মেট্রো রেল বিকাশ নিগম লিমিটেডের (Metro Rail Vikash Nigam Limited) তরফে শহরের রাজপথের উপর থাকা মেট্রোর পিলার ও গার্ডারগুলি রং করার কাজও চলেছে। এই মধ্যেই MRVNL-কে চিঠি লিখে বিশেষ প্রস্তাব দেন কলকাতার মেয়র তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি প্রকাশ্যে এসেছে। কলকাতা পুরসভা ও রাজ্য সরকার শহরের সৌন্দার্যয়নে সরকারি স্থাপত্যগুলি নীল-সাদা রং আগেই করেছে। এবার সেই সঙ্গে তাল মিলিয়ে মেট্রোর পিলার ও গার্ডারগুলিকে নীল-সাদা রং করার আবেদন করল কলকাতা পুরসভা।
MRVNL-র এক্সিকিউটিভ ডিরেক্টর অমিত কুমার রায়কে চিঠি লিখেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। চিঠিতে মেট্রোর পিলার ও গার্ডারগুলি নীল-সাদা রং করার আবেদন জানিয়েছেন তিনি। কলকাতার মেয়র জানিয়েছেন, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সৌন্দর্যায়নের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোর পিলার ও গার্ডারগুলিও যেন নীল-সাদা রং করা হয়।
চিঠিতে ফিরহাদ লিখেছেন, “আমাদের নজরে এসেছে, মেট্রোর পিলার ও গার্ডারগুলি রং হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের থিম হিসেবে নীল-সাদা রং বেছে নিয়েছে… আমি কলকাতা পুরসভার তরফে আপানাদের কাছে অনুরোধ করব মেট্রোর পিলার ও গার্ডারগুলিরও যেন নীল-সাদা রং করা হয়। আমাদের প্রিয় শহর কলকাতার কথা মাথায় রেখে আপনার নিশ্চয়ই আপানাদের প্রস্তাব বিবেচনা করবেন।”
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন, “আমাদের কাছে এমন কোনও চিঠি জমা পড়েনি। MRVNL-কে মেয়রের তরফে চিঠি জমা দেওয়া হয়ে থাকতে পারে। আমার চিঠি পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”
উল্লেখ্য নীল-সাদা রং নিয়ে অতীতে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করত বিরোধীরা। এমনকী নীল-সাদা রং একটি নির্দিষ্ট দোকান থেকে কেনা হয়়েছিল বলেও অনেকে অভিযোগ করেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও সরকারি দফতর থেকে শুরু করে অন্যান্য সম্পত্তিতে নীল সাদা রং করা হয়েছিল। এমনকী বাড়ি নীল-সাদা রঙ করলে কর ছাড়ের কথা ঘোষণা করেছিল পুরসভা।