West Bengal Assembly : এবার রাজ্যে ভুয়ো বিধায়ক! বিধানসভায় তৃণমূল MLA পরিচয় দিয়ে ধৃত আগন্তুক – fake mla detained from west bengal assembly during budget session


West Bengal News: বুধবার বিধানসভায় বাজেট পেশ করেন অর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। অধিবেশন কক্ষে উপস্থিত ছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) থেকে শুরু করেন রাজ্যের অন্যান্য মন্ত্রী ও বিধায়করা। এদিন এক অপ্রীতিকর ঘটনার সাক্ষী থাকল রাজ্য বিধানসভা। দুটি গেট ও নিরাপত্তাবেষ্টনী টপকে বিধানসভায় ঢুকে পড়লেন এক ব্যক্তি। শেষমেশ ডেপুটি মার্শাল ওই ব্যক্তিকে আটকান।

নিজের নাম গজানন শর্মা বলে দাবি করেছেন ওই ব্যক্তি। নিজেকে তৃণমূল বিধায়ক বলে পরিচয় দিয়ে বিধানসভায় ঢোকেন ওই ব্যক্তি। বিধানসভার গেটে থাকা নিরাপত্তারক্ষীদের ১৭১ শিবপুরের বিধায়ক বলে পরিচয় দিয়েছেন তিনি। তাঁর থেকে দুটি চিঠি পাওয়া গিয়েছে। একটা চিঠি রাজ্যপালকে সম্বোধন করে লেখা। যদিও তাঁর থেকে অন্য কোনও সরকারি নথিপত্র মেলেনি।

Mamata Banerjee on DA: ‘অসুবিধা সত্ত্বেও সরকারি কর্মচারীদের যতটা সম্ভব দিয়েছি’, DA বৃদ্ধি নিয়ে মন্তব্য মমতার
বাজেট উপলক্ষে এদিন বিধানসভা পুলিশে পুলিশে ছয়লাপ ছিল। নিরাপত্তাবেষ্টনী টপকে কীভাবে ওই ব্যক্তি একদম বিধানসভার অলিন্দে পৌঁছে গেলেন সেই নিয়ে ইতিমধ্যেই প্রশ্ন উঠতে শুরু করেছে। ওই ব্যক্তিকে গাড়িতে করে থানায় নিয়ে যায় হেয়ার স্ট্রিট থানার পুলিশ। তাঁকে লালবাজারে নিয়ে জিজ্ঞাসাবাদ করা হতে পারে।

DA Announcement In Bengal Budget : ক্ষোভ প্রশমনের চেষ্টা, সরকারি কর্মীদের আরও ৩ শতাংশ ডিএ ‘উপহার’ মমতার
পঞ্চায়েত নির্বাচনের আগে এদিন রাজ্য বাজেট পেশ করেন চন্দ্রিম ভট্টাচার্য। বাজেটে ভবিষ্যত ক্রেডিট কার্ড, রাস্তাশ্রী, বার্ধক্য ভাতার মতো বেশ কিছু বড় ঘোষণা করা হয়েছে। বাজেট বক্তৃতা শেষের সময় সরকারি কর্মীদের আরও ৩ শতাংশ ডিএ বৃদ্ধির কথা ঘোষণা করেন চন্দ্রিমা। টেবিল চাপড়ে অর্থমন্ত্রীর এই প্রস্তাবকে সমর্থন জানিয়েছেন তৃণমূল বিধায়করা। অর্থমন্ত্রী জানিয়েছে সরকারি কর্মীদের পাশাপাশি পেনশনভোগীরা মার্চ মাস থেকে অতিরিক্তি ৩ শতাংশ ডিএ পাবেন।

West Bengal Rastashree Scheme: পথ নিয়ে অভিযোগ ভুরি ভুরি! পঞ্চায়েত ভোটের আগে ‘রাস্তাশ্রী’ প্রকল্প মমতার
চন্দ্রিমার বাজেট বক্তৃতা শেষে বলতে ওঠেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। তিনি বলেন, “অসুবিধা সত্ত্বে সরকারি কর্মীদের সাধ্যমতো ডিএ দেওয়া হয়েছে। সরকারি কর্মীরা বিদেশ ও বাইরে ঘুরতে যাওয়ার মতো অন্যান্য অনেক সুবিধাও পান… এই বাজেট কর্মসংস্থানমুখী। এই বাজেটে প্রচুর ছেলে মেয়ের আগামী দিনে চাকরি হবে। কর্মসংস্থান তৈরি করার আমাদের কাজ।”

State Budget 2023: বাড়ি, জমি কেনার ক্ষেত্রে রাজ্য বাজেটে বড় ঘোষণা! বাড়ল স্ট‍্যাম্প ডিউটি, সার্কেল রেটের মেয়াদ
ডিএ বৃদ্ধি নিয়ে বেশ কয়েকদিন ধরে শহিদ মিনার চত্বরে আন্দোলন চালাচ্ছেন সরকারি কর্মীদের একাধিক সংগঠন। এমনকী রাজ্যের বিভিন্ন সরকারি দফতরে কর্মবিরতির ডাকও দেওয়া হয়েছিল। DA নিয়ে অর্থমন্ত্রীর ঘোষণার পর রীতিমতো ক্ষুব্ধ আন্দোলনরত সরকারিকর্মীদের একাংশ। তাঁরা ক্ষোভ উগরে দিয়েছেন। তাদের দাবি, DA-র নামে তাদেরকে ‘ভিক্ষা দেওয়া’ হয়েছে।

রাজ্য সরকারী কর্মচারি পরিষদের সভাপতি দেবাশিস শীল এই প্রসঙ্গে বলেন, “প্রাপ্য DA থেকে আমরা ৩৫ শতাংশ পিছিয়ে ছিলাম। সেই ফারাক কমে এখন ৩২ শতাংশ হল। আন্দোলন আগামী দিনে আরও বড় হবে।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *