Elephant Attack : অরণ্য শহরে হাতির তাণ্ডব, গেট ভেঙে স্কুলে ঢুকল দলছুট দাঁতাল – elephant vandalised school and church premises in jhargram area


West Bengal News : শহরের উপকণ্ঠে থাকা চার্চ ও স্কুলের গেট ভেঙে স্কুলে ঢুকে পড়ল একটি দলছুট হাতি। শুধু তাই না, স্কুলের ক্যাম্পাসের ভিতরে থাকা বাগানের কলাগাছ খেয়ে পাঁচিলও ভেঙে ফেলে হাতিটি। এই ঘটনা জেনে রীতিমতো আতঙ্কের পরিবেশ সৃষ্টি হয়েছে ঝাড়গ্রাম (Jhargram) শহরের পুরাতন ঝাড়গ্রাম এলাকার। হলি ট্রিনিটি চার্চ ও হলি ট্রিনিটি স্কুলের মধ্যে ঢুকে পড়েছিল হাতিটি।

স্থানীয় সূত্রে জানা গিয়েছে, বুধবার আনুমানিক রাত দশটার সময় জঙ্গল থেকে বেরিয়ে একটি হাতি ঝাড়গ্রাম (Jhargram) শহরের ১১ নম্বর ওয়ার্ডের হলি ট্রিনিটি চার্চে (Church) ঢুকে পড়ে। সেই সময় প্রার্থনা করছিলেন চার্চের ফাদার।

Hooghly News : জঙ্গল ছেড়ে আরামবাগের লোকালয়ে দাঁতালের হানা, আতঙ্কে এলাকাবাসী
বিকট শব্দ শুনে তিনি বাইরে এসে দেখেন কলাবাগানের ভিতর আস্ত হাতি। বিষয়টি তড়িঘড়ি চার্চের সকলকে জানান তিনি। চার্চের মধ্যেই রয়েছে ছাত্রদের থাকার হস্টেল। এলাকায় হাতি ঢুকেছে এই খবর পেয়ে চার্চের সামনে পৌঁছয় পুরাতন ঝাড়গ্রামের (Jhargram) বহু মানুষ।

চার্চের ভিতর প্রায় ২০-২৫ মিনিট ধরে কলাগাছ খাওয়ার পর এলাকার মানুষের তাড়া খেয়ে চার্চের পাঁচিল ভেঙে বেরিয়ে যায় হাতিটি। পরে অবশ্য চার্চের পাশের গ্রাম ফুলবেড়িয়ার গ্রামে ঢুকে পড়ে। সেখানেও বেশ কয়েকটি কলা গাছ খাওয়ার পরে জঙ্গলে চলে যায় হাতিটি। জানা গিয়েছে, মঙ্গলবার রাতেও এলাকায় হাতিটি ঢোকার চেষ্টা করছিল।

স্থানীয় এক বাসিন্দা বাপ্পা বসাক বলেন, “একটি বুনো হাতি জঙ্গল থেকে এসে গির্জার মধ্যে ঢুকে গিয়েছিল। ভিতরে ঢুকে বাগান তছনছ করে দিয়েছে। পরে গ্রামবাসীরা সবাই মিলে হাতিটিকে জঙ্গলে ফেরত পাঠায়।” উল্লেখ্য, শহরের মধ্যে মাঝেমধ্যেই ঢুকে পড়ছে হাতি। যেকোনও সময় ঘটতে পারে বড় দুর্ঘটনা এমনই দাবি করেন বাপ্পা বসাক।

Buxa Tiger Reserve : আরামবাগের ত্রাস দাঁতাল ‘দেশান্তরি’ বক্সার জঙ্গলে
তিনি বলেন, “এর আগেও আমরা দেখেছি ঝাড়গ্রাম শহরের মধ্যে হাতি ঢুকে পড়ে। এর জন্য বন দফতরের ব্যর্থতা রয়েছে। এখান থেকে মাত্র ২০০ মিটারের মধ্যেই রয়েছে ফরেস্টের বিট অফিস। তা সত্ত্বেও আমরা নিরাপত্তাহীনতায় ভুগছি। শহরের মধ্যে যেকোনও সময় হাতি ঢুকে যাচ্ছে। আমরা যখন সকলে মিলে হাতিটিকে জঙ্গলে পাঠিয়ে দিয়েছি, তারপরে এখানে পৌঁছায় বন দফতরের কর্মীরা।”

হলি ট্রিনিটি স্কুলের ইনচার্জ সুশান্ত পিন্টক তিনি বলেন, “গতকাল রাতে একটি হাতি কলাবাগানে ঢুকে পড়েছিল। ফাদার প্রার্থনা করছিলেন। তিনি হাতিটিকে দেখতে পেয়েছিলেন। হাতিটিকে দেখার পর পাড়ার ছেলেদেরকে সাহায্য করার জন্য ডাকা হয়। পাড়ার ছেলেরা এসে হইচই করে। তখন হাতিটি সবজি বাগান হয়ে পাঁচিলের কাছে গিয়ে তিন জায়গায় পাঁচিল ভাঙ্গে। পাঁচিল ভাঙ্গার পর কুড়ি পঁচিশ মিনিট পরে হাতিটি বেরিয়ে যায়।”

তিনি আরও বলেন, “হাতি শান্ত ছিল। যারা হাতি তাড়ানোর জন্য এসেছিল তারা এত চিৎকার করেছে যে হাতি ঠিক করে রাস্তা বুঝতে পারেনি। যদি এক দিক থেকে চিৎকার হত তাহলে হাতি ঠিক একদিকেই বেরিয়ে যেত। অনেক চিৎকার করার কারণে হাতি বিভ্রান্ত হয়ে গিয়েছিল।”

Elephant Attack : আরামবাগের পর রায়নায় হানা, ঘুমপাড়ানি গুলিতে অবশেষে কাবু দলছুট দাঁতাল
হাতিটি একটি গেট ভেঙেছে বাগানের কিছু শাকসবজি খেয়েছে এবং তিন জায়গায় পাঁচিল ভেঙেছে বলেও জানিয়েছেন তিনি। ঝাড়গ্রাম শহরে হাতি ঢুকে যাওয়ার ঘটনা নতুন কিছু নয়। বহুবার দেখা গিয়েছে ঝাড়গ্রাম শহরে দল ছুট হাতি ঢুকে পড়ে এবং হাতির হানায় মৃত্যুও হয়েছে বেশ কয়েকজনের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *