Kolkata Latest News: ছক ভাঙা বিয়ের হপ্তা না ঘুরতেই বিপত্তি! HIV আক্রান্ত শিক্ষক সৌমিত্রকে অনির্দিষ্টকালের জন্য ছুটিতে পাঠাল স্কুল – hiv positive soumitra who got married with sunita ask to take 90 days leave from job


মানুষে মনজুড়ে আজকাল আলো-বাতাস চলাচলে কোনও বাধা নেই, ভেবেছিলেন HIV আক্রান্ত সুনীতা-সৌমিত্র। সম্প্রতি অগ্নিসাক্ষী করে, কপালে চন্দন লাগিয়ে, টোপর, মালা পরে বিয়ে করেছিলেন তাঁরা। কিন্তু, মনের দরজায় এখনও শত শত মরচে ধরে! HIV পজিটিভ জানার পরেই চাকরিক্ষেত্রে সমস্যার সম্মুখীন হতে হয়েছে সৌমিত্রকে।

জানা গিয়েছে, সৌমিত্র একটি স্কুলে শিক্ষক ছিলেন। তাঁর HIV পজিটিভ হওয়ার বিষয়টি সামনে আসার পরেই তাঁকে স্কুল থেকে ৯০ দিনের ছুটিতে পাঠানো হয়। শুধু তাই নয়, পড়ুয়ার পরিবারের সদস্যরা সৌমিত্রের স্কুলে পড়ানো নিয়ে আপত্তি তুলতে পারেন বলেও জানানো হয় এই শিক্ষককে। যিনি সৌমিত্রকে এই কথা বলেছিলেন তিনি পেশায় একজন চিকিৎসক।

Chicken Biriyani: ৩০ টাকায় আলু সহ ‘আনলিমিটেড’ চিকেন বিরিয়ানি, কীভাবে লাভের মুখ? জবাব বিক্রেতার
তাঁর মুখ থেকে এই কথা শুনে রীতিমতো অবাক হন সৌমিত্র। এই প্রসঙ্গে সমাজকর্মী কল্লোল ঘোষ বলেন, “গত রবিবার ওকে ৯০ দিনের ছুটিতে পাঠানো হয়। আমরা অবাক এত প্রচার সত্ত্বেও এখনও মানুষের মধ্যে HIV নিয়ে এত ভুল ধারণা রয়েছে।” তাঁর সংযোজন, “আমরা ধুমধাম করে ওদের বিয়ে দিয়েছিলাম। এই ধরনের কোনও ঘটনা ঘটবে তা ভাবতেও পারিনি। HIV & AIDS Act 2017-এ স্পষ্টভাবে উল্লেখ রয়েছে এই ভাইরাসে আক্রান্ত হওয়ার অজুহাতে কাউকে কর্মস্থল থেকে সরানো আইনত সম্ভব নয়। আমরা সোমবার পর্যন্ত অপেক্ষা করব।”

South 24 Parganas News : গলায় ফাঁস লাগিয়ে গৃহবধূকে হত্যার চেষ্টার, জয়নগর থেকে গ্রেফতার স্বামী-শ্বশুর
কল্লোল ঘোষের কথায়, “প্রয়োজনে সৌমিত্র যে স্কুলে পড়ান সেখানে আমরা সচেতনতা শিবিরের আয়োজন করতে পারি। ও আইনি পথে হাঁটবে কিনা সেটা তার সিদ্ধান্ত। তবে আমাদের একটি স্পেশাল স্কুল রয়েছে সেখানেও ওকে পড়ানোর জন্য প্রস্তাব দেওয়া হয়েছে।” এদিকে এই বিতর্কের মধ্যেও বেঁচে থাকার লড়াই লড়ছেন সৌমিত্র। রবিবার তাঁর MSW-র পরীক্ষা। ফলে তার জন্যই প্রস্তুতি নিচ্ছেন তিনি। এদিকে স্বামীর লড়াইয়ে পাশে রয়েছেন সুনীতাও। তিনি ক্যাফে পজিটিভে ফ্লোর ম্যানেজারের দায়িত্বে রয়েছেন। আর্থিকভাবে স্বচ্ছল।

Chiranjit On CV Anand Bose : ‘ধনখড় গেম ইজ স্টার্টেড…’, রাজ্যপালকে নিয়ে বিস্ফোরক চিরঞ্জিত
সুনীতা এই সময় ডিজিটাল-কে বলেন, “আমি এখনও বিশ্বাস করতে পারছি না একজন চিকিৎসক এই কথা বলতে পারেন। আমি সবসময় ওর পাশে রয়েছি।” উল্লেখ্য, সৌমিত্র ছোটবেলা থেকেই ডিপথেরিয়ার ইনজেকশন নিতেন। একটি নষ্ট সিরিঞ্জের মাধ্যমে তিনি এই ভাইরাসে আক্রান্ত হন। অন্যদিকে, মা-বাবাকে HIV-তে হারিয়ে সুনীতা যাদবের বড় হয়ে ওঠা মেদিনীপুরের একটি হোমে। মেডিক্যাল কলেজে চিকিৎসা করাতে গিয়ে তাঁদের পরিচয় হয়। এরপর গত ১২ ফেব্রুয়ারি তাঁরা বিবাহবন্ধনে আবদ্ধ হন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *