Malda Medical College : রোগীর মাথায় উঠে নাচছে ইঁদুর! মালদা মেডিক্যালের ভিডিয়ো ঘিরে তোলপাড় – rat is being seen in malda medical college for which patient are facing problem


কখনও পা, আবার কখনও রোগীর মাথায় ‘খেলা করছে’ ইঁদুর। না! কোনও বিশেষ থেরাপি নয়, রোগী ও ইঁদুরের এই ‘দ্বৈরথ’-এই ভিডিয়ো ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। দৃশ্যটি মালদা মেডিক্যাল কলেজের। রোগীদের অভিযোগ, পুরনো ভবনের পাশাপাশি নতুন ধাঁ চকচকে বিল্ডিংয়েও রয়েছে ইঁদুরের উপদ্রব। মাটিতে কোনও রোগী শুয়ে থাকলে তাঁর গায়ে-মাথায় দিব্যি জাঁকিয়ে বসে ইঁদুর।

Mid Day Meal : লেগ পিস স্যারদের, বাচ্চাদের পাতে গিলে-মেটে! মালদার স্কুলে মিড-ডে মিল নিয়ে জোর বিতর্ক
মাঝে মধ্যে ধাক্কা দিলে অবশ্য তারা নড়াচড়া করে। কিন্তু, প্রশাসনের হেলদোল নিয়ে রীতিমতো ক্ষুব্ধ রোগী এবং তাঁদের পরিজনরা। রোগীর শয্যায় ইঁদুরের ‘দাপাদাপি’ নিয়ে উঠছে প্রশ্ন। যদিও মূষিকদের ‘মুক্তাঞ্চল’ কেন হাসপাতাল? এই নিয়ে প্রশ্ন উঠছে। মালদা মেডিক্যাল কলেজের সুপার পুরঞ্জয় সাহা বলেন, “রোগীর শয্যায় ইঁদুর উপদ্রব যাতে না হয় সেজন্য আমাদের একটি কর্মসূচি নেওয়া হয়েছে। আর্থিক অনুমোদন এলেই আমরা তা শুরু করব।”

ঠিক কী অভিযোগ উঠে এসেছে?
রোগী এবং রোগীর পরিজনদের অভিযোগ, “দিন রাত্রি হাসপাতালে ইঁদুর উপদ্রব করে। গায়ে, বিছানায়, মাথার উপর চড়ে বসে তারা।”

Malda Municipality : মন্দার বাজারে কাউন্সিলরদের বেতন বাড়ল ৫ হাজার, বিতর্ক পুরাতন মালদা পুরসভায়
এক রোগীর পরিজন বলেন,”তিন দিন আগেই বাবাকে এই হাসপাতালে ভর্তি করেছি। তখনই দেখি মেঝেতে একজন রোগী রয়েছেন। তাঁর গায়ে উঠে যাচ্ছে ইঁদুর। মালদা মেডিক্যাল কলেজের সুনাম রয়েছে। সেই জায়গায় দাঁড়িয়ে এই দৃশ্য যথেষ্ট আতঙ্কিত করছে।” তাঁর আরও সংযোজন, “বাবাকে এখানে চিকিৎসার জন্য নিয়ে এসেছি। কিন্তু, এই দৃশ্য দেখে কিছুতেই তাঁদের এখানে রেখে চিকিৎসা করার ভরসা পাচ্ছি না। ভবিষ্যতে আর এই হাসপাতালে আসব কি না তা হলফ করে বলতে পারব না। কর্তৃপক্ষের বিষয়টি খতিয়ে দেখা উচিত।”

Malda News : ‘প্রেমদিবসে’ রক্তাক্ত মালদা! পণের টাকা ফেরত চাওয়ায় স্ত্রীয়ের মুখে ছুরির কোপ স্বামীর
জানা গিয়েছে, মেডিক্যাল কলেজের মেডিসিন বিভাগে এক ভবঘুরে রোগী ভর্তি রয়েছেন। তিনি মানসিক ভারসাম্যহীন বলেই জানা গিয়েছে। তাঁর শয্যায় ইঁদুর ঘুরে বেড়ানোর ইতিমধ্যেই সোশাল মিডিয়ায় ভাইরাল হয়েছে। মালদা মেডিক্যাল কলেজের সুপার পুরঞ্জয় সাহা বলেন, “যাতে কোনওভাবেই হাসপাতালে ইঁদুর বা সাপের উপদ্রব না হয় সেই জন্য আমাদের পেস্ট কন্ট্রোল কর্মসূচি নেওয়া হয়েছে। এই বিষয়ে আর্থিক অনুমোদন এলেই কাজ শুরু হবে।”

Malda News : ২ লাখ টাকা প্রতি কেজি! মালদায় বিশ্বের সর্বাধিক দামি আম চাষের পরিকল্পনা
তবে রোগীদের গায়ে উঠছে ইঁদুর, এই বিষয়টি তাঁর জানা নেই বলেও মন্তব্য ছিল পুরঞ্জয়বাবুর। তিনি বলেন, “বিষয়টি জানা নেই। তবে পুরো বিষয়টি খতিয়ে দেখব। হাসপাতালকে পরিষ্কার পরিচ্ছন্ন রাখতে আমরা তৎপর।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *