UPSC Topper : মেয়ের জন্য চাকরি ছেড়েছিলেন বাবা, UPSC ক্র্যাক করে মর্যাদা দিলেন প্রত্যন্ত গ্রামের অর্পিতা – bankura resident arpita singha secure 36 rank in upsc geo science who is a bengali medium student


ফের একবার বাংলায় জয়জয়কার। এবার UPSC-তে জিও সায়েন্স ২০২২ সালের সর্বভারতীয় পরীক্ষায় ৩৬ র‌্যাঙ্ক করে তাক লাগাল বাঁকুড়ার অর্পিতা সিংহ। বাঁকুড়া শহর থেকে মাত্র ছ’কিলোমিটার দূরে বাঁকুড়া দু’নম্বর ব্লকের সানবাঁধা গ্রাম পঞ্চায়েতের ভূতেশ্বর গ্রামের বাসিন্দা অর্পিতা। সেখানেই বৃদ্ধা ঠাকুমা, বাবা, দিদি, জেঠু-জেঠিমাদের সঙ্গে একান্নবর্ত্তী পরিবারের বাস অর্পিতাদের।

কিন্তু, অর্পিতার এই জার্নিটা একেবারেই সহজ ছিল না। ছোটবেলা থেকেই আয়রন ম্যানের অন্ধভক্ত অর্পিতা। যদিও সিনেমার জন্য কোনওদিন পড়াশোনার কোনও ক্ষতি করেননি এই মেধাবী ছাত্রী। বাঁকুড়ার চাপাতোড়া সরস্বতী শিশু মন্দির থেকে প্রাথমিক শিক্ষা শেষ করে বাঁকি সেন্দরা উচ্চ বিদ্যালয় থেকে মাধ্যমিক পাশ করেন অর্পিতা।

Mountaineer Piyali Basak : এভারেস্ট অভিযানে সাফল্য, রোমাঞ্চের টানে ফের বেরিয়ে পড়লেন পিয়ালি বসাক
বাঁকুড়া শহরের মিশন গার্লস থেকে উচ্চ মাধ্যমিক পাশ করেন তিনি। কিন্তু, ২০১৪ সালে উচ্চ মাধ্যমিক পরীক্ষার মাত্র ছ’মাস আগেই তিনি হারিয়েছিলেন মা বন্দনা সিংহকে। তবে ‘হার না মানার অঙ্গিকার’ নিয়ে এগিয়ে চলা এই মেয়ের এক ও একমাত্র লক্ষ্য ‘স্বনির্ভরতা’।

সেই লক্ষ্যেই কলকাতার যোগমায়া দেবী কলেজে বিজ্ঞান বিভাগে স্নাতক স্তরে ভর্তি হন তিনি। পরে বেনারস হিন্দু ইউনিভার্সিটি থেকে MSC পাশ করেন। এরপর থেকেই UPSC-র জন্য প্রস্তুতি নিতে শুরু করেন তিনি। ২০২০-২০২১ সালে কাঙ্খিত সাফল্য না পেয়েও ভেঙে পড়েননি তিনি। এরপর UPSC ২০২২-এর জিও সায়েন্সে তিনি সাফল্য পান।

WBCS Result: জোটেনি কোচিং, হারিকেনের আলোতে পড়েই WBCS ক্র্যাক হকারপুত্র মিজানুরের
এরপর তিনি জিওলজিক্যাল সার্ভে অফ ইন্ডিয়াতে উচ্চপদে যোগ দিতে চলেছেন। অর্পিতার গ্রামের বাড়ির পড়ার টেবিলে রয়েছে তাঁর নিজের হাতের আঁকা আয়রণ ম্যানের ছবি। এই মেধাবী ছাত্রী বলেন, “আয়রণ ম্যান নিজের পরিশ্রমের ফল পেয়েছেন। গড গিফ্টেড নন। আমিও এইভাবেই পরিশ্রম করে নিজের লক্ষ্যে এগিয়ে দিতে চেয়েছি। পরিশ্রম করলে এক না এক দিন তার ফল পাওয়া যাবেই।”

এদিকে মেয়ের জন্য জীবনে একাধিক ত্যাগ করেছেন তাঁর বাবা অনুপ সিংহ। বেসরকারি সংস্থার উচ্চপদে চাকরিও ছেড়েছেন। যাতে আগামীদিনে আরও অর্পিতা তৈরি হয় সেজন্য গ্রামের বাড়িতে বিনামূল্যে ছাত্র ছাত্রীদের পড়ানোও শুরু করেছেন তিনি।

WBCS Topper : WBCS-এ পঞ্চম স্থান! কাগজ কুড়ানির ছেলের সাফল্যে গর্বিত মালদা
অর্পিতার এখন বসবাস বাঁকুড়ার প্রত্যন্ত গ্রাম ভূতেশ্বরেই। গ্রামের বাড়িতে থেকেই চালিয়ে গিয়েছেন পড়াশোনা। বাংলা মাধ্যমে পড়াশোনা করেও যে সফল হওয়া যায়, তা প্রমাণ করেছেন তিনি। তাঁর এই সাফল্যে খুশি গোটা পরিবার। আগামী দিনে গ্রামের আরও মানুষ অর্পিতাকে দেখে অনুপ্রাণিত হবে বলেই আশাবাদী তাঁরা।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *