TMC Conflict : রায়নায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বের ঘটনায় চলল গুলি, ধৃত ২ – raina police arrest two person for tmc group conflict


West Bengal News : পূর্ব বর্ধমান জেলার রায়নায় তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্ব ও তার জেরে গুলি চালিয়ে দু’জনকে জখম করার ঘটনায় দু’জনকে গ্রেফতার করেছে রায়না থানার পুলিশ। পুলিশ সূত্রে খবর, ধৃতদের নাম তরুন রায় ও হেমন্ত মাঝি। শিয়ালি বাসস্ট্যান্ড থেকে তাদের গ্রেফতার করেছে পুলিশ। ধৃতদের বিরুদ্ধে মারধরে জড়িত থাকার অভিযোগ উঠেছে।

পুলিশ ইতিমধ্যেই যে জায়গায় গুলি চলেছিল, সেই ঘটনাস্থল থেকে ৬টি ফাঁকা গুলির খোল উদ্ধার করেছে। ঘটনার সূত্রপাত বুধবার দুপুরে। গত বুধবার দুপুর ২ টো নাগাদ সুকুর শ্মশানকালি মন্দিরের কাছে প্রথমে সৌমেন ও তার দলবল রড ও লাঠি নিয়ে মৃগাঙ্কর উপর হামলা চালায়।

TMC Conflict : পঞ্চায়েত ভোটের আগে তৃণমূলের গোষ্ঠীদ্বন্দ্বে উত্তপ্ত রায়না, চলল গুলি! জখম ২
বাড়ি ফেরার পথে সুকুরে মারধর করা হয়েছিল মৃগাঙ্ক সিংকে। মৃগাঙ্কর মাথায় আঘাত করা হয়। এরপর চিকিৎসার পর রায়না থানায় সৌমেন সহ বেশ কয়েকজনের বিরুদ্ধে তিনি অভিযোগ করেন।

এরপর রাত ৯ টা নাগাদ মাথায় যন্ত্রণা শুরু হলে মৃগাঙ্ক সিং তার বাবা ও দুই ভাইকে নিয়ে সুকুর বাজারে ওষুধ কিনতে যাচ্ছিলেন। সেই সময়ই ফের সৌমেন রায়, তরুন রায় ও হেমন্ত মাঝি ও তাঁর দলবল রিভলবার নিয়ে মৃগাঙ্ক সিংদের উপর হামলা চালায় বলে অভিযোগ।

অভিযোগ, প্রাক্তন BSF কর্মী সৌমেন রায় ও তার দলবল ৬ রাউন্ড গুলি চালায়। অভিযোগ ওঠে সৌমেন রায় তার লাইসেন্স প্রাপ্ত বন্দুক থেকেই গুলি চালিয়েছে। বাবা ও ছেলের ডান পায়ে গুলি লাগে। গুলি লাগার পর মাটিতে লুটিয়ে পড়লে স্থানীয়রা উদ্ধার করে তাদের বর্ধমান মেডিকেল কলেজ ও হাসপাতালে ভর্তি করেন।

Purulia News : ছোটদের ঝগড়া বদলে গেল পারিবারিক ঝামেলায়! পুরুলিয়ায় কাকার হাতে খুন ভাইপো
ঘটনায় জড়িত থাকার অভিযোগে তরুন রায় ও হেমন্ত মাঝিকে গ্রেফতার করে আজ বর্ধমান আদালতে পেশ করে রায়না থানার পুলিশ। গুলি চালানোয় মূল অভিযুক্ত সৌমেন রায় এখনও পলাতক বলে জানা গিয়েছে। তাঁর খোজে তল্লাশি চালাচ্ছে পুলিশ।

তৃণমূলের এলাকা দখলের লড়াইয়ের জেরেই এই ঘটনা ঘটে বলে দাবি স্থানীয় সূত্রে। গুলিবিদ্ধ মৃগাঙ্ক তৃণমূলের প্রাক্তন পঞ্চায়েত সদস্য বলে জানা গিয়েছে। মৃগাঙ্ক সিং-এর স্ত্রী দাবি, এলাকায় দীর্ঘদিন ধরে তৃণমূল করেন তাঁর স্বামী। অভিযুক্ত সৌমেন রায় সহ অন্যরা সকলেই আগে BJP করতেন, এখন তৃণমূল করেন। এলাকা দখল নিতেই এই হামলা করা হয়েছে।

South 24 Parganas News : মেলাকে কেন্দ্র করে অশান্তি, গুলি-বোমাবাজির অভিযোগ! নরেন্দ্রপুরের গ্রামে উত্তেজনা
প্রসঙ্গত, পঞ্চায়েত ভোট যত কাছে এগিয়ে আসছে, রাজ্য জুড়ে ততই প্রকট হয়ে উঠছে শাসকদলের গোষ্ঠীদ্বন্দ্ব। আর তার জেরেই একের পর এক এলাকায় মুখ পুড়ছে তৃনমূল কংগ্রেসের, এমনটাই অভিমত রাজ্যের রাজনৈতিক মহলের।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *