Fire Incident : লেকটাউনের ভিআইপি টাওয়ারে ভয়াবহ অগ্নিকাণ্ড, কারণ খতিয়ে দেখছে দমকল – lake town vip tower fire caught minister sujit bose presented there


লেকটাউনের (Lake Town) একটি আবাসনে অগ্নিকাণ্ডের ঘটনা। বুধবার রাতে অগ্নিকাণ্ডের ফলে আতঙ্ক ছড়িয়ে পরে গোটা এলাকায়। ঘটনাস্থলে যায় দমকলের তিনটি ইঞ্জিন। হাজির হন দমকল মন্ত্রী সুজিত বসুও। বেশ কয়েক ঘণ্টার চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আসে। তবে আগুন লাগার কারণ সম্বন্ধে নির্দিষ্ট করে কিছু জানায়নি দমকল।

New Town Fire : নিউটাউনে বিধ্বংসী আগুন, পুড়ে ছাই ১৫টি দোকান
ঘটনায় হতাহতের কোনও খবর নেই। বুধবার রাতে লেকটাউনের শ্রীভূমি অঞ্চলে ভিআইপি টাওয়ার আবাসনের একটি ফ্ল্যাটে আগুন লাগে। ঘটনাস্থলে যায় দমকলের তিন ইঞ্জিন।

Durgapur Fire Incident : দুর্গাপুরে বস্তিতে ভয়াবহ অগ্নিকাণ্ড, পুড়ে ছাই একাধিক বাড়ি
প্রায় ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন নিয়ন্ত্রণে আনে দমকল কর্মীরা। ঘটনাস্থলে যায় রাজ্যের দমকল মন্ত্রী সুজিত বসুও। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আবাসনের বাসিন্দারাই প্রথমে আগুন লাগার বিষয়টি খেয়াল করেন। কালো ধোয়ায় ঢেকে যায় গোটা এলাকা।

National News: ‘খুদে হাতদুটো…’, নয়ডায় ভয়াবহ অগ্নিকাণ্ডে মৃত্যু ১২ দিনের শিশুর, হাহাকার পরিবারের
সঙ্গে সঙ্গে খবর দেওয়া হয় দমকলকে। আবাসনেরই একটি ফ্ল্যাট থেকে আগুন ছড়িয়ে পড়তে দেখা যায়। আতঙ্কিত হয়ে পড়েন স্থানীয় বাসিন্দারা।
আগুন লাগার ঘটনার পরেই আতঙ্কিত হয়ে পড়েন আবাসনের অন্যান্য বাসিন্দারা। তাঁরাও নিজেদের ফ্ল্যাট থেকে নেমে বাইরে চলে আসেন।

NBSTC Bus: আচমকা NBSTC-র বাসে আগুন, অল্পের জন্য রক্ষা পেলেন যাত্রীরা!
ঘটনাস্থলে এসে পৌঁছয় দমকলের তিনটি ইঞ্জিন। দমকল কর্মীদের ঘণ্টা দুয়েকের চেষ্টায় আগুন অবশেষে নিয়ন্ত্রণে আসে। আগুন পুরোপুরি নিয়ন্ত্রণে এলেও আগুন লাগার কারণ এখনও জানা যায়নি। ঘটনাস্থলে পৌঁছে দমকল মন্ত্রী নিজে তদারকি করে দমকলের কাজ খতিয়ে দেখেন।

Bakkhali : বকখালিতে জঙ্গলে আগুন, পুড়ছে ঝাউবন
আবাসনের কোনও একটি বন্ধ ফ্ল্যাটে শট সার্কিটের ফলেই আগুন লেগে গিয়েছে বলে প্রাথমিকভাবে অনুমান করা হয়েছে। তবে ভোর রাতের দিকেই আগুন নিয়ন্ত্রণে চলে আসে বলে দমকলের তরফে জানানো হয়েছে।

N Biren Singh : জঙ্গলে আগুন লাগাচ্ছে কারা? সন্ধান দিলেই মিলবে ৫ লাখ, ঘোষণা মণিপুরের মুখ্যমন্ত্রীর
প্রসঙ্গত, গত ১২ জানুয়ারি ভয়াবহ আগুনের কবলে পড়ল সল্টলেক FD ব্লক। বৃহস্পতিবার ভোর সাড়ে ৫টা নাগাদ এফডি ব্লকের ঝুপড়ি মার্কেটে আগুন লাগে। স্থানীয় সূত্রে জানা গিয়েছে, আগুনের লেলিহান শিখা ইতিমধ্যেই মার্কেটের শতাধিক দোকান গ্রাস করে নিয়েছে।

Durgapur Municipal Corporation : আগুনে পুড়ে ছাঁই মেয়ের বিয়ের টাকা-গয়না! মাথায় হাত দুর্গাপুরের রিকশ চালকের
দোকানগুলি আগুনে পুড়ে ছাই হয়ে গিয়েছে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন। স্থানীয় বাসিন্দারা এদিন ভোরে প্রথম আগুন দেখতে পান। তাঁদের তরফে পুলিশ ও দমকলে খবর দেওয়া হয়।

Trinamool Congress : গোসাবায় আক্রান্ত ২ তৃণমূলকর্মী, বাইকে আগুন
অগ্নিকাণ্ডের ঘটনায় ঝুপড়ি বাজারের এক দোকনদার আহত হয়েছেন বলে জানা যায়। এর আগে ডিসেম্বর মাসে ট্যাংরাতেও ভয়াবহ আগুন লাগার ঘটনা ঘটেছিল। সেখানকার প্লাস্টিক কারখান দাউ দাউ করে জ্বলে ওঠে। খবর পেয়ে ঘটনাস্থলে পৌঁছয় দমকলের ৩টি ইঞ্জিন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *