PM Awas Yojana Gramin West Bengal : আবাসের টাকায় বাড়ি না করে অন্য খাতে খরচ? হতে পারে জেলও, জানুন আইন – pradhan mantri awas yojana west bengal all you need to know


ঘটনা-১ ২০১৬ সালে কেন্দ্রের আবাস যোজনায় (Pradhan Mantri Awas) ঘর তৈরির জন্য টাকা পেয়েছিলেন পশ্চিম মেদিনীপুর জেলার (Paschim Medinipur) গড়বেতা-১ ব্লকের এক বাসিন্দা। দীর্ঘদিন টাকা ফেলে রাখার পরে প্রথমে তাঁকে শোকজ করা হয়। তার যথাযথ উত্তর না পেয়ে থানায় অভিযোগ দায়ের হয়। পরে বাধ্য হয়ে টাকা ফেরত দেন তিনি। ওই ব্লকে এমন অভিযোগের সংখ্যা ২০-র বেশি।

ঘটনা-২ নদিয়ার করিমপুর-১ ব্লকের এক বাসিন্দার নামে কয়েক বছর আগে বরাদ্দ হয়েছিল আবাস যোজনার টাকা। সেই সময় রাজ্যে এই প্রকল্প ‘বাংলার আবাস যোজনা’ নামেই পরিচিত ছিল। পরে জানা যায়, সেই টাকা তিনি অন্য কাজে ব্যবহার করে ফেলেছেন। শোকজ এবং পরে এই কাজের জন্য অভিযোগ দায়ের হয় তাঁর নামে।

ঘটনা-৩ পূর্ব মেদিনীপুরের নন্দকুমার ব্লক। আবাসের প্রথম কিস্তির ৬০ হাজার টাকা পেয়েও বাড়ির কাজে হাত লাগাতে পারেননি এক উপভোক্তা। শোকজ করা হয় তাঁকেও।

Pradhan Mantri Awas Yojana : আবাসে দেরি রাজ্যের অনুমোদনেই, পালটা হুঁশিয়ারি দিল কেন্দ্র
দক্ষিণবঙ্গের ৩ জেলার কথা উল্লেখ করা হলেও এমন উদাহরণ কিন্তু গোটা রাজ্যে একাধিক রয়েছে। এই প্রসঙ্গ টেনে রাজ্যের পঞ্চায়েত ও গ্রামোন্নয়ন দফতরের এক কর্তা বলছিলেন, ‘সম্প্রতি আবাস প্লাসের তালিকায় যাঁদের নাম উঠেছে, তাঁরা যাতে সময়ে প্রতিটি কিস্তির টাকা সঠিক সময়ে ব্যবহার করে তা নিয়ে আমরা বার বার সব জেলাকে সতর্ক করেছি।’

Ration Card Download : কর্মসূত্রে পরিবার নিয়ে দূরে থাকেন? রেশন তোলার পদ্ধতি জানাল রাজ্য সরকার

ঠিক কী রয়েছে নিয়মে?

উত্তর ২৪ পরগনা জেলার এক কর্তা বলেন, বাড়ি বরাদ্দ হওয়ার পর প্রথম কিস্তির ৬০ হাজার টাকা খরচ করার নির্দিষ্ট সময় রয়েছে। তা না হলে প্রথমে প্রশাসন, আরও সহজে বললে বিডিও অফিস থেকে শোকজ করা হয় ওই উপভোক্তাকে। অর্থাৎ কেন তিনি এমন করেছেন তার কারণ জানাতে বলা হয়। সেই চিঠির উত্তরে প্রশাসন সন্তুষ্ট না হলে বা কেউ উত্তর না দিলে তাঁর বিরুদ্ধে লোকাল থানায় অভিযোগ দায়েরও করা হয়। এক্ষেত্রে পুলিশ তাকে গ্রেফতার করতে পারে।

সম্প্রতি নদিয়ার কৃষগঞ্জ ব্লকে এমন অভিযোগে তিনজনকে গ্রেফতার করা হয়েছে। কৃষ্ণগঞ্জের এক বাসিন্দা ২০১৯-২০ অর্থবর্ষে আবাস যোজনার টাকা পেয়েছিলেন। আর এক বাসিন্দা পেয়েছিলেন ২০২০-২১ অর্থবর্ষের টাকা। অভিযোগ, প্রথম কিস্তির বরাদ্দ অর্থ পেয়েও এঁরা বাড়ি তৈরির কাজ শুরু করেননি। অভিযোগ দায়ের করেন বিডিও।

DA West Bengal Latest Update: ‘ভিক্ষে দেওয়া হল…!’ DA নিয়ে তীব্র ক্ষোভ সরকারি কর্মীদের, আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত
পরে গ্রেফতার করা হয় এই দুজন সহ মোট তিনজনকে গ্রেফতার করা হয়। পুলিশের এক কর্তা বলেন, ‘ভারতীয় দন্ডবিধির ৪০৬, ৪২০ ধারায় অভিযোগ দায়ের করা হয়। অর্থাৎ সরকারি অর্থ তছরুপ, আর্থিক প্রতারণা, বিশ্বাসভঙ্গের মতো জামিন অযোগ্য ধারায় মামতা রুজু করা হয়েছে।’ তবে অভিযোগ দায়েরের আগেই কেউ কেউ চাপে পড়ে টাকা ফেরত দিতে বাধ্য হন।

Pradhan Mantri Awas Yojana : আবাসের অনুমোদন সময় শেষের নির্দেশ
জেলায় জেলায় অভিযোগ

একাধিক জেলায় এই নিয়ে গুচ্ছ গুচ্ছ অভিযোগ দায়ের হয়েছে। শুধু নদিয়া জেলায় এরকম প্রায় ৩০০- বেশি অভিযোগ দায়ের হয়েছে। পশ্চিম মেদিনীপুরে এমন অভিযোগের সংখ্যা ১০০-র বেশি। পূর্ব মেদিনীপুরে ১ কোটি ২৩ লাখ অ্যাকাউন্টে ফেরত পাওয়া গিয়েছে এমন উপভোক্তাদের শোকজের পরেই । এমন খুব কম জেলা বা ব্লকই আছে যেখানে থেকে এমন অভিযোগ ওঠেনি।

Karma Sathi : চাকরি না করেও আর্থিকভাবে সাবলম্বী হন! জানুন ‘কর্ম সাথী’ প্রকল্পে আবেদনের পদ্ধতি
কেন্দ্রীয় আবাস যোজনা এবং রাজ্য সরকার

এই মুহূর্তে গ্রামীণ আবাস যোজনায় কেন্দ্র টাকা দিচ্ছে না বলে অভিযোগ রাজ্যের। তার পালটা এ বার রাজ্যের দিকেই অভিযোগের তির ঘুরিয়ে দিয়েছে কেন্দ্রীয় সরকার। তাদের দাবি, রাজ্য সরকারই আবাসের অনুমোদন আটকে রেখেছে। ফলে প্রকল্প রূপয়াণে বিলম্ব হচ্ছে। তবে এখনও কোনও উপভোক্তা টাকা পাননি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *