রাজ্যের সরকারি হাসপাতালে ইঁদুর-রোগী ‘মল্লযুদ্ধ’, ভাইরাল ভিডিয়ো Rat runs over patient body in Malda Medical College


রণজয় সিংহ: রোগী যেখানে, ইঁদুরও সেখানে! দাপাদাপি চলছে হাসপাতালের সর্বত্রই! সোশ্যাল মিডিয়ায় ভাইরাল ভিডিয়ো। কেন এমন পরিস্থিতি? ব্যবস্থা নেওয়ার আশ্বাস দিলেন হাসপাতাল কর্তৃপক্ষ। বিতর্কে মালদহ মেডিক্যাল কলেজ।

উত্তরবঙ্গের অন্যতম গুরুত্বপূর্ণ হাসপাতাল মালদহ মেডিক্যাল কলেজ। প্রতিদিন কয়েক হাজার মানুষ চিকিৎসার করাতে আসেন এই হাসপাতালে। রোগীর চাপ এতটাই যে, বেড পাওয়া যায় না সহজে। আবার ভর্তি হলে বিছানায়, এমনকী রোগীর গায়ে, মাথায় উঠে পড়ে ইঁদুর! হাসপাতাল কর্তৃপক্ষের ভূমিকা ক্ষুদ্ধ রোগীর পরিজনেরা।

আরও পড়ুন: Katwa: থামছিল না রক্তপাত, আঠা দিয়ে কান সিল করল হাতুড়ে! ভয়ঙ্কর কাণ্ড কাটোয়ায়

ভিডিয়োতে দেখা যাচ্ছে, হাসপাতালে মেঝেতে কম্বল জড়িয়ে শুয়ে রয়েছেন এক রোগী। কখনও তাঁর পায়ে, কখনও আবার মাথার উপরে উঠে খেলছে ইঁদুর। একসময় বিরক্ত আবার সেই ইঁদুরটিকে হাত করে তুলে নিয়ে চড়-থাপ্পরও মারলেন তিনি! মালদহ মেডিক্যাল কলেজের সুপার পুরঞ্জয় সাহা বলেন, “হাসপাতালে পেস্ট কন্ট্রোল কর্মসূচি নেওয়া হয়েছে। দেখা যাক কী হয়’!

এদিকে পূর্ব বর্ধমান কাটোয়ায় হাতুড়ে চিকিৎসকের খপ্পরে পড়ে কানের পর্দা নষ্ট হয়ে গিয়েছে যুবকের! কীভাবে? তাঁর কান দিয়ে রক্ত পড়ছিল। অভিযোগ, রক্তপাত বন্ধ করতে কানের ছিদ্রটি আঠা দিয়ে সিল করে দেন হাতুড়ে চিকিৎসক। কাটোয়া হাসপাতালে অস্ত্রোপচারের পর আপাতত বিপদমুক্ত ওই যুবক।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *