Chinar Park Fire Incident : চিনার পার্কে শোরুমে বিধ্বংসী আগুন, তীব্র যানজট – fire incident at a sofa godown under a building at chinar park


West Bengal News : চিনার পার্কে (Chinar Park) একটি আবাসনের নিচে বিধ্বংসী আগুন (Fire Incident)। আবাসনের নিচে দুটি দোকানে আগুন লাগে বলে জানা গিয়েছে। দোকানের মালপত্র পুড়ে ছাই হয়ে যায়। আবাসনের বাইরে থাকা একটি স্কুটিতে আগুন ধরে যায়।

ঘটনাস্থলে যায় দমকলের (Fire Brigade) পাঁচটি ইঞ্জিন। শেষ খবর পাওয়া পর্যন্ত হতাহতের কোনও খবর নেই। কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনা গিয়েছে। অগ্নিকাণ্ডের জেরে ভিআইপি নিউটাউন সংযোগকারী রাস্তায় যানজট তৈরি হয়।

New Town Fire : নিউটাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৫টি দোকান
চিনার পার্কে একটি বিল্ডিং এর নিচে সোফার গোডাউনে আগুন লেগে যায় বৃহস্পতিবার বিকেলে। সোফার গোডাউন পুড়ে ছাই হয়ে যায়। স্থানীয় বাসিন্দারা প্রথমে আগুন লক্ষ্য করেন। দোকানের সামনে এবং আবাসনের গেটে দাউ দাউ করে আগুন ধরে যায় কিছুক্ষণের মধ্যে। সোফার গোডাউনে প্রচুর দাহ্য পদার্থ থাকায় আগুন দ্রুত ছড়িয়ে পড়ে বলে স্থানীয়রা জানিয়েছেন।

স্থানীয় বাসিন্দারা নিজেদের প্রচেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনার চেষ্টা করে। পাশাপাশি সঙ্গে সঙ্গে দমকলকে খবর দেওয়া হয়। দমকলের পাঁচটি ইঞ্জিন ঘটনাস্থলে পৌঁছয়। এছাড়া ঘটনাস্থলে যায় বাগুইআটি থানা পুলিশ এবং এয়ারপোর্ট থানা পুলিশ। স্থানীয়দের প্রচেষ্টায় আগুন অনেকটা নিয়ন্ত্রণে আসে। দমকল আসতে কিছুটা দেরি করে বলে অভিযোগ করে বাসিন্দাদের একাংশ।

Asansol Fire Incident : আসানসোলের গ্র্যান্ড হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
পুলিশ সূত্রে খবর, প্রাথমিক অনুমান শট সার্কিট থেকে আগুন লাগে। আবাসনের নিচে থাকা দুটি দোকানের মধ্যে কোনও একটি থেকেই শট সার্কিট থেকে আগুন লেগেছে বলে অনুমান। আগুন লাগার সঙ্গে সঙ্গে ছড়িয়ে পড়ে। দোকানের উপরেই আবাসনের অন্যান্য তলায় গৃহস্থ ছিলেন। অন্যান্য তলার আবাসনের বাসিন্দাদের দ্রুত নিরাপদ স্থানে চলে যাওয়ার জন্য বলা হয়।

এলাকার মানুষও আগুন নিয়ন্ত্রণে হাত লাগায়। এরপর দমকলের কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। ঘটনায় হতাহতের কোনও খবর নেই। পুলিশের এক আধিকারিক জানান, “খবর পাওয়ার আধ ঘণ্টার ভেতরেই পুলিশ ও দমকল চলে আসে। আগুন কিছুটা ছড়িয়ে পড়ছিল। তবে এখন আগুন নিয়ন্ত্রণে। কেউ আহত হননি।”

Fire Incident : লেকটাউনের ভিআইপি টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কারণ খতিয়ে দেখছে দমকল
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ভয়াবহ আগুনের কবলে পড়ে সল্টলেক (Salt Lake) FD ব্লক। ভোর সাড়ে ৫টা নাগাদ এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা যায়, আগুনের লেলিহান শিখা মার্কেটের শতাধিক দোকান গ্রাস করে নেয়। দোকানগুলি আগুনে পুড়ে ছাই হয়ে যায়।

খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। ঘিঞ্জি এলাকা হওয়ার কারণে, আগুন নেভাতে সমস্যার মুখোমুখি হচ্ছেন স্থানীয়রা। অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুপড়ি বাজারের এক দোকনদার আহত হয়েছেন বলে জানা যায়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *