Mamata Banerjee : মেদিনীপুরে মমতা, আঁটসাঁট নিরাপত্তায় মুড়েছে শহর – mamata banerjee west medinipur meeting today


West Medinipur News : আর কিছুক্ষণের মধ্যেই মেদিনীপুরে প্রশাসনিক সভায় যোগ দেবেন রাজ্যের মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee) । শেষ মুহূর্তের প্রস্তুতি তুঙ্গে। মুখ্যমন্ত্রীর সফরকে কেন্দ্রে করে কড়া নিরাপত্তার চাদরে মুড়ে ফেলা হয়েছে মেদিনীপুর শহরের রিং রোড। ব্যারিকেড করে ঘিরে দেওয়া হয়েছে বিভিন্ন এলাকা।

Mamata Banerjee : বলতে শুরু করলে, আমাকে যাঁরা গালাগালি দেয় তাঁদের মাথা কুটতে হবে : মমতা
দুপুর ১১ টা নাগাদ মেদিনীপুর কলেজ মাঠে প্রশাসনিক সভায় যোগ দেওয়ার কথা মুখ্যমন্ত্রীর। মেদিনীপুরের সভা শেষে কপটারে করে পুরুলিয়ার উদ্দেশ্যে রওনা দেবেন তিনি। মুখ্যমন্ত্রীর তিন দিনের সভার মধ্যে আজ, বৃহস্পতিবার পশ্চিম মেদিনীপুর ও পুরুলিয়ায় সভা রয়েছে তাঁর।

Mamata Banerjee : পুরুলিয়ায় আজ মুখ্যমন্ত্রী, উজ্জীবিত দল
শুক্রবার তাঁর সফর রয়েছে বাঁকুড়ায়। পুরুলিয়া সভা শেষ করে তিনি পৌঁছে যাবেন বাঁকুড়ায়। অন্যদিকে, পশ্চিম মেদিনীপুরের মুখ্যমন্ত্রীর সভা ও সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানকে ঘিরে শাসক দলের মধ্যেও উন্মাদনা তুঙ্গে।

Mamata Banerjee : রাজ্যে উন্নয়ন অব্যাহত, বারাসত স্টেডিয়ামে ভার্চুয়ালে একগুচ্ছ প্রকল্পের উদ্বোধন মুখ্যমন্ত্রীর
মেদিনীপুর শহরের কলেজ কলেজিয়েট স্কুল মাঠে হবে এই সভা। বিভিন্ন সরকারি প্রকল্পের পরিষেবা দেওয়া হবে সভা থেকে। মুখ্যমন্ত্রী নিজের হাতেও একাধিক উপভোক্তাকে পরিষেবা প্রদান করবেন।

Mamata Banerjee : মুখ্যমন্ত্রী ১৫ই ৩ জেলা সফরে
জেলা প্রশাসন সূত্রে খবর, রাজ্য সরকারের বিভিন্ন প্রকল্পে জেলায় যে সব উপভোক্তা রয়েছেন, তাঁদের মধ্যে থেকে প্রায় ৭০ হাজার জনকে এই সভায় হাজির করানোর পরিকল্পনা করা হয়েছে। জেলা প্রশাসন সূত্রে জানানো হয়েছে, প্রায় আট মাস পর মুখ্যমন্ত্রী জেলা সফরে আসছেন পশ্চিম মেদিনীপুরে।

Mamata-Abhishek Banerjee : শিলিগুড়িতে সরকারি অনুষ্ঠানে মমতা, কোচবিহারে জনসভায় অভিষেক! উত্তরবঙ্গ পাখির চোখ তৃণমূলের
সূত্র অনুযায়ী, ৩৪৯ কোটি ৫১ লাখের প্রায় ৪৫টি প্রকল্পের উদ্বোধন হবে বৃহস্পতিবার। পাশাপাশি, ৩০৫ কোটি ৯৫ লাখের প্রায় ৫১টি প্রকল্পের শিলান্যাস করবেন মুখ্যমন্ত্রী। সব মিলিয়ে প্রায় ৭৫৫ কোটি ৪৬ লাখ টাকার প্রকল্পের উদ্বোধন ও শিলান্যাস হতে পারে বলে প্রশাসন সূত্রে জানা গিয়েছে।

এর পাশাপাশি জেলায় ৩০ টি গ্রামীণ রাস্তা তৈরির কাজের সূচনা হতে পারে মুখ্যমন্ত্রীর হাত ধরে। ঘাটালের বীরসিংহপুর গ্রামের তোরণ, গেট ও রাস্তার কাজ খতিয়ে দেখবেন তিনি। বৃহস্পতিবারের সভা থেকে মোট ৬৫ জনের হাতে সরাসরি সরকারি বিভিন্ন প্রকল্পের পরিষেবা তুলে দেবেন তিনি।

Mamata Banerjee : ডিজিটাল কর্ণার থেকে ফ্রি ওয়াইফাই, মুখ্যমন্ত্রীর সৌজন্যে ভোল পালটে গেল আরামবাগ গ্রন্থাগারের
পরে ওই মঞ্চ থেকেই জেলার সরকারি আধিকারিকরা ১,৭৯৫ জনকে পরিষেবা বিলি করবেন। এরপর, বিভিন্ন ব্লক থেকে জেলা জুড়ে মোট ১ লাখ ৮ হাজার ৫৪১ জনকে আরও বিভিন্ন পরিষেবা সরাসরি বিলি করা হবে। তবে সরকারি পরিষেবা প্রদানের পাশাপাশি পঞ্চায়েত নির্বাচনের আগে রাজনৈতিক জনসংযোগের কাজ তিনি এই সব থেকে সেরে রাখবেন বলেও ধারণা রাজনৈতিক মহলে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *