Santipur College : টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে দ্বন্দ্ব, তুমুল বিক্ষোভ শান্তিপুর কলেজে – non teaching staff of santipur college started protest at college premises


West Bengal News : টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে মনোমালিন্যের জেরে কলেজের অধ্যক্ষাকে ঘিরে তুমুল বিক্ষোভ দেখালেন অশিক্ষক কর্মীদের একাংশ। এদিকে অশিক্ষক কর্মীদের এই কর্মবিরতি ও আন্দোলনের ফলে ঘন্টার পর ঘন্টা দাঁড়িয়ে থেকে অ্যাডমিট না পাওয়ায় ক্ষোভে ফেটে পড়ে কলেজ পড়ুয়ারা। এরপরে কলেজের অধ্যক্ষাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে তারাও। বৃহস্পতিবার ঘটনাটি ঘটেছে নদিয়া জেলার শান্তিপুর কলেজে।

West Bengal DA : ৪৮ ঘণ্টার কর্মবিরতি-বিধানসভা অভিযান, ডিএ নিয়ে সাঁড়াশি আক্রমণে সরকারি কর্মচারীরা
জানা গিয়েছে, দীর্ঘদিনের টাকা পয়সার ভাগ বাটোয়ারা নিয়ে আজ কর্মবিরতির ডাক দেন কলেজের অশিক্ষক কর্মীরা। যদিও অশিক্ষক কর্মীদের দাবি ছিল, পরীক্ষা বাবদ বিশ্ববিদ্যালয় থেকে পাওয়া পারিশ্রমিক শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের মধ্যে ৫০ শতাংশ হারে বিভক্ত হত। অভিযোগ, কলেজের অধ্যক্ষা নিজের দায়িত্বে সমস্ত অশিক্ষক কর্মী ও শিক্ষকদের সমানভাবে বিভক্ত করার সিদ্ধান্ত নেন, আর তাতেই আপত্তি অশিক্ষক কর্মীদের।

তাদের এই দাবি অশিক্ষক কর্মীরা কলেজের অধ্যক্ষাকে জানান। কিন্তু কলেজের অধ্যক্ষা নিজের সিদ্ধান্তে অনড় থাকেন, তখনই অশিক্ষক কর্মীরা কলেজের অধ্যক্ষাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন। দীর্ঘ সময় ধরে এই টানা পড়েন চলতে থাকায় ধৈর্যচ্যুত হয়ে যায় কলেজের পড়ুয়ারা।

DA West Bengal Latest Update: ‘ভিক্ষে দেওয়া হল…!’ DA নিয়ে তীব্র ক্ষোভ সরকারি কর্মীদের, আন্দোলনের ঝাঁজ বাড়ানোর সিদ্ধান্ত
পড়ুয়াদের অভিযোগ, সামনেই পরীক্ষা। সকাল দশটা থেকে ঘন্টার পর ঘন্টা তারা অ্যাডমিট নেওয়ার জন্য লাইনে দাঁড়িয়ে আছে, কেন কলেজের শিক্ষক এবং অশিক্ষক কর্মীদের এই টানাপোড়নে তাদের সময় নষ্ট হবে? তখনই তারা আন্দোলনকারী অশিক্ষক কর্মীদের সঙ্গে কলেজের অধ্যক্ষাকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করে

যদিও কলেজের অধ্যক্ষা চন্দ্রিমা ভট্টাচার্যের দাবি, “অশিক্ষক কর্মীরা যে দাবি করেছিল তাতে আমরা রাজি হয়েছি, তাদের দাবি পূরণ করা হবে।” যদিও দীর্ঘ সময় টানা পোড়েনের পর কলেজের অধ্যক্ষার আশ্বাসে বিক্ষোভ তুলে নেন অশিক্ষক কর্মীরা। যদিও কলেজের ভিতরে দীর্ঘ সময় চলতে থাকা এই ঘটনায় ব্যাহত হয় পঠন পাঠন।

Chanchal College Malda : ক্লাসরুম খোলে না, হয় না ক্লাসও! ছাত্রীর ভাইরাল অভিযোগনামা নিয়ে মুখ খুলল চাঁচল কলেজ
এই বিষয়ে কলেজের এক অশিক্ষক কর্মচারী বলেন, “আমাদের আজকের এই কর্মবিরতি ও আন্দোলনের কোনও অভিপ্রায় ছিল না। মাননীয়া অধ্যক্ষার জেদের ফলে এই ঘটনা ঘটল আজ। টাকার ৫০ শতাংশ হাড়ে বিভক্ত হওয়া উনি কিছুতেই মানতে রাজি ছিলেন না। আমরা প্রথমে তাঁর কাছে অনুরোধ রেখেছিলাম, যদি মেনে নিতেন, তাহলে এত কিছু হত না। পড়ুয়াদেরও সমস্যা হত না।”

কলেজের অধ্যক্ষা আপাতত দাবি মেনে নিলেও যতক্ষণ না ঠিকঠাক টাকা বন্টন হচ্ছে, ততক্ষণ অশিক্ষক কর্মচারীরা কোনও ছাড় দিতে রাজি নন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *