Maha Shivratri 2023 : শিবরাত্রিতে নামবে পুণ্যার্থীদের ঢল, কড়া নিরাপত্তা আলিপুরদুয়ারের মহাকাল মন্দিরে – alipurduar administration and bhutan delegates visit mahakal mandir to see shivratri preparation


West Bengal News : সামনেই শিবরাত্রি। আলিপুরদুয়ারের প্রসিদ্ধ মহাকাল মন্দির (Mahakal Temple) দর্শনের জন্য একাধিক ব্যবস্থা জেলা প্রশাসনের। আলিপুরদুয়ার জেলা পুলিশ ও বন দফতরের পাশাপাশি ভুটান (Bhutan) প্রশাসনের যৌথ উদ্যোগ গ্রহণ। আগত দর্শনার্থীদের জন্য পানীয় জল, শৌচাগার, অস্থায়ী সড়ক নির্মাণ করা হচ্ছে।

Alipurduar News : বিলুপ্ততার শঙ্কায় ‘শকুনি দৃষ্টি’! এক ঝাঁক বিরল প্রজাতির শকুন ফিরল আকাশে
থাকছে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থাও। বৃহস্পতিবার সমস্ত উদ্যোগ খতিয়ে দেখলেন পরিদর্শনে আলিপুরদুয়ার পুলিশ সুপার ও বন দফতরের কর্তারা। আগামী ১৮ ফেব্রুয়ারি শিবরাত্রি।

প্রতিবছর শিবরাত্রিতে ডুয়ার্সের (Dooars) অন‍্যতম বিখ‍্যাত শিবতীর্থ ভুটানের পাহাড়ে স্থিত মহাকাল মন্দিরে বিভিন্ন প্রান্ত থেকে কয়েক লক্ষ দর্শনার্থীদের আগমন হয়। প্রায় ৩০০০ ফুট উঁচুতে স্থিত ভুটান পাহাড়ে এই মহাকাল মন্দিরে শিবরাত্রির দিন উত্তরবঙ্গের বিভিন্ন জেলা এবং ভুটান পাহাড় থেকে দর্শনার্থীদের আগমণ হয়। গত দু বছর করোনার কারণে জন সমাগম কিছুটা কম ছিল।

জেলা প্রশাসনের অনুমান, বিগত কয়েক বছরের তুলনায় এই বছর দর্শনার্থীদের সংখ্যা অনেকটা বাড়বে। জেলার অন্যতম প্রসিদ্ধ ও জাগতিক মন্সিক্র হল এই মহাকাল মন্দির। পাহাড় পেরিয়ে মন্দিরে যেতে হলে বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ঘন জঙ্গল পেরিয়ে যেতে হয়। পার হতে হয় খরস্রোতা জয়ন্তী নদী। দুর্গম পাহাড়ে ৩০০০ ফুট উঁচুতে হাঁটাপথে যেতে হয় এই মন্দিরে। এই প্রত‍্যন্ত ও দুর্গম এলাকায় পথ নেই বললেই চলে।

Valentine’s Day 2023: শুধুমাত্র তাজ মহল নয়, অমর প্রেমের প্রতীক বৃন্দাবনের এই মন্দিরও!
প্রতিবছর ভুটান প্রশাসন, আলিপুরদুয়ার জেলা প্রশাসন, আলিপুরদুয়ার জেলা পুলিশ ও বনদফতরের পক্ষ থেকে মহাকাল মন্দিরে আগত দর্শনার্থীদের জন‍্য বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হয়। অস্থায়ী সড়ক, পানীয় জলের ব‍্যবস্থা, শৌচালয়ের ব‍্যবস্থা ও নানাবিধ উদ্যোগ নেওয়া হয়। এবছরও দর্শনার্থীদের জন‍্য বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হয়েছে। ভুটান সরকার মন্দিরের দেখভাল করে।

জয়ন্তী থেকে ছোট মহাকাল পর্যন্ত যাওয়ার রাস্তায় নদীর উপর সাঁকো তৈরি করে দিয়েছে জেলা প্রশাসন। ছোট মহাকাল থেকে বড় মহাকাল যাওয়ার রাস্তা সংস্কার করে দিয়েছে ভুটান সরকার। ইতিমধ্যে সমস্ত কিছু খতিয়ে দেখতে মহাকাল মন্দির এলাকায় পরিদর্শনে আসেন আলিপুরদুয়ার পুলিশ সুপার ওয়াই রঘুবংশী, বনদফতরের বক্সা ব‍্যাঘ্র প্রকল্পের ডি এফ ডি প্রবীণ কাশোয়ান সহ প্রশাসনের আধিকারিকরা।

Icds Centre : আলিপুরদুয়ারে ভ্রাম্যমাণ অঙ্গনওয়াড়ি কেন্দ্র, পথ শিশুদের কাছে পৌঁছবে প্রয়োজনীয় সামগ্রী
এছাড়া ভুটান প্রশাসনের আধিকারিকরা উপস্থিত ছিলেন। পুলিশ সুপার জানান, প্রতি বছর হাজার হাজার দর্শনার্থী আগমন হয়। সেজন‍্য দর্শনার্থীদের সুবিধার্থে বিভিন্ন উদ‍্যোগ নেওয়া হচ্ছে। এমনকি পুজো দিতে এসে কোনও দর্শনার্থীদের অসুস্থ হয়ে পড়লে তার জন্য মেডিকেল টিম প্রস্তুত রাখার চিন্তাভাবনা করা হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *