Mamata Banerjee : ‘টাকা দাও বললেই হঠাৎ গুপি গাইন-বাঘা বাইনের মতো…’, DA প্রসঙ্গে ফের মুখ খুললেন মুখ্যমন্ত্রী – mamata banerjee speaks on da issue from bankura meeting


Bankura : তাঁর মধ্যে কোনও জাদুকরী বিদ্যা নেই। রাজ্যের ভাঁড়ারে অর্থের যোগান ‘ম্যাজিক’ করে আসবে না – গতকালই পুরুলিয়ার (Purulia) সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে বার্তা দিয়েছিলেন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। আর্থিক বঞ্চনা নিয়ে কেন্দ্রের বিরুদ্ধে একই সুরে ক্ষোভ জাহির করলেন শুক্রবারও।

Mamata Banerjee : ‘কোকিল যেমন কাকের বাসায় ডিম পাড়ে…’, BJP-কে তীব্র আক্রমণ মমতার
বাঁকুড়ার সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান থেকে কেন্দ্রের ‘বঞ্চনা’ নিয়ে বলতে গিয়ে টেনে আনলেন সত্যজিৎ রায়ের বিখ্যাত চরিত্র ‘গুপি-বাঘা’র প্রসঙ্গ। চলচ্চিত্রে গুপী বাঘা ভূতের রাজার বর পাওয়ায় হাততালি দিয়ে থালাভর্তি ‘মিষ্টান্ন’ জোগাড় করতে পারতেন। কিন্তু তিনি ‘ম্যাজিশিয়ান’ নন, তাই ‘টাকা’ চাইলেই পাওয়া যায় না, ‘জোগাড় করতে হয়’ – কেন্দ্রকে দুষে মন্তব্য মুখ্যমন্ত্রীর

DA Announcement In West Bengal : চন্দ্রিমার বাজেটে মহার্ঘ হল মহার্ঘ ভাতা
শুক্রবার বাঁকুড়ার বলরামপুরে সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে যোগ দিয়ে মমতা বন্দ্য়োপাধ্য়ায় আগাগোড়া কেন্দ্রীয় সরকারকে নিশানা করলেন। তাঁর বক্তব্যে এবার সরাসরি উঠে আসে ডিএ প্রসঙ্গ থেকে কেন্দ্রীয় বঞ্চনার কথা। কেন্দ্রের আর্থিক বঞ্চনায় যে ডিএ দিতে রাজ্যকে অপারগ করে চলেছে সেই কথা ফের এদিন স্পষ্ট করে দেন মুখ্যমন্ত্রী।

Mamata Banerjee on DA: ‘অসুবিধা সত্ত্বেও সরকারি কর্মচারীদের যতটা সম্ভব দিয়েছি’, DA বৃদ্ধি নিয়ে মন্তব্য মমতার
তিনি বলেন, “আমি তো ম্যাজিশিয়ান নই , টাকা দাও বললেই হঠাৎ গুপি গাইন -বাঘা বাইনের মতো মিষ্টি চলে এল, টাকা চলে এল। টাকাটা জোগাড় করতে হয়। কেন্দ্রীয় সরকারের বঞ্চনা সত্ত্বেও ৩% ডিএ আমরা দিয়েছি।” চলতি আর্থিক বছরের রাজ্য বাজেটে সরকারি কর্মচারীদের জন্য ৩% মহার্ঘ্যভাতার কথা ঘোষণা করা হয়।

Mamata Banerjee : ‘জীবনটাকেই অনলাইন করে দিচ্ছে…’, আধার লিঙ্ক নিয়ে কেন্দ্রকে নিশানা মমতার
কিন্তু সরকারি কর্মীরা তাতে সন্তুষ্ট নন। বরং বকেয়া ডিএ না মেটালে আগামী ২০ ও ২১ ফেব্রুয়ারি রাজ্যজুড়ে কর্মবিরতির ডাক দিয়েছেন তাঁরা। এই অবস্থায় সরকারি কর্মচারীদের একাংশের ক্ষোভের বিষয়টি নিয়ে আলাদা করে কিছু বলতে চাননি মুখ্যমন্ত্রী। তবে আর্থিক বঞ্চনার জন্য কেন্দ্রকেই দায়ী করেন তিনি।

Mamata Banerjee : কেউ পেলেন গামছা, কেউ সরষের তেল! বাজেটের দিন মহিলা মন্ত্রীদের উপহার মমতার
দিল্লিকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “দিল্লির সরকার খাদ্যের টাকা কেটে নিচ্ছে। বলছে খাদ্য দেওয়া যাবে না। খাদ্য আমাদের বিদেশে পাঠাতে হবে।গরিব মানুষকে দেবে না। সাধারণ মানুষকে দেবে না।” কেন্দ্রীয় সরকারের পাশাপাশি স্থানীয় বিজেপি বিধায়ক, সাংসদরাও ছিল তাঁর আক্রমণের তালিকায়।

DA Announcement In Bengal Budget : ক্ষোভ প্রশমনের চেষ্টা, সরকারি কর্মীদের আরও ৩ শতাংশ ডিএ ‘উপহার’ মমতার
স্থানীয় বিজেপি নেতৃত্বকে নিশানা করে মুখ্যমন্ত্রী বলেন, “বাঁকুড়া জেলায় দুই সাংসদ ও বেশিরভাগ বিধায়ক বিজেপির। কিন্তু কোনও কাজ করে না। কোকিল যেমন কাকের বাড়িতে ডিম পাড়ে, তেমনই ভোট এলে বিজেপি বড় বড় প্রতিশ্রুতি দেয়, তারপরেই পালিয়ে যায়। জনগণকে আমি ভালোবাসি। জনগণও আমাকে ভালবাসেন।”



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *