Sand Smuggling : রমরমিয়ে চলছিল বালি পাচার, ফিল্মি কায়দায় অভিযুক্তদের ধরলেন কালচিনির BDO – alipurduar sand smuggling case kalchini bdo caught smugglers by running


Alipurduar : আলিপুরদুয়ার জেলার বাসরা নদী থেকে অবৈধ বালি পাচারের অভিযোগ আসছিল দীর্ঘদিন। হ‍্যামিল্টনগঞ্জ বাসরা নদী (Basra River) থেকে নিয়মিত হয়ে চলছে অবৈধভাবে বালি পাচার (Sand smuggling)। প্রতিনিয়ত কয়েকশো ট্রাক্টরে করে অবৈধভাবে বাসরা নদী থেকে বালি পাচার হয়ে চলেছে। শেষমেষ অভিযানে নামলেন স্বয়ং বিডিও।

Hooghly News : প্রকাশ্যে দিবালোকে বালি পাচার আরামবাগে, ক্ষোভ স্থানীয়দের
রীতিমতো ফিল্মি কায়দায় বালি পাচারকারী ট্রাক্টরের পেছনে ধাওয়া করে পাকড়াও করা হল পাচারকারীদের। পাচার রুখতে মাঝেমধ্যেই প্রশাসনের পক্ষ থেকে অভিযান হয়েছে বাসরা নদীর নিকটবর্তী অঞ্চলে। কিন্তু প্রশাসনের নির্দেশিকাকে থোরাই কেয়ার করে কিছুদিন অন্তর রমরমিয়ে চলছিল বালি পাচার।

Nadia Road Accident : মাটি বোঝাই ট্রাক্টারের ধাক্কায় প্রাণ গেল ব্যক্তির, মর্মান্তিক দুর্ঘটনা কৃষ্ণনগরে
নাছোড়বান্দা ছিল প্রশাসনও। বুধবার আচমকা কালচিনি বিডিও প্রশান্ত বর্মণের নেতৃত্বের একটি টিম বাসরা নদীতে অভিযান চালায়। বিডিওর গাড়ি দেখে প্রাথমিকভাবে পাচারকারীরা ট্রাক্টর নিয়ে বাসরা নদী থেকে পলায়ন শুরু করে। সব ট্রাক্টর পালিয়ে গেলেও একটি বালি বোঝাই ট্রাক্টর পালাতে সক্ষম হয়নি। ট্রাক্টরকে আটক করা হয়।

Siliguri News : বেল্টে লুকনো কোটি কোটি টাকার সোনা! শিলিগুড়িতে অভিযানে হতবাক DRI আধিকারিকরা
এই বিষয়ে উল্লেখ্য কিছুদিন পূর্বে বিডিও অভিযানে চালিয়ে একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করে। তারও কিছুদিন পূর্বে বাসরা নদীতে ট্রাক্টরে পিছনে ধাওয়া করে আরও একটি বালি বোঝাই ট্রাক্টর আটক করা হয়। এই বিষয়ে কালচিনি বিডিও প্রশান্ত বর্মণ জানান, যদি কেউ সরকারি নিয়ম ভাঙার চেষ্টা করে আমরা তো আর দর্শক হয়ে বসে থাকব না।

Hooghly News : রমরমিয়ে চলত মদের আসর, পুলিশি অভিযানে ধৃত ৩
অবৈধ পাচারের বিরুদ্ধে লাগাতার অভিযান চলবে। যদিও চলতি মাসের শুরুতেই বালি পাচার রুখতে গিয়ে আহত হন বিডিও। গত ৭ ফেব্রুয়ারি অন্যান্য দিনের মতো নিজের দফতরে আসছিলেন কালচিনি বিডিও প্রশান্ত বর্মন।

Siliguri District Hospital : ফুটপাত দখল করে রমরমিয়ে চলছে হোটেল-দোকানপাট! উচ্ছেদ অভিযান পুরসভার
এমন সময় কালচিনি ব্লকের দক্ষিণ লতাবাড়ি এলাকায় একটি ট্র্যাক্টর পৌঁছয়। গাড়িটিকে আটকে তার সঠিক কাগজপত্র আছে কী না জানতে চান বিডিও। বিডিওকে দেখে পালানোর চেষ্টা করে ট্র্যাক্টর চালক।

Alipurduar News : গন্ডার শিকারের শার্প শুটার লেকেন পুলিশের জালে
বিডিও-র গাড়ি ছাড়িয়ে পালাতে গিয়ে ট্রাক্টরটি বিডিওর গাড়ির পিছনে সজোরে ধাক্কা দেয়। এতে বিডিওর গাড়িটি সামান্য ক্ষতিগ্রস্ত হয়। বিডিও নিজেও সামান্য আঘাত পান।

ED Raid In Kolkata : বালিগঞ্জে তল্লাশি চালিয়ে উদ্ধার বান্ডিল বান্ডিল নোট, কেন ED-র নজরে কলকাতার সংস্থা?
পরে বালি বোঝাই ট্র্যাক্টরটিকে তাড়া করে সেটিকে আটক করতে সক্ষম হন বিডিওর গাড়ি। ট্র্যাক্টর মালিককে জরিমানাও করা হয়েছে বলে জানান তিনি। ঘটনায় এলাকায় ছড়িয়ে পড়ে চাঞ্চল্য। তবে ধরপাকড় চললেও বালি পাচারের ঘটনা না কমায় অভিযান চালিয়ে যাওয়া হবে বলে জেলা প্রশাসনের তরফে জানানো হয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *