SSC Teacher Recruitment Scam: ‘দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন…’, SSC-র মামলায় পুরাণ উদ্ধৃতি হাইকোর্টের – calcutta high court justice biswajit basu takes mythological references in ssc scam case


নিত্য নয়া মোড় নিচ্ছে নিয়োগ দুর্নীতি মামলা। SSC-TET থেকে শুরু করে গ্রুপ ডি- নিয়োগ দুর্নীতি মামলার তদন্ত করছে CBI-ED। কিছুদিন আগেই নিয়োগে অনিয়মের জন্য নবম-দশমের ৯৫২ জন শিক্ষকের তালিকা প্রকাশ করার জন্য SSC-কে নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। শুধু তাই নয়, তাঁদের নাম, রোল নম্বরের পাশাপাশি এবং বাবার নাম ও স্কুলের তথ্যও উল্লেখ করতে বলা হয়েছিল SSC-কে।

SSC Scam : দেড় বছর সময় লেগেছে যুধিষ্ঠির হতে: এসএসসি
বৃহস্পতিবার নিয়োগ দুর্নীতি মামলায় সুব্রত তালুকদারের ডিভিশন বেঞ্চে কমিশন জানিয়েছিল, “অনেক ভুল হয়েছে। এখন সংশোধন করার সময় এসেছে। আমরা তাই করছি।” শুক্রবার এই মন্তব্যের প্রসঙ্গ টেনেই নবম-দশম শ্রেণির ৯৫২ জন শিক্ষকের মধ্যে কিছু ব্যক্তির আইনজীবীকে ক্ষোভ উগরাতে শোনা গেল।

এদিন নিয়োগ দুর্নীতি সংক্রান্ত মামলার প্রেক্ষিতে বিশ্বজিৎ বসুর এজলাসে ওই আইনজীবী বলেন, “স্কুল সার্ভিস কমিশন এখন সব এজলাসে গিয়ে সাধু সাজছে। নিজেদের যুধিষ্ঠির বলে প্রমাণ করতে চাইছে। এমন ভাব করছে যেন তারা কোনও ভুল করেনি। এই সবকিছুই কমিশনের ভুলের জন্য হচ্ছে।” এরপরেই বিশ্বজিৎ বসু পালটা প্রশ্ন করেন, “আমাদের দেশের পুরাণ অনুযায়ী দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন। এটা ভালো লক্ষণ। অসুবিধা কোথায় ?”

SSC Teacher Recruitment Scam: ‘৬১৮ জন বরখাস্ত তা এখনই নির্দিষ্ট করে বলা যাবে না’, শিক্ষক নিয়োগ দুর্নীতি মামলায় আদালতে SSC
SSC গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ১ হাজার ৯১১ জনকে চাকরি থেকে বরখাস্ত করার নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্টের সিঙ্গল বেঞ্চ। তাঁদের ফেরত দিতে হবে বেতনও, দেওয়া হয় সেই নির্দেশও। বৃহস্পতিবার শুধুমাত্র বেতন সংক্রান্ত সেই নির্দেশে অন্তর্বর্তী স্থগিতাদেশ দিয়েছিল বিচারপতি সুব্রত তালুকদার ও বিচারপতি সুপ্রতিম ভট্টাচার্যের ডিভিশন বেঞ্চ।

SSC-র আইনজীবী সুতনু পাত্র জানিয়েছিলেন, ভুল সংশোধনের সময় এসেছে। এরপরেই নিয়োগপত্র প্রত্যাহার হওয়া গ্রুপ ডি কর্মীদের আইনজীবী বলেছিলেন, SSC হঠাৎই যুধিষ্ঠিরের মতো আচরণ করছে। সেই সময় পালটা SSC-র আইনজীবী বলেছিলেন, “একদিনে কমিশন যুধিষ্ঠির হয়নি। দেড় বছর পুরো বিষয়টি দেখার পরেই নিয়োগ সংক্রান্ত সুপারিশ প্রত্যাহারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।”

SSC Scam Case : রায়দানের আগেই ৬১৮ শিক্ষকের সুপারিশ প্রত্যাহার
গতকাল হাইকোর্টের ডিভিশন বেঞ্চের মন্তব্যের সেই প্রেক্ষিতেই এদিন বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে SSC-র ‘যুধিষ্ঠির’ হওয়া প্রসঙ্গ উত্থাপন করেন শিক্ষকদের তরফের আইনজীবী। প্রসঙ্গত, গ্রুপ ডি নিয়োগ দুর্নীতি মামলায় ১ হাজার ৯১১ জনের চাকরি বাতিলের পাশাপাশি সেই পদে নিয়োগের জন্যও নির্দেশ দিয়েছিল কলকাতা হাইকোর্ট। রায়দানের তিন সপ্তাহের মধ্যেই সেই নির্দেশ কার্যকরী করার কথাও বলা হয়েছিল।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *