Firhad Hakim : শ্যামবাজারের ফুটপাথে মোটা টাকায় জায়গা কিনেও বন্ধ ব্যবসা, টক টু মেয়রে ক্ষোভ ওগড়ালেন মহিলা হকার – woman calls kolkata mayor firhad hakim and says she buys space in footpath with huge money


West Bengal News: দ্বিতীয়বার কলকাতার মহানাগরিক হিসেবে দায়িত্ব নিয়ে ‘টক টু মেয়র’ Talk to Mayor) চালু করেছিলেন ফিরহাদ হাকিম (Firhad Hakim)। শহরের নাগরিকরা নির্দিষ্ট হেল্পলাইন নম্বরে ফোন করে নিজের সমস্যা, অভাব-অভিযোগ নিয়ে সরাসরি মেয়রের সঙ্গে কথা বলতে পারেন। শুক্রবার ‘টক টু মেয়র’ চলকালীন এক মহিলা হকার ফোন করে জানান যে, দেড় লাখ টাকার বিনিময়ে শ্যামবাজারে গান্ধী মার্কের কাছে তিনি ফুটপাথে জায়গা কিনেছেন এবং টাকা দেওয়া হয়ে গেলেও তাঁকে হকারি করার জন্য তাঁকে জায়গা ছেড়ে দেওয়া হচ্ছে না।

নিজেকে হকার বলে পরিচয় দেওয়া ওই মহিলা জানিয়েছেন, জায়গা ছেড়ে দেওয়ার কথা বললে তাঁকে শারীরিক নিগ্রহ করা হয়েছে। মহিলার অভিযোগ শুনে, ফিরহাদ জানিয়েছেন অভিযুক্ত ব্যক্তিকে যেন গ্রেফতার করা হয়, তার জন্য প্রয়োজনীয় নির্দেশিকা তিনি জারি করবেন। মহিলাকে স্থানীয় থানায় গিয়ে পুলিশের সঙ্গে কথা বলার পরামর্শ দিয়েছেন মেয়র, পাশাপাশি তিনি যাতে হকার হিসেবে কাজ চালিয়ে যেতে পারেন সেই বন্দোবস্ত করা হবে বলেও আশ্বাস দেওয়া হয়েছে।

Firhad Hakim : পিলারেও এবার নীল-সাদা রং! ফিরহাদের চিঠি নিয়ে মুখ খুলল মেট্রো রেল কর্তৃপক্ষ
গোটা শহর জুড়ে বিভিন্ন এলাকায় রাজপথের উপর বসেন হকাররা। শহরের মেট্রো স্টেশন লাগোয়া চত্বরে হকারদের আধিক্য অনেক বেশি দেখা যায়। ফুটপাথের পথ সংকীর্ণ হয়ে যাওয়ার কারণে পথচারীদের চলাচল করতে সমস্যার মুখে পড়তে হয়।

শুক্রবার কলকাতা মেয়র বলেন, “কোনও হকারই নিজের ফুটপাথের জায়গা অন্য কাউকে বিক্রি করতে পারে না। এমনকী জায়গা ভাড়া দেওয়াও বেআইনি। আমি টাউন ভেন্ডিং কমিটিকে এই বিষয়ে পদক্ষেপ করার আবেদন করব। যে ব্যক্তি এই মহিলার থেকে টাক নিয়েছেন তাঁকে গ্রেফতার করা হবে।”

Sealdah Hasnabad Train : হাসনাবাদের ভ্যাবলা স্টেশনে হকার উচ্ছেদ নোটিশ, উদ্বেগে ব্যবসায়ীরা
ফিরহাদ বলেন, “হকার নিয়ে আমাদের নির্দিষ্ট কিছু নীতি রয়েছে। হকারদের দ্রুত পুরসভার তরফে লাইসেন্স দেওয়া হবে, কিন্তু জায়গা বিক্রি করা যাবে না… বড়বাজার, চাঁদনি চক ও নিউ মার্কেট এলাকাতে হকারি করার জন্য চাহিদা বেশি। সেই কারণে আমরা দ্রুত সার্টিফিকেট তাদের হাতে তুলে দিতে চাই যাতে হকার ইউনিয়ন, পুলিশ বা অন্য কেউ তাদের থেকে টাকা চাইতে না পারে।”

Indian Railway : ট্রেনে উঠে জিনিস বিক্রি নয়, প্রতিবাদে ফেয়ারলি ঘেরাও হকারদের
হকার ইউনিয়নে নেতারা জানিয়েছেন, কলকাতায় ফুটপাথের জায়গা বিক্রির চল রয়েছে। জানা গিয়েছে, কলকাতার ফুটপাথে আড়াই লাখ হকার বলে, যাঁদের মধ্যে ১ লাখ ৪০ হাজার জন শুধু খাবারই বিক্রি করেন। তবে ইউনিয়ন নেতারা জানিয়েছেন, করোনার সময়ে অনেকের ব্যবসা শেষ হয়ে গিয়েছে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *