‘মধ্যাহ্ন’ প্রকল্পে কারা আবেদন করতে পারেবন?
‘মধ্যাহ্ন’ প্রকল্পের আওতায় কসবা, কল্যাণী এবং ব্যারাকপুরে মিলছে ফ্ল্যাট। তবে আবেদনকারীদের জন্য রয়েছে বিশেষ কিছু শর্ত। ফ্ল্যাট নেওয়ার জন্য আবেদনকারীকে অবশ্যই ভারতীয় হতে হবে। প্যান কার্ড থাকা বাধ্যতামূলক। তবে এই ফ্ল্যাটের আবেদনের জন্য কোনও বার্ষিক আয়ের কোনও ঊর্ধ্বসীমা রাখা হয়নি। এমনকী NRI ব্যক্তিরাও আবেদন করতে পারবেন। তার জন্য পাওয়ার অফ অ্যাটর্নি কোনও স্থানীয় ব্যক্তির নামে স্থানান্তর করতে হবে। সেই ব্যক্তিই আবেদনকারীর হয়ে KMDA-র সঙ্গে এই প্রক্রিয়াতে সহযোগিতার করবে।
এছাড়াও কসবা অঞ্চলে ফ্ল্যাট নিতে গেলে ইস্ট কলকাতা টাউনশিপ হাউজিং কোঅপারেটিভের সদস্য হতে হবে। KMDA-এর প্রকাশিত বিজ্ঞপ্তিতে বলা হয়েছে ‘মধ্যাহ্ন’ প্রকল্পে বাছাই করা একটি বেসরকারি ব্যাঙ্কের নির্দিষ্ট শাখা থেকে এবং সংস্থার ওয়েবসাইট থেকে আবেদনপত্র সংগ্রহ করতে হবে। ইতিমধ্যেই গত ১০ ফেব্রুয়ারি থেকে আবেদন নেওয়া শুরু হয়ে গিয়েছে। ৪ মার্চ পর্যন্ত নেওয়া হবে আবেদন। আবেদনগ্রহণ পর্ব শেষ হলে লটারির মাধ্যমে ফ্ল্যাটগুলি বণ্টন করা হবে। আগামী ৪ মার্চের মধ্যে আবেদনপত্র জমা দেওয়া যাবে সল্টলেক ও কসবার নির্দিষ্ট বেসরকারি ব্যাঙ্কের শাখায়।
কত টাকায় ফ্ল্যাট মিলবে কসবায়?
কসবায় অ্যাক্রোপলিস মলের পাশে ২৭৪ নম্বর রাজডাঙা গোল্ড পার্কে ৪৮টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA। এর মধ্যে রয়েছে ৩৩টি ২-BHK ফ্ল্যাট। প্রতিটির আয়তন ৬৭৮ বর্গফুট। যার মূল্য ৩৩ লাখ ১৪ হাজার ৫৭২ টাকা। এই ফ্ল্যাট কেনার আবেদনপত্রের সঙ্গে অনলাইনে জমা দিতে হবে এক লাখ টাকা। বাকি ফ্ল্যাটগুলি ১-BHK। ৩৮৮, ৩৮৩ এবং ৩৭০ বর্গফুটের এই ফ্ল্যাটগুলি মিলবে ১৮ লাখ ৯৬ হাজার ৮৩৪ টাকা থেকে শুরু করে ১৮ লাখ ৮ হাজার ৮৩৮ টাকার মধ্যে। এই তিন ধরনের ফ্ল্যাটের জন্য আবেদনপত্রের সঙ্গে জমা দিতে হবে ৫০ হাজার টাকা।
ব্যারাকপুর-কল্যাণীতে কত টাকায় ফ্ল্যাট?
সামান্য পুঁজিতেই স্বপ্নপূরণ করছে KMDA। ব্যারাকপুরে কল্যাণী এক্সপ্রেসওয়ের ধারে ওয়ারলেস মোড়ের কাছে ৬৫০ বর্গফুটের ফ্ল্যাটের দাম রাখা হয়েছে ১৯ লাখ ৭৭ হাজার ৭ টাকা। এর জন্য আবেদনের সঙ্গে ৫০ হাজার টাকা জমা দিতে হবে। ৩৭৫ বর্গফুটের ফ্ল্যাটের মূল্য ১১ লাখ ৮১ টাকা। এই আবেদনের সঙ্গে ৩০ হাজার টাকা জমা দিতে হবে। অন্যদিকে, কল্যাণীতে ৩-BHK ফ্ল্যাটের মূল্য ২৩ লাখ ৯৫ হাজার ৫৭৫ টাকা। এই ফ্ল্যাটগুলির বিল্ট আপ এরিয়া ৮৪৫ বর্গফুট। কল্যাণী রেলওয়ে স্টেশনের সামনে পুরসভা এলাকার মধ্যে মোট ৬৫টি ফ্ল্যাট তৈরি করেছে KMDA।