Firhad Hakim : পিলারেও এবার নীল-সাদা রং! ফিরহাদের চিঠি নিয়ে মুখ খুলল মেট্রো রেল কর্তৃপক্ষ – kolkata metro railway authority opens mouth on kolkata corporation proposal on blue and white color


২০১১ সালে প্রথমবার ভোটে জিতে মমতা বন্দ্যোপাধ্যায় মুখ্যমন্ত্রী হওয়ার পর রাজ্যে নীল সাদা রঙের প্রকোপ দেখা গিয়েছিল। রাজ্যের বিভিন্ন জায়াগায় রাস্তার ডিভাইডার, উড়ালপুল থেকে শুরু করে সরকারি দফতর সেজে উঠেছিল নীল সাদা রঙে। এই নিয়ে বিস্তর রাজনৈতিক বিতর্ক হলেও তা পরবর্তীকালে তা থিতিয়ে যায়।

কলকাতায় মেট্রো সম্প্রসারণে কাজ জোরকদমে চলছে। নতুনতম রুট হিসেবে তারাতলা-জোকা রুটে মেট্রো চালু হয়েছে। কয়েকদিন আগেই চালু হয়েছিল শিয়ালদা-সেক্টর ফাইভ মেট্রোও। কলকাতায় এখন যেসব মেট্রোরুটের কাজ চলছে, তার বেশিরভাগই মাটির উপর দিয়ে।

Garia Ruby Metro : শুরুতেই ভিড়ের আশা, মেট্রোর বিশেষ নজর রুবি মোড় স্টেশনে
মেট্রো রেল বিকাশ নিগম লিমিটেডের (Metro Rail Vikash Nigam Limited) তরফে শহরের রাজপথের উপর থাকা মেট্রোর পিলার ও গার্ডারগুলি রং করার কাজও চলেছে। এই মধ্যেই MRVNL-কে চিঠি লিখে বিশেষ প্রস্তাব দেন কলকাতার মেয়র তথা পুর নগরোন্নয়ন মন্ত্রী ফিরহাদ হাকিম। বৃহস্পতিবার এই সংক্রান্ত চিঠি প্রকাশ্যে এসেছে। কলকাতা পুরসভা ও রাজ্য সরকার শহরের সৌন্দার্যয়নে সরকারি স্থাপত্যগুলি নীল-সাদা রং আগেই করেছে। এবার সেই সঙ্গে তাল মিলিয়ে মেট্রোর পিলার ও গার্ডারগুলিকে নীল-সাদা রং করার আবেদন করল কলকাতা পুরসভা।

Vande Bharat Express: বন্দে ভারত এক্সপ্রেসে এবার সাপ-লুডো খেলার ব্যবস্থা, নয়া পরিকল্পনা নিয়ে তৈরি Indian Railways
MRVNL-র এক্সিকিউটিভ ডিরেক্টর অমিত কুমার রায়কে চিঠি লিখেছেন কলকাতার মহানাগরিক ফিরহাদ হাকিম। চিঠিতে মেট্রোর পিলার ও গার্ডারগুলি নীল-সাদা রং করার আবেদন জানিয়েছেন তিনি। কলকাতার মেয়র জানিয়েছেন, রাজ্য সরকার ও কলকাতা পুরসভার সৌন্দর্যায়নের কাজের সঙ্গে সামঞ্জস্য রেখে মেট্রোর পিলার ও গার্ডারগুলিও যেন নীল-সাদা রং করা হয়।

চিঠিতে ফিরহাদ লিখেছেন, “আমাদের নজরে এসেছে, মেট্রোর পিলার ও গার্ডারগুলি রং হচ্ছে। আপনারা জানেন পশ্চিমবঙ্গ সরকার রাজ্যের থিম হিসেবে নীল-সাদা রং বেছে নিয়েছে… আমি কলকাতা পুরসভার তরফে আপানাদের কাছে অনুরোধ করব মেট্রোর পিলার ও গার্ডারগুলিরও যেন নীল-সাদা রং করা হয়। আমাদের প্রিয় শহর কলকাতার কথা মাথায় রেখে আপনার নিশ্চয়ই আপানাদের প্রস্তাব বিবেচনা করবেন।”

East West Metro : জোয়াল টেনে নজির ইস্ট-ওয়েস্ট মেট্রোর
কলকাতা মেট্রোর মুখ্য জনসংযোগ আধিকারিক এই প্রসঙ্গে কৌশিক মিত্র এই প্রসঙ্গে বলেন, “আমাদের কাছে এমন কোনও চিঠি জমা পড়েনি। MRVNL-কে মেয়রের তরফে চিঠি জমা দেওয়া হয়ে থাকতে পারে। আমার চিঠি পেলে আলোচনা করে সিদ্ধান্ত নেব।”

উল্লেখ্য নীল-সাদা রং নিয়ে অতীতে অনেক বিতর্ক তৈরি হয়েছিল। এই নিয়ে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়কে তীব্র আক্রমণ করত বিরোধীরা। এমনকী নীল-সাদা রং একটি নির্দিষ্ট দোকান থেকে কেনা হয়়েছিল বলেও অনেকে অভিযোগ করেছিলেন। কিন্তু, তা সত্ত্বেও সরকারি দফতর থেকে শুরু করে অন্যান্য সম্পত্তিতে নীল সাদা রং করা হয়েছিল। এমনকী বাড়ি নীল-সাদা রঙ করলে কর ছাড়ের কথা ঘোষণা করেছিল পুরসভা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *