Asansol Shootout : আসানসোলের হোটেলে শ্যুটআউট, পয়েন্ট ব্ল্যাঙ্ক রেঞ্জ থেকে পরপর গুলি ব্যবসায়ীকে – hotel owner lost life for shootout incident in asansol


West Bengal News : সন্ধ্যে বেলা ভিড়ের মধ্যেই আচমকা হোটেলে ঢুকে হামলা চালালো দুই বন্দুকবাজ। এলোপাথাড়ি গুলি করা হল হোটেলের কর্ণধারকে। সূত্র মারফত জানা গিয়েছে, হাসপাতালে নিয়ে যাওয়ার সময়েই ওই হোটেল মালিকের মৃত্যু হয়েছে। আসানসোল দক্ষিণ থানার অন্তর্গত শহরের প্রাণকেন্দ্র ভগৎ সিং মোড়ের কাছে সেনর‍্যালে রোডের ওপর একটি বড় হোটেলে এই রোমহর্ষক ঘটনাটি ঘটে।

সূত্রের খবর, শুক্রবার রাত পৌনে আটটা নাগাদ দুই দুষ্কৃতী ওই হোটেলের মধ্যে ঢোকে। হোটেলের লবিতে সোফার মধ্যে তখন বসে ছিলেন হোটেলের মালিক অরবিন্দ ভগৎ। হঠাৎ তাঁকে লক্ষ্য করে এলোপাথারি গুলি ছুঁড়তে শুরু করে ওই দুই বন্দুকবাজ।

Siliguri Hotel : ঘুমের মধ্যেই ঝলসে গেল শরীর, শিলিগুড়ির হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড
ঘটনাস্থলেই লুটিয়ে পড়েন অরবিন্দ বাবু। বন্দুকবাজরা সহজেই সেখান থেকে চলে যায় বলে জানিয়েছেন প্রত্যক্ষদর্শীরা। হোটেলের CCTV-তে ধরা পড়েছে কিভাবে বন্দুকবাজরা হোটেলে আসে এবং সরাসরি গুলি করে অরবিন্দবাবুকে।

বেশ কয়েকটি গুলি তার শরীরে লাগে বলে খবর পাওয়া গিয়েছে। হোটেলের নিরাপত্তারক্ষী কালিদাস বাউরী বন্দুকবাজদের আটকাতে গেলে তাকেও হুমকি দেওয়া হয় মেরে ফেলা হবে বলে। সেই সময় প্রাণের ভয়ে তিনি পিছু হটেন। ঘটনার পরে হোটেলের কর্মীরা এবং স্থানীয় বাসিন্দারাই প্রথমে অরবিন্দ বাবুকে ধরে সেনর‍্যালে রোডের একটি বেসরকারি হাসপাতালে নিয়ে যান।

Asansol Fire Incident : আসানসোলের গ্র্যান্ড হোটেলে ভয়াবহ অগ্নিকাণ্ড! ঘটনাস্থলে দমকলের ইঞ্জিন
কিন্তু সেখানে অবস্থার অবনতি ঘটলে তাকে দুর্গাপুরের একটি নার্সিংহোমে ভর্তি করতে গেলে হাসপাতালের ডাক্তাররা তাঁকে মৃত বলে ঘোষণা করেন। কি কারণে এই হত্যাকাণ্ড এখনও পর্যন্ত তা জানা যায়নি। তবে মনে করা হচ্ছে ব্যবসায়িক শত্রুতার জেরেই এই হামলা। আসানসোল দক্ষিণ থানার পুলিশ ঘটনার তদন্ত শুরু করেছে।

এই বিষয়ে হোটেলের নিরাপত্তারক্ষী কালিদাস বাউরী বলেন, “ওই দুজন খুব শান্তভাবে হোটেলে ঢুকেছিল। কিছু বুঝতেই পারিনি দেখে। হঠাৎ ব্যাগ থেকে বন্দুক বের করলে মালিকের ওপরে পরপর ফায়ার শুরু করে। আমি দৌড়ে গেলে আমাকে প্রানে মেরে ফেলার হুমকি দেয়।”

প্রায় ৫ রাউন্ড ফায়ার করার পরেই ওই দুই দুষ্কৃতী হোটেল ছেড়ে বেরিয়ে যায় বলে জানিয়েছেন কালিদাস বাউরী। কি কারণে এই হত্যা তা বলতে পারেননি মৃত অরবিন্দর ভাইও। ওই হোটেল মালিক দুর্গাপুরে জমি সংক্রান্ত বেশ কিছু ব্যবসায় জড়িয়ে ছিলেন বলেও সূত্র মারফত খবর পাওয়া যাচ্ছে।

OYO Hotel : কারেন্ট না থাকায় টাকা ফেরতের দাবি, ২ অতিথিকে মারধর OYO কর্মীদের
তবে ভিড়ের মধ্যে বড় রাস্তার ওপরে শহরের প্রানকেন্দ্রে এমন ভয়ানক হত্যাকাণ্ডে আতঙ্ক গ্রাস করেছে এলাকার ব্যবসায়ী ও বাসিন্দাদের মনে। এই ঘটনার পরিপ্রেক্ষিতে পুলিশ প্রশাসনের কাছে পর্যাপ্ত নিরাপত্তা দাবি করেছেন এলাকার ব্যবসায়ীরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *