Jatu Lahiri : প্রাক্তন তৃণমূল বিধায়ক জটু লাহিড়ির জীবনাবসান – jatu lahiri former tmc mla passes away


প্রয়াত জটু লাহিড়ি। শুক্রবার নিজের বাসভবনেই মৃত্যু হয় প্রবীণ এই প্রাক্তন বিধায়কের। বয়স হয়েছিল ৮৬ বছর। দীর্ঘদিন ধরেই বার্ধক্যজনিত নানা অসুখে ভুগছিলেন তিনি। গত বছর অক্টোবর মাসেই তাঁকে হাসপাতালে ভর্তি করা হয়েছিল। অনেকদিন ধরেই ICU-তে ছিলেন তিনি। এরপর বছরের শুরু থেকেই তাঁর শারীরিক সমস্যাগুলির চিকিৎসা চলছিল বাড়িতেই।

Nilratan Adhya Passed Away : প্রয়াত বহরমপুর পুরসভার প্রাক্তন চেয়ারম্যান নীলরতন আঢ্য
প্রয়াত বিধায়কের স্ত্রী আগেই মারা গিয়েছেন। এক মেয়েকেও হারিয়েছিলেন তিনি। রেখে গেলেন, এক ছেলে, এক মেয়ে এবং নাতি-নাতনিকে। পরিবারের তরফে জানা গিয়েছে, গত বছরই বাথরুমে পড়ে গিয়েছিলেন এই বর্ষীয়ান রাজনীতিবিদ। এর জেরে গুরুতর চোট পেয়েছিলেন জটু লাহিড়ি। তারপর থেকেই শরীর আরও দুর্বল হয়ে পড়েছিল তাঁর। সে সময় জটু লাহিড়ির মাথায় অভ্যন্তরীণ রক্তক্ষরণ হয়েছিল বলেও জানা যায়।

Rekha Chatterjee Passed Away : ফেলুদা-জটায়ু-মন্দার বোসের পথে তোপসের মা, সন্দীপ রায়ের শাশুড়ির জীবনাবসান
উল্লেখ্য, জটু লাহিড়ি ছিলেন হাওড়া শিবপুরের তৃণমূল বিধায়ক। তবে ২০২১ বিধানসভা নির্বাচনে তিনি দলের তরফে টিকিট পাননি। আর তাই দলের বিরুদ্ধে ক্ষোভ উগরে দিয়ে BJP-তে যোগ দিয়েছিলেন জটু লাহিড়ি। শুধু তাই নয় পদ্ম শিবিরে গিয়ে সেখানে দলের রাজ্য কমিটিতেও ঠাঁই পান এই প্রবীণ রাজনীতিবিদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *