Lottery Sambad: রাতারাতি কোটিপতি টোটো চালক দম্পতি, লটারির জেতার খবর আসতেই ছুটলেন থানায় – toto driver win 1 crore in lottery


West Bengal Local News: কষ্টে সৃষ্টে চলে সংসার। টাকা বাঁচিয়ে স্বামী-স্ত্রীর একটাই নেশা লটারির টিকিট। এত বছর ধরে লটারির টিকিট কেটে অনেক আশা নিয়ে দেখতেন রেজাল্ট। প্রতিবারই জেতার স্বপ্ন পড়ত জল। অবশেষে সুদিনের হাতছানি।

লটারির টিকিট কেটে অবশেষে লাগল জ্যাকপট। টানাটানির সংসারে অবশেষে লক্ষ্মীর পদধূলির। থানায়। খড়গপুর গ্রামীণের সালুয়া সংলগ্ন গোলাপf এলাকার বাসিন্দার গৃহবধূ মায়া কাচারি ও তার স্বামী সুমন। পেশায় টোটো চালক তিনি। তাঁর স্ত্রী মায়া একজন গৃহবধূ।

প্রায় ৩-৪ বছর ধরে পুরস্কারের আশায় লটারির টিকিট কাটছিলেন এই দম্পতি। অবশেষে স্বপ্ন পূরণ দম্পত্তির। বৃহস্পতিবার লটারির রেজাল্ট বেরলে জানা যায় কোটি টাকার প্রথম পুরস্কারের শিকে ছেঁড়েছে তাদের কপালেই।

খবর শুনে প্রথমে তো বিশ্বাই করতে পারছিলেন না মায়া। তিনি বলেন, গত ৩-৪ বছর ধরে তারা ওই এলাকার একটি দোকান থেকে লটারির টিকিট কেনেন। একবার ২ লাখ ২৫ হাজার টাকা পুরস্কার জিতেছিলেন তারা।

Dear Lottery Result: ৬০ টাকাতেই কোটিপতি মালদার দিনমজুর, প্রতাপের ‘ফিউচার প্ল্যান’ জানেন?

টোটো চালক দম্পত্তির এই জয়ে উচ্ছ্বসিত লটারি বিক্রেতা দোকান মালিকও।দোকানের মালিক ফোন করে জানায় তাদের কেনা লটারি টিকিট এক কোটি টাকা জিতেছে। প্রথমে বিশ্বাস হয়নি। পরে নম্বর মিলিয়ে দেখে নিশ্চিত হয় সুমন ও মায়া।

কিন্তু টাকা আসতেই নয়া চিন্তা এসে ঢোকে তাদের ছোট্ট ঘরে। এক ধাক্কায় এতগুলো টাকা। তাই নিরাপত্তার অভাব ঘোচাতে টিকিট নিয়ে সোজা থানার দ্বারস্থ হন। টিকিটটি থানায় জমা দেন।

Durgapur Municipal Corporation : আগুনে পুড়ে ছাঁই মেয়ের বিয়ের টাকা-গয়না! মাথায় হাত দুর্গাপুরের রিকশ চালকের

কিছু দিনের মধ্যেই ব্যাঙ্কে জমা পড়বে ওই বিপুল পরিণাম টাকা। কিন্তু এখনই এই টাকা নিয়ে কী করবেন তা ভেবে পাচ্ছেন না মায়া ও সুমন।

সম্প্রতি মায়া ও সুমনের মতোই জীবন বদলে দেওয়া জ্যাকপট পেয়েছিলেন উত্তর ২৪ পরগনা বাগদা থানা এলাকার মনোহরপুরের বাসিন্দা লিটন বিশ্বাস। ছোট্ট একটি কাপড়ের দোকানের মালিক মাত্র ৬ টাকার টিকিটে জেতেন কোটি টাকা। লটারি প্রাপ্তির পর এই টাকা দিয়ে তাঁর দুই ছেলের ভবিষ্যৎ গড়ার পরিকল্পনা করেন লিটন। তাদের যাতে ভালো করে পড়াশোনা করাতে পারেন সেটাই অগ্রাধিকার তাঁর।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *