Madhyamik Admit Card: মাধ্যমিকের অ্যাডমিট না পাওয়ায় তালাবন্দী শিক্ষকেরা, আগুন জ্বালিয়ে পথ অবরোধ পড়ুয়াদের – contai madhrasha student express anger after not getting madhyamik admit card


West Bengal Local News: আগামী ২৩ ফেব্রুয়ারি, বৃহস্পতিবার থেকে শুরু হচ্ছে মাধ্যমিক পরীক্ষা (Madhyamik Exam)। ছাত্রছাত্রীরা তাঁদের জীবনের প্রথম বড় ধরনের বোর্ডের পরীক্ষা দিতে চলেছেন। কিন্তু, পরীক্ষার আগেই মাথায় আকাশ ভেঙে পড়েছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসার পড়ুয়াদের।

হাই মাদ্রাসায় এবারে মাধ্যমিক পরীক্ষার্থীর সংখ্যা পঞ্চাশের বেশি। মোট ৫৮ জন ছাত্রছাত্রী মাদ্রাসা থেকে এবার বসতে চলেছে মাধ্যমিক পরীক্ষায় । কিন্তু এখন পর্যন্ত তাদের অ্যাডমিট না আসায় বাঁধ ভেঙেছে ক্ষোভের।

Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর, এক ফোনেই হবে সমস্যার সমাধান

অ্যাডমিট কার্ড না পাওয়ায় রাস্তায় আগুন জ্বালিয়ে বিক্ষোভে সামিল পড়ুয়ারা। শুক্রবার ঘটনাটি ঘটেছে পূর্ব মেদিনীপুর জেলার কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসায়। পরীক্ষার আর একসপ্তাহেরও কম সময় বাকি। এখনও হাই মাদ্রাসার ৫৮ জন পরীক্ষার্থীর অ্যাডমিট না আসায় ব্যাপক সমস্যা দেখা দিয়েছে।

বিক্ষুব্ধ পড়ুয়ারা এদিন স্কুলে এসে ক্ষোভ প্রকাশ করেন। অ্যাডমিট না পেয়ে তারা শিক্ষকদের একটি ঘরের ভিতরে বন্ধ করে তালা লাগিয়ে দেয়। এখানেই শেষ নয়, কাঁথি দারুয়া মহকুমা হাসপাতালে যাওয়ার চারিদিকে রাস্তা অবরোধ করে রাস্তার উপর কাঠের গুঁড়ি ফেলে আগুন জ্বালিয়ে দেয়।

অ্যাডমিট না পাওয়ার ক্ষোভে পথ অবরোধ করে বিক্ষোভ দেখাতে থাকে । ঘটনার খবর পেয়েই ঘটনাস্থলে হাজির হয় কাঁথি থানার পুলিশ। কিন্তু, হাই মাদ্রাসার স্কুল ছাত্ররা অনড় থাকায় অবরোধ তুলতে বেগ পেতে হয় পুলিশকে।

Madhyamik Candidate : মাধ্যমিকের অ্যাডমিট কার্ড নিয়ে বাড়ি ফিরেই আত্মঘাতী স্কুলের ফার্স্ট গার্ল, রহস্য

কাঁথি রহমানিয়া হাই মাদ্রাসায় এখন পর্যন্ত অ্যাডমিট না আসায় এই নিয়ে রহমানিয়া হাই মাদ্রাসার ম্যানেজিং কমিটি কলকাতা হাইকোর্টের দ্বারস্থ হয়। স্থানীয় প্রশাসন বিষয়টি খতিয়ে দেখে ব্যবস্থা গ্রহণের আশ্বাস দিলে শেষ অবধি অবরোধ উঠে যায়।

Madhyamik Exam 2023 : ওরা সব গেল কোথায়! প্রশ্নে ঘেরা মাধ্যমিক

মাধ্যমিকের আগে এখন রাজ্য জুড়ে শেষ মুহূর্তের প্রস্তুতিতে ব্যস্ত পড়ুয়ারা। পরীক্ষার সাত দিন আগেই পরীক্ষার্থীদের সুবিধার্থে চালু হল মাধ্যমিক কন্ট্রোলরুম নম্বর।

মধ্যশিক্ষা পর্ষদের তরফে জানানো হয়েছে, পরীক্ষা সংক্রান্ত যে কোনও সমস্যার কথাও জানানো যাবে কন্ট্রোলরুম নম্বরে। সংশ্লিষ্ট হেল্পলাইন নম্বরগুলি হল 91 33-2321-3872এবং 91 33-2359-2274। এছাড়াও ইমেল করা যাবে এই ঠিকানায় examwbbse@gmail.com।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *