Mamata Banerjee: হস্তশিল্পের ঢালাও প্রশংসা, বাঁকুড়ায় গিয়ে কী কী কিনলেন মুখ্যমন্ত্রী? – mamata banerjee mesmerize seeing bankura special handcrafts, buy a lot of thing


West Bengal Local News বাঁকুড়ার হাতের কাজে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায় (Mamata Banerjee)। প্রাকৃতিক সম্পদকে কাজে লাগিয়ে উদ্ভাবনী হস্তশিল্প মন ছুঁয়ে গিয়েছে মুখ্যমন্ত্রীর । সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠান উপলক্ষে বাঁকুড়ায় এসে স্বনির্ভর গোষ্ঠীর এক একটি উদ্যোগে মুগ্ধ মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়।

মুগ্ধ মমতা বন্দ্যোপাধ্যায়


বাঁকুড়ার এক স্বনির্ভর গোষ্ঠীর কাগজ দিয়ে তৈরি প্রকৃতি বান্ধব সুন্দর সুন্দর ব্যাগ দেখে এতটাই ভালো লেগেছে তাঁর (Mamata Banerjee) যে, তিনি নিজের জন্যেও কিনে নিয়েছেন। প্রকাশ্য মঞ্চ থেকে মুখ্যমন্ত্রী জানালেন নিজের মুগ্ধতা কথাও।

মমতার শপিং লিস্ট

শুধু কাগজের ব্যাগ নয়, এ জেলায় তৈরি শালপাতা দিয়ে তৈরি অভিনব ব্যাগও নজর কেড়েছে মুখ্যমন্ত্রী। সেই ব্যাগের চাহিদা তৈরি হয়েছে অন্যান্য জায়গায়। এমন সুন্দর সৃষ্টি নিজের কালেকশনে রাখতে অনেকেই অর্ডার দিচ্ছেন বলেও জানা গিয়েছে। সেই ব্যাগও ঠাঁই পেয়েছে মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়ের শপিং লিস্টে।

Mamata Banerjee : ‘কোকিল যেমন কাকের বাসায় ডিম পাড়ে…’, BJP-কে তীব্র আক্রমণ মমতার

সরকারি পরিষেবা প্রদান অনুষ্ঠানে বৃহস্পতিবারই বাঁকুড়ায় পৌঁছন মুখ্যমন্ত্রী মমতা বন্দ্যোপাধ্যায়। এদিন প্রশাসনিক সভার মঞ্চ থেকে থেকে রাজ্যের কর্ম সংস্থান প্রসঙ্গে বলতে গিয়ে মুখ্যমন্ত্রীর ভাষণে উঠে আসে এই হস্তশিল্পীদের কথা।

বাঁকুড়ার শিল্প

মুখ্যমন্ত্রী বলেন, ”যারা পট বাঁধছেন তাদের কাজটা কি কাজ নয়? ইউনেসকো এসে এই পটশিল্পীর কাজ দেখে গিয়েছে। যারা স্বনির্ভর হতে চান, তাদের সাহায্যে এক রাজ্য সরকার পাঁচ লাখ টাকা থেকে দশ লাখ টাকা ব্যাঙ্ক লোনের ব্যবস্থা করে দিয়েছে।”

Mamata Banerjee: ‘সাংসদ পাইনি, বিধায়ক ২! তবুও উন্নয়ন থমকে থাকেনি’, পুরুলিয়ায় মন্তব্য মমতার

এখানেই শেষ নয়, বাঁকুড়ার বিশেষত্ব বিষ্ণুপুর মিউজিক ঘরানা, ডোকরা শিল্প, GI পাওয়া বালুচরি-স্বর্ণচরির প্রশংসা করতে করতেই মুখ্যমন্ত্রীর কথায় উঠে আসে এখানকার শালপাতা ও কাগজের ব্যাগের কথা। তিনি বলেন, ”ডোকরা কি কাজ নয়। ডোকরা শিল্পীরা কি সুন্দর মূর্তি গড়ে সংসার চালাচ্ছেন। কাগজ দিয়ে শালপাতা দিয়ে দারুণ সুন্দর ব্যাগ বানাচ্ছে আমিও কিনলাম।”

Mamata Banerjee : কেউ পেলেন গামছা, কেউ সরষের তেল! বাজেটের দিন মহিলা মন্ত্রীদের উপহার মমতার

কাশফুলের বালাপোষ

উদ্ভাবনী শিল্প প্রসঙ্গে আবারও কাশফুলের বালিশের কথা শোনা যায় মমতা বন্দ্যোপাধ্যায়ের মুখে। এর আগে সরকারি মঞ্চে দাঁড়িয়ে তিনিই প্রথম কাশফুল দিয়ে বালিশ, বিছানা তৈরি কথা বলেছিলেন। এদিন তিনি দাবি করেন, কাশফুল নষ্ট না করে সেই কাশফুল দিয়ে আজ বালিশ, গায়ে দেওয়ার বালাপোষ তৈরি হচ্ছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *