Dibyendu Adhikari : কয়লা চুরি নিয়ে মুখ খোলায় খুনের ষড়যন্ত্র! বিস্ফোরক শুভেন্দুর ভাই দিব্যেন্দু – lop suvendu adhikari brother and tamluk mp dibyendu adhikari says someone doing conspiracy of his murder


মারাত্মক অভিযোগ করলেন তমলুকের সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর (Suvendu Adhikari) ভাই দিব্যেন্দু অধিকারী। হলদিয়া বন্দরে কয়লা চুরির অভিযোগ করায় হুমকির অভিযোগ দিব্যেন্দুর। তাঁর দাবি ফোন করে হুমকি দেওয়া হচ্ছে। এমনকী তাঁর গতিবিধি উপর নজরদারি অভিযোগ চালিয়েছেন তমলুকের সাংসদ।

দিব্যেন্দুর দাবি, তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। এমনকী হলদিয়া বন্দরে নিরাপত্তার দায়িত্বে থাকা সিআইএসএফ জওয়ানদেরও আক্রমণের মুখে পড়তে হচ্ছে বলে জানিয়েছেন তমলুকের সাংসদ। যদিও এই নিয়ে বিরোধী দলনেতার ভাইকে কটাক্ষ করতে ছাড়েনি তৃণমূল।

Trinamool Congress : পাখির চোখ পঞ্চায়েত, তমলুকে তৃণমূলের সাংগঠনিক পদে বড়সড় রদবদল
সাংবাদিকদের মুখোমুখি হয়ে তমলুকে সাংসদ বলেন, “বন্দর থেকে কয়লা চুরির ঘটনা সম্পর্কে জানতে পারার পর আমি পোর্ট কর্তৃপক্ষ, সিআইএসএফের সঙ্গে কথা বলেছি। এমনকী কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকেও গোটা ঘটনার কথা জানিয়েছি। সেই সময় আমি সংবাদমাধ্যমকে আমি বলেও ছিলাম যে চুরি আটকাতে রাজ্য পুলিশ ও সিআইএসএফের সমন্বয় থাকা প্রয়োজন।”

এরপরই বিস্ফোরক দাবি করেন তমলুকের সাংসদ। তিনি বলেন, “ফোনে অনেক অচেনা নম্বর থেকে ফোন আসছে। আমি পরে জানতে পারি আমাকে খুনের চক্রান্তও করা হচ্ছে। হলদিয়া গেলে আমার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। হলদিয়া কোনও অবৈধ কাজে যাই না, সাংসদ হিসেবে সাংবিধানিক দায়িত্ব পালনের জন্য যাই। এই সবে আমি কোনও ভয় পাই না।”

Suvendu Adhikari : ‘… সাগরদিঘির মাটিতে এমন লোকের স্থান নেই’, শাসকদলকে নিশানা শুভেন্দুর
এই প্রসঙ্গে মুখ খুলেছেন তৃণমূল কংগ্রেসের রাজ্য সাধারণ সম্পাদক কুণাল ঘোষ। তিনি বলেন, “তৃণমূলে আছেন বলে, ওনার বাড়িতে যাঁরা বিজেপি করছে তাঁরা প্রাণনাশের হুমকি দিয়েছে, এমনটাও হতে পারে। কোথায় আছেন, কোন দলে আছেন, কাদের সঙ্গে বিশ্বাসঘাতকতা করছেন, সেই সব না বলে হেঁয়ালি করে কোনও লাভ নেই।”

শুভেন্দু অধিকারীর বিজেপি যোগদানের পর থেকে তাঁর পরিবারের সদস্যদের বিজেপিতে যোগদানের জল্পনা জোরাল হয়েছিল। শুভেন্দুর বাবা তথা কাঁথির সাংসদ শিশির অধিকারী ও ছোটো ভাই সৌমেন্দু বিজেপিতে যোগ দিলেনও দিব্যেন্দু সেই পথে হাঁটেননি।

Kanai Mondal On Suvendu Adhikari : শুভেন্দুর বিরুদ্ধে আইনি ব্যবস্থা নেওয়ার হুমকি কানাইয়ের
শিশির ও দিব্যেন্দু দু’জন ২০১৯ সালে তৃণমূলের টিকিটে সাংসদ নির্বাচিত হয়েছিলেন। শুভেন্দুর বিজেপিতে যোগদানের পরে দিব্যন্দুর সঙ্গেও তৃণমূল নেতৃত্বের দূরত্ব বাড়ে। দলীয় কোনও কর্মসূচিতে দেখা না গেলেও নিজেকে তৃণমূলের সাংসদ বলেই দাবি করেন দিব্যেন্দু। কারা তাঁর গতিবিধির উপর নজর রাখছে, এদিন এই নিয়ে স্পষ্ট করে কিছু বলেননি তমলুকের সাংসদ।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *