Nabanna : সমবায় ব্যাঙ্ক ও সমিতিকে দায়িত্ব রাজ্য সরকারের বহু প্রকল্প রূপায়ণের – nabanna gave responsibilitis cooperative banks of implementation of many schemes of the state government


এই সময়: রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্ক আর নয়, সরকারি প্রকল্পের একটা বড় অংশ রূপায়ণের দায়িত্ব নবান্ন এ বার জেলা স্তরে কেন্দ্রীয় সমবায় ব্যাঙ্ক ও প্রাথমিক কৃষি সমবায় সমিতিগুলোর কাঁধে তুলে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছে। এখন থেকে বিভিন্ন সরকারি দপ্তরের প্রকল্প এবং পুরসভা ও পুরনিগমের মতো স্থানীয় স্বশাসিত সংস্থাগুলোর আর্থিক লেনদেনের সঙ্গে জেলার সমবায় ব্যাঙ্ককে যুক্ত করতে বলা হয়েছে। মুখ্যসচিব হরিকৃষ্ণ দ্বিবেদী এই নির্দেশ জেলাশাসকদের দিয়েছেন। এতদিন জেলার সমবায় ব্যাঙ্কগুলোয় রাজ্য সরকারের কোনও অ্যাকাউন্ট ছিল না। সরকারি প্রকল্পের সব লেনদেনই হয় রাষ্ট্রয়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কের মাধ্যমে।

Nabanna : গ্রামীণ রাস্তা সংস্কারের কাজে বরদাস্ত হবে না গাফিলতি, অপচয়
নবান্নর যুক্তি, স্টুডেন্ট ক্রেডিট কার্ড থেকে মৎস্যজীবী, কিষান ও আর্টিজ়ান বা কারিগরদের ক্রেডিট কার্ডের মতো সরকারি প্রকল্পে রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্ক থেকে বিশেষ সহযোগিতা মিলছে না। স্টুডেন্ট ক্রেডিট কার্ড করাতে গিয়ে পড়ুয়াদের অনেকেই হয়রানির শিকার হচ্ছেন। রাজ্য স্তরের বৈঠকে রাষ্ট্রায়ত্ত ও বেসরকারি ব্যাঙ্কের কর্তারা সব রকম সহযোগিতার আশ্বাস দেওয়ার পরেও নিচু তলায় সেই আশ্বাস অনুযায়ী কাজ হচ্ছে না। প্রশাসনিক আধিকারিকরাও তদারক করতে গিয়ে হতাশ হচ্ছেন। এমনকী, কৃষি ক্ষেত্রেও ওই সব ব্যাঙ্কের বিনিয়োগ খুবই সামান্য। অথচ, কৃষক ও ক্ষুদ্র সঞ্চয়কারীদের আমানতের উপর নির্ভর করে জেলার সমবায় ব্যাঙ্কগুলি সব সরকারি প্রকল্পে সহযোগিতার হাত বাড়িয়ে দিয়েছে।

Mamata Banerjee : বলতে শুরু করলে, আমাকে যাঁরা গালাগালি দেয় তাঁদের মাথা কুটতে হবে : মমতা
পড়ুয়াদের একটা বড় অংশই স্টুডেন্ট ক্রেডিট কার্ডের ঋণ পেয়েছে তুলনায় আর্থিক ভাবে দুর্বল সমবায় ব্যাঙ্ক থেকে। আবার জেলার সমবায় ব্যাঙ্কগুলো তাদের আমানতের ১৭.৭৪ শতাংশ অর্থই শস্যঋণ-সহ কৃষির বিভিন্ন ক্ষেত্রে বিনিয়োগ করে। রাষ্ট্রায়ত্ত বা বেসরকারি ব্যাঙ্কগুলোর এই ধরনের বিনিয়োগের পরিমাণ তাদের আমানতের মাত্র ১.৫৮ শতাংশ। অথচ তারা রাজ্য সরকারের কাছ থেকে তাদের ব্যবসা চালানোর জন্য সব ধরনের সুবিধে নেয়।

Swasthya Sathi Card : স্বাস্থ্যসাথী কার্ড থাকা সত্ত্বেও রোগী প্রত্যাখ্যান, ৫৩ হাসপাতালকে ১০ কোটির বেশি জরিমানা
এই পটভূমিকায় নবান্নের নির্দেশ, যে কোনও মূল্যে জেলা স্তরের সমবায় ব্যাঙ্কগুলোর কর্মদক্ষতা বাড়াতে প্রশাসনিক ভাবে তাদের সব রকম সহযোগিতা করতে হবে। সেই জন্য প্রতিটি সমবায় ব্যাঙ্কের কর্মকর্তাদের সঙ্গে আলোচনার মাধ্যমে তাদের আর্থিক সমস্যাগুলো পর্যালোচনা করে জেলাশাসকদের অ্যাকশন প্ল্যান তৈরির নির্দেশ দিয়েছেন মুখ্যসচিব। কী ব্যবস্থা নেওয়া হলো, আরও কী কী পদক্ষেপ করা প্রয়োজন, তা নিয়ে ৩১ মার্চের মধ্যে জেলাশাসকদের সবিস্তার রিপোর্ট দিতে বলা হয়েছে।

Mamata Banerjee : কাশ-বালিশ থেকে শাটল ককের প্রদর্শনী, রাত পোহালে হাওড়ায় মমতা
নবান্নর নতুন নীতিই হলো, রাজ্যের সমবায় ব্যাঙ্কগুলোর আর্থিক স্বাস্থ্য ফেরানো। জেলাশাসকদের জানিয়ে দেওয়া হয়েছে, এখনই প্রাথমিক কৃষি সমবায় সমিতি, তন্তুবায় সমবায় সমিতির কাজগুলির পর্যালোচনা করতে হবে। তাদের আর্থিক স্বাস্থ্য ফেরাতে প্রয়োজনীয় পরিকল্পনা তৈরি করতে হবে। সেগুলোর অধিকাংশই প্রায় অচল। ইতিমধ্যেই সমবায় দপ্তর জেলাস্তরে ৪ হাজার ৮৭৬টি প্রাথমিক কৃষি সমবায় সমিতির অডিট সম্পন্ন করিয়েছে। তন্তুবায় বা তাঁতিদের সমিতিগুলোও ঋণ ও উপযুক্ত বাজার না-পেয়ে ধুঁকছে। ওই তন্তুবায় বা তাঁতিদের সমবায় সমিতিগুলো রয়েছে নদিয়া, পূর্ব বর্ধমান, হুগলি, মুর্শিদাবাদ জেলায়। নবান্নের নির্দেশ- ওই সমবায় সমিতিগুলোর পুনরুজ্জীবনের জন্য সরকারি প্রকল্পে তাদের যুক্ত করতে উদ্যোগী হতে হবে জেলা প্রশাসনকে এবং সেগুলোর উৎপাদিত সামগ্রী সরকারি কর্মসূচির মাধ্যমে সংগ্রহের ব্যবস্থা করতে হবে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *