস্তার সংস্কার হবে, সেগুলির জিও ট্যাগিং বাধ্যতামূলক। ‘ওয়ার্ক অর্ডার’ পাওয়ার তিন দিনের মধ্যে ঠিকাদারি সংস্থার কাজ শুরুর শর্ত থাকবে টেন্ডারে। গ্রাম পঞ্চায়েত বা পঞ্চায়েত সমিতিকে টেন্ডার প্রক্রিয়ায় যুক্ত করা যাবে না। মহকুমাশাসক, বিডিও বা জেলাশাসকের অফিস থেকে প্রশাসনিক ভাবে টেন্ডার ডাকতে হবে। জেলা পরিষদের বৈঠকে রাস্তা সংস্কারের সিদ্ধান্ত তুলে দিতে হবে পোর্টালে।

Nabanna : গ্রামাঞ্চলে শৌচালয় তৈরির কাজে পিছিয়ে ৬ জেলা, চিন্তিত নবান্ন
রাজ্য সরকার প্রায় ৩ হাজার কোটি টাকা খরচ করে এই কাজে হাত দিয়েছে। অর্থের অপচয় কোনও ভাবেই মেনে নেওয়া হবে না বলে সিদ্ধান্ত নবান্নের।নবান্নের শীর্ষকর্তাদের সিদ্ধান্ত জানানো হয়েছে জেলাশাসকদের। প্রশাসনিক অনুমোদন চেয়ে আগামী বৃহস্পতিবার, ২৩ ফেব্রুয়ারির মধ্যে রাস্তা সংস্কারের বিস্তারিত রূপরেখা পঞ্চায়েত দপ্তরের কাছে পাঠাতে হবে জেলাগুলিকে। আর ২৭ মার্চের রাজ্যের সাড়ে ৮ হাজার রাস্তার টেন্ডার প্রক্রিয়া শেষ করে ‘ওয়ার্ক অডার’ দিতে হবে।

Pradhan Mantri Awas Yojana : আবাসে দেরি রাজ্যের অনুমোদনেই, পালটা হুঁশিয়ারি দিল কেন্দ্র
কাজ শুরুর আগে এলাকায় ঢালাও প্রচার চায় নবান্ন। এ জন্য সূচনা পর্বেই ভিত্তিপ্রস্তর স্থাপন অনুষ্ঠান আয়োজনের কথা বলা হয়েছে। স্থানীয় ভাবে ফ্লেক্স বা হোর্ডিংও লাগাতে হবে। রাজ্য সরকার নিজের টাকায় যে রাস্তা তৈরি করছে, এলাকাবাসীর কাছে সেই বার্তা দিতেই এই উদ্যোগ। প্রধানমন্ত্রী গ্রাম সড়ক যোজনায় রাস্তা নির্মাণে গাইডলাইনে লোগো-সহ এমন প্রচারের কথা বলেছে কেন্দ্রও। বেহাল রাস্তার সংস্কার চলাকালীন হয়তো পঞ্চায়েত ভোট চলবে। সংস্কারের কাজে যুক্ত করতে হবে জেলা তথ্য সংস্কৃতি দপ্তরকে। কোনও স্তরে অভিযোগ উঠলে সঙ্গে সঙ্গে তা যাচাই করে দেখতে হবে। কোনও গাফিলতি বরদাস্ত করা যাবে না।

National Highway : সড়ক দখলমুক্তি, নির্দেশেও সংশয়
পঞ্চায়েত দপ্তর জানিয়েছে, রাস্তা নির্বাচন থেকে টেন্ডারের জন্য বৈঠক ও রাস্তা তৈরির ভিডিয়ো এবং স্টিল ছবি পোর্টালে আপলোড করতেই হবে জেলাশাসকদের। যাতে পঞ্চায়েত দপ্তর বা নবান্ন ঘরে বসেই সব দেখে নিতে পারে। কাজ শেষ হওয়া মাত্রই খরচের হিসেব-সহ ইউটিলাইজেশন সার্টিফিকেট দিতে হবে। কাজ ফেলে রাখা চলবে না।

TMC Leader Viral Video: ঠিকাদারের কাছ থেকে ঘুষ নিচ্ছেন তৃণমূল পঞ্চায়েত প্রধান! ভাইরাল ভিডিয়ো ঘিরে চাঞ্চল্য
পঞ্চায়েত দপ্তরের কর্তাদের বক্তব্য, রাজ্যে ছোট-বড়-মাঝারি প্রায় সাড়ে ১০ হাজার কিলোমিটার গ্রামীণ রাস্তার সংস্কার হবে। তবে গুণগত মানে বিশেষ নজর দেওয়ার সিদ্ধান্ত হয়েছে। জেলাশাসকদের জানানো হয়েছে, সংস্কার চলাকালীন আধিকারিক ও ইঞ্জিনিয়ারদের পরিদর্শনে যেতে হবে নিয়মিত। সেই ছবিও দিতে হবে পোর্টালে। প্রতি সপ্তাহে কাজের গতিপ্রকৃতি নিয়ে জেলাশাসকদের পর্যালোচনা বৈঠকে বসতে হবে। অতিরিক্ত জেলাশাসক, মহকুমাশাসকদের রাস্তা ধরে ধরে নজরদারির দায়িত্ব দিতে হবে। পঞ্চায়েত দপ্তর থেকে আধিকারিকদেরও এ ক্ষেত্রে জেলাভিত্তিক নজরদারির দায়িত্ব থাকবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *