West Bengal DA : ৪৮ ঘণ্টার কর্মবিরতি-বিধানসভা অভিযান, ডিএ নিয়ে সাঁড়াশি আক্রমণে সরকারি কর্মচারীরা – west bengal govt employees call vidhan sabha abhijan and 48 hours strike for due da


কোনওভাবেই ৩ শতাংশ বাড়তি ডিএ (DA) নিয়ে সন্তুষ্ট থাকতে রাজি নয় সরকারি কর্মচারী এবং পেনশনাররা। কেন্দ্রীয় হারে এবং বকেয়া ডিএ-র দাবিতে এখনও তাঁরা অনড়। ফলে বাজেটে সরকারি কর্মীদের বাড়তি ডিএ ঘোষণা করেও ক্ষোভ প্রশমন করতে পারল না সরকার। এমনটাই মনে করছে গরিষ্ঠ মহলের একাংশ। এদিকে, সাঁড়াশি আক্রমণে নামছে আন্দোলনকারীরা। লাগাতার কর্মবিরতির পাশাপাশি বিধানসভা অভিযানেও (Vidhan Sabha Abhijan) ডাক দিয়েছেন আন্দোলনকারীরা।


West Bengal DA : ডিএ আদায়ে আন্দোলনের মাঝেই অসুস্থ ২, ভোটকর্মী হিসেবে কাজ বয়কটের হুমকি!

অসুস্থ আন্দোলনকারী

জানা গিয়েছে, সরকারি কর্মচারী এবং পেনশনারদের সংগ্রামী যৌথ মঞ্চের আহ্বায়ক ভাস্কর ঘোষ গুরুতর অসুস্থ হয়ে পড়েছেন। মঞ্চের পক্ষ থেকে আন্দোলনকারী সরকারি কর্মচারী কিঙ্কর অধিকারী বলেন, “আমাদের আহ্বায়ক ভাস্কর ঘোষ আজ সকালে লাগাতার অন্দোলনের ফলে মাথা ঘুরে পড়ে যান। তাঁকে দ্রুত SSKM হাসপাতালে নিয়ে যাওয়া হয়। কিন্তু, প্রথমে সেখানে তাঁকে ভর্তি নেওয়া হয়নি।”

West Bengal Govt DA : ‘আন্দোলন ভয়ংকর আকার নেবে…’, পূর্ণদিবস কর্মবিরতিতে হুংকার সরকারি কর্মচারিদের
কিঙ্কর অধিকারী আরও বলেন, “আমরা আর্থিক দাবির পাশাপাশি সামাজিক দাবি নিয়েও লড়ছি। কিন্তু, সরকারের এইরূপ আচরণ মেনে নেওয়া যায় না। আমদের বলা হয় ভাস্কর ঘোষকে OPD-তে দেখাতে। এরপর আমরা বিক্ষোভ দেখালে শেষ পর্যন্ত হাসপাতাল ভর্তি নেয়।” আন্দোলনকারীরা জানিয়েছেন, এই ঘটনার প্রতিবাদে শুক্রবার রাজ্যজুড়ে কালো ব্যাজ পরে ধিক্কার দিবস পালন করা হবে।

DA Announcement In Bengal Budget : ক্ষোভ প্রশমনের চেষ্টা, সরকারি কর্মীদের আরও ৩ শতাংশ ডিএ ‘উপহার’ মমতার

বিধানসভা অভিযান (Vidhan Sabha Abhijan)

সংগ্রামী যৌথ মঞ্চের পাশাপাশি বাম সমর্থিত আরও ৩০টি সরকারি কর্মী এবং পেনশনারদের যৌথ মঞ্চের পক্ষ থেকে শুক্রবার বিধানসভা অভিযানের ডাক দেওয়া হয়েছে।

বুধবার রাজ্য বাজেটে সরকারি কর্মী, শিক্ষক, অশিক্ষক কর্মী এবং পেনশনভোগীদের জন্য অতিরিক্ত তিন শতাংশ DA-র ঘোষণা করেছেন এর্থ দফতরের স্বাধীন দায়িত্বপ্রাপ্ত মন্ত্রী চন্দ্রিমা ভট্টাচার্য। আগামী মার্চ মাসের বেতন থেকেই এই বর্ধিত DA পেতে চলেছেন রাজ্য সরকারি কর্মীরা। মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় বলেন, “সীমিত আর্থিক ক্ষমতার মধ্যে যতটা পেরেছি দিয়েছি।” রাজ্যের ঘোষণার পর রীতিমতো ক্ষোভ উগরে দিয়েছেন সরকারি কর্মীদের একাংশ। রাজ্য ‘DA-র নামে ভিক্ষা দিয়েছে’, এমনটাই দাবি রাজ্য সরকারি কর্মচারি পরিষদের। মহার্ঘভাতার ক্ষেত্রে কেন্দ্রীয় সরকারি কর্মীদের নিরিখে এ রাজ্যের সরকারি কর্মীরা ৩২ শতাংশ পিছিয়ে রয়েছেন বলে দাবি তাঁদের। আন্দোলনকারীরা বলেন, “এটা আমাদের ভিক্ষা দেওয়া হল। তামাশা ছাড়া কিছুই নয়। যে পরিমাণ DA-র দাবিতে আমরা লড়াই করছি তা নিয়ে এক লাইন শব্দ খরচ করা হল না।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *