স্টিং অপারেশনের জের! ইস্তফা দিলেন মুখ্য জাতীয় নির্বাচক চেতন শর্মা


জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: শেষ পর্যন্ত তাঁর চাকরি গেল। প্রবল চাপের মুখে ইস্তফা দিলেন চেতন শর্মা (Chetan Sharma)। শোনা যাচ্ছে তাঁর ইস্তফাপত্র গ্রহণ করেছেন বিসিসিআই-এর (BCCI) সচিব জয় শাহ (Jay Shah)। মাত্র কয়েক ঘন্টার স্টিং অপারেশন, আর সেই ভিডিয়ো ফুটেজকে কেন্দ্র করে তোলপাড় ভারতীয় ক্রিকেট। সৌরভ গঙ্গোপাধ্যায় বনাম বিরাট কোহলির (Sourav Ganguly vs Virat Kohli) ইগোর লড়াই। গোপন ক্যামেরার সামনে ‘কিং কোহলি’-কে (King KOhli) মিথ্যাবাদী বলে দেওয়া! এমনকি টিম ইন্ডিয়ার (Team India) একাধিক তারকা ক্রিকেটার দলের টিকে থাকার জন্য ক্রিকেটার অ্যান্টি ডোপিং ইঞ্জেকশন এবং ওষুধ খেয়ে নিজেদের ফিট বলে দাবি করে থাকেন! জসপ্রীত বুমরার (Jasprit Bumrah) চোটের ইস্যু নিয়ে বেফাঁস মন্তব্য! জি নিউজের (Zee News) #গেমওভার (#GameOver) অনুষ্ঠানের লুকনো ক্যামেরায় একাধিক ভয়ংকর দাবি করার জন্য বেশ বিপাকে পড়েন মুখ্য নির্বাচক প্রধান (Chief Selector)। আর সেই জেরেই সরে দাঁড়াতে বাধ্য হলেন চেতন শর্মা। 

১৭ ফেব্রুয়ারি থেকে শুরু হবে চলতি বর্ডার গাভাসকর ট্রফির (Border Gavaskar Trophy 2023) দ্বিতীয় টেস্ট। প্রথামাফিক দ্বিতীয় টেস্ট চলার সময়ই বাকি দুটি ম্যাচের দল বাছাই করার কথা। এখন সেই মিটিংয়ে কে প্রতিনিধিত্ব করবেন? সেটাই এখন দেখার। চলতি বর্ডার গাভাসকর ট্রফির শেষ দুটি টেস্টে ভারতীয় দলের নির্বাচনের আগেই চেতনের বিদায় হয়ে গেল। শোনা গিয়েছে চেতনকে নাকি তাঁর আত্মপক্ষ সমর্থনের একটা সুযোগ দেওয়া হয়েছিল। তবে তাঁর কথায় খুশি হতে পারেননি বোর্ডের শীর্ষ কর্তারা।

বিস্তারিত আসছে…





Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *