Madhyamik Examination 2023 : মাধ্যমিকের পরীক্ষার্থীদের দুয়ারে কাউন্সিলর! উপহারও দিলেন পড়ুয়াদের – madhyamik examination 2023 tamluk councillors presented with gifts to candidates house


East Medinipur News : করোনাবিধি কাটিয়ে ফের পুরনো ছন্দে এবারের মাধ্যমিক পরীক্ষা। পরীক্ষার আগে ছাত্র-ছাত্রীদের উৎসাহ প্রদানে শিক্ষা সামগ্রী প্রদানের আয়োজন তমলুকে (Tamluk)। পরীক্ষার্থীদের বাড়িতে গিয়ে শিক্ষা সামগ্রী তুলে দিলেন স্থানীয় কাউন্সিলররা। পরীক্ষার আগে স্থানীয় জনপ্রতিনিধিদের পাশে পেয়ে খুশি স্থানীয় পরীক্ষার্থীরা।

Madhyamik Exam 2023: মাধ্যমিক পরীক্ষার্থীদের জন্য জরুরি হেল্পলাইন নম্বর, এক ফোনেই হবে সমস্যার সমাধান
বৃহস্পতিবার রাতে তাম্রলিপ্ত পুরসভার ৮ নম্বর ওয়ার্ডে মাধ্যমিক পরীক্ষার্থীদের উচ্চতর সাফল্য কামনায় তাদের বাড়িতে গিয়ে পরীক্ষা সামগ্রী দিয়ে শুভেচ্ছা বিনিময় করলেন ওয়ার্ডের কাউন্সিলর সৌমেন চক্রবর্তী। এছাড়াও উপস্থিত ছিলেন ওয়ার্ড তৃণমূল কংগ্রেস কমিটির সভাপতি বাসুদেব ভৌমিক, তমলুক শহর তৃণমূল যুব কংগ্রেসের সাধারণ সম্পাদক সুনন্দ চট্টোপাধ্যায়, তমলুক শহর তৃণমূল যুব কংগ্রেস কমিটির সদস্য অর্পণ মান্না, ওয়ার্ডের যুব সদস্য তপন প্রামাণিক, ওয়ার্ড তৃণমূল মহিলা কংগ্রেস কমিটির সভাপতি স্বর্ণলতা বেরা সহ মহিলা কর্মীবৃন্দ।

Madhyamik Admit card 2023: আগামীকালই পরীক্ষার্থীদের হাতে মাধ্যমিকের অ্যাডমিট কার্ড, সংশোধনের শেষ তারিখ কবে?
এদিন ওয়ার্ডের বিভিন্ন এলাকার মাধ্যমিক পরীক্ষার্থীদের বাড়ি বাড়ি গিয়ে তাঁদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়। স্থানীয় কাউন্সিলর সহ অন্যান্য জনপ্রতিনিধিদের হাত থেকে শিক্ষা সামগ্রী পেয়ে বেজায় খুশি পরীক্ষার্থী থেকে পরিবারের লোকজন।

Trinamool Congress : পাখির চোখ পঞ্চায়েত, তমলুকে তৃণমূলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল
রাজ্যের শিক্ষা ব্যবস্থা নিয়ে যখন নানা বিতর্ক উঠে আসছে, তখন নীচুতলার নেতৃত্বদের এই ধরনের উদ্যোগকে কিছু মানুষ সাধুবাদ জানালেও অনেকেই মনে করছেন ‘লোক দেখাতে’ শাসকদল তৃণমূলের নেতৃত্বরা এই ধরনের কাজ করছে। উল্টোদিকে, শিক্ষার্থীদের হাতে শিক্ষাসামগ্রী তুলে দেওয়ার বিষয়টিতেও যাতে রাজনীতিকে না ঢোকানো হয়, সে ব্যাপারে আর্জি জানিয়েছেন স্থানীয় তৃণমূল নেতৃত্ব।

Madhyamik Exam 2023: প্রাথমিকের টেটের ধাঁচেই মাধ্যমিক-উচ্চ মাধ্যমিক, বৈঠকে বড় ঘোষণা মুখ্যসচিবের
কোভিড পরিস্থিতি কাটিয়ে স্বাভাবিক ছন্দে এবছর মাধ্যমিক পরীক্ষা শুরু হবে ২৩ ফেব্রুয়ারি, ২০২৩ তারিখ থেকে। পরীক্ষা শেষ হবে ৪ মার্চ ২০২৩। পরীক্ষার সময়সীমা ৩ ঘণ্টা ১৫ মিনিট। পরীক্ষা শুরু হবে সকাল ১১ টা ৪৪ মিনিট থেকে বিকেল ৩ টা পর্যন্ত। পরীক্ষার কক্ষে প্রশ্ন দেওয়া হবে ১১ টা ৪৫ মিনিটে। প্রশ্নপত্র পড়ার জন্য ১৫ মিনিট সময় বরাদ্দ।

WB Primary TET Result: এবছরের শেষে ফের প্রাথমিক টেট পরীক্ষা, কিন্তু নিয়োগ কবে? মুখ খুললেন পর্ষদ সভাপতি
কোভিডের কারণে গত বছর নিয়মকানুন মেনে পরীক্ষা দিতে হয়েছে। এই বছর কোভিড গাইডলাইন ছাড়াই আগের নিয়মে পরীক্ষার্থীরা পরীক্ষায় বসবে। আগের তুলনায় এ বছর পরক্ষার্থীর সংখ্যা অনেক কমেছে। পরীক্ষার্থীরা যাতে কোনোভাবে ভয় ভীতি না পায়।

ISC Board Exam 2023: আজ শুরু আইএসসি পরীক্ষা, শেষ মুহূর্তে গুরুত্বপূর্ণ নির্দেশিকা জেনে নিন
তার জন্যেই রীক্ষার্থীদের পাশে তাম্রলিপ্ত পুরসভার কাউন্সিলর সহ স্থানীয় জনপ্রতিনিধিরা বলে জানানো হয়। এলাকার পরীক্ষার্থীদের পাশে দাঁড়িয়ে তাদের উৎসাহিত করার পাশাপাশি শিক্ষা সামগ্রী তুলে দেওয়া হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *