Justice Abhijit Ganguly : ‘…আরও অনেকে আছে’, চন্দনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায় – justice abhijit ganguly reacts over chandan mondal arrest in tet recruitment scam


TET নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার হয়েছেন বাগদার চন্দন মণ্ডল। নিয়োগ দুর্নীতি মামলায় কয়েকদিন ধরেই উঠে আসছিল তাঁর নাম। চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জনের গ্রেফতারিতে নিয়োগ দুর্নীতি মামলায় নয়া মোড় আসতে পারে বলে মনে করা হচ্ছে।

শুক্রবার অবশ্য এই প্রসঙ্গে বিচারপতি অভিজিৎ গঙ্গোপাধ্যায় মন্তব্য করেন, “সৎ রঞ্জনের গ্রেফতারে কি হবে? আরও অনেকে আছে।” এদিন অন্য একটি মামলা চলাকালীন সৎ রঞ্জন ওরফে চন্দন মণ্ডলের গ্রেফতারের বিষয়টি আদালতে জানান এক আইনজীবী। সেই সময়ই বিচারপতি মন্তব্য করেন, “আমি জানি সৎ রঞ্জন গ্রেফতার হয়েছে। CBI গ্রেফতার করেছে। কিন্তু, শুধু সৎ রঞ্জন গ্রেফতারে কি হবে?”

Teacher Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার বাগদার ‘বহুচর্চিত’ রঞ্জন
নিয়োগ দুর্নীতির ক্ষেত্রে আরও অনেকে আছে বলে মন্তব্য করেন তিনি। কে এই চন্দন মণ্ডল ওরফে সৎ রঞ্জন? অর্থের বিনিময়ে প্রাথমিক এবং উচ্চ প্রাথমিকের চাকরি বিক্রি করার অভিযোগ উঠেছিল চন্দনের বিরুদ্ধে। জানা গিয়েছে, উপেন বিশ্বাস তাঁর নাম সামনে আনেন।

কলকাতা হাইকোর্ট চন্দনের বিরুদ্ধে যাবতীয় অভিযোগের উপর ভিত্তি করে তদন্ত করার নির্দেশ দিয়েছিলেন। তদন্তে স্বার্থে তাঁকে হেফাজতে নেওয়ার কথাও বলা হয়েছিল। প্রথমে তাঁকে CBI দফতরে তলব করা হয়। এরপর তাঁর বাড়িতে তল্লাশিও চালিয়েছিল তদন্তকারী সংস্থা। যদিও সেই সময় বাড়িতে ছিলেন না তিনি। কিন্তু, তাঁর পরিবারের সদস্যদের জিজ্ঞাসাবাদ করেছিলেন তদন্তকারী সংস্থার গোয়েন্দারা।

SSC Teacher Recruitment Scam: ‘দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন…’, SSC-র মামলায় পুরাণ উদ্ধৃতি হাইকোর্টের
জানা গিয়েছে, সঠিক তথ্য না দেওয়ার অভিযোগ উঠেছে তাঁর বিরুদ্ধে। শুক্রবার বিকেলেই তাঁকে আলিপুর আদালতে তোলা হতে পারে। উল্লেখ্য, উপেন ‘সৎ রঞ্জন’ নামক একটি ইউটিউব ভিডিয়ো পোস্ট করেছিলেন। সেখানেই তিনি অভিযোগ করেছিলেন উত্তর ২৪ পরগনার এক রঞ্জন টাকা দিয়ে অনেককে চাকরি করে দিয়েছেন। তবে সেই সময় এই সৎ রঞ্জনের আসল নাম প্রকাশ্যে আনা হয়নি।

প্রসঙ্গত, প্রসন্ন রায়কে জেরা করেও উঠে এসেছিল চন্দন মণ্ডল প্রসঙ্গ। যদিও প্রসন্নর সঙ্গে পারিবারিক সম্পর্ক ছিল বলেও জানিয়েছিলেন এই তৃণমূল নেতা। উল্লেখ্য, নিয়োগ দুর্নীতি মামলা নিয়ে প্রতিদিন উঠে আসছে নতুন নতুন তথ্য। সম্প্রতি ১৯১১ গ্রুপ ডি কর্মীর চাকরি বাতিলের নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট।

Group D Recruitment Scam : চাকরি হারানো ১৯১১ জন কর্মীকে ফেরাতে হবে না বেতন, অন্তবর্তী স্থগিতাদেশ হাইকোর্টের
পাশাপাশি তাঁরা নতুন করে সরকারি চাকরির পরীক্ষায় বসতে পারবে না বলেও জানিয়েছে আদালত। যদিও এই কর্মীদের বেতন ফেরানোর জন্য সিঙ্গল বেঞ্চ যে রায় দিয়েছিল তাতে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছে ডিভিশন বেঞ্চ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *