Shivratri 2023 : সেজে উঠেছে তারকেশ্বর, বাবার মাথায় জল ঢালতে উপচে পড়ছে ভিড় – shivratri 2023 tarakeshwar temple pilgrims are gathered


Tarakeshwar Temple : আজ মহা শিবরাত্রি (Shivratri)। পঞ্জিকা মতে সন্ধ্যা ৬.০৩ মিনিটের পর কৃষ্ণ চতুর্দশী পড়ছে। তারপরেই শুরু হবে শিবরাত্রি উপলক্ষ্যে বিশেষ পুজা অর্চনা। তা সত্ত্বেও আজ সকাল থেকেই শৈবতীর্থ তারকেশ্বরে (Tarakeshwar) ভক্তের ভিড়। দুধ, বেলপাতা, আকন্দ ফুলের মালা হাতে নিয়ে বাবা তারকানাথের মাথায় জল ঢালতে লাইনে দাঁড়িয়েছেন সাধারন মানুষ।

Shivratri 2023 : বাংলাতেই রয়েছে এশিয়ার দ্বিতীয় বৃহত্তম শিবলিঙ্গ, শিবরাত্রির দিন ভক্তদের ঢল
আজ সারাদিন, সারারাত খোলা থাকবে মন্দিরের গর্ভগৃহ। সন্ধ্যায় চতুর্দশী তিথি পড়লে ভক্ত সমাগম আরও বাড়বে তারকেশ্বর মন্দিরে। কথায় আছে, ‘ক্ষ্যাপার চোদ্দ, ক্ষেপির আট’ মেনে চললে মানুষের মঙ্গল হয়। ক্ষ্যাপার চোদ্দ মানে আজ শিব চতুর্দশী, আর ক্ষেপির আট মানে দুর্গা অষ্টমী।

Mahashivratri 2023: মন্দিরে ভিড়, ঘরেই সেরে নিন মহাশিবরাত্রির পুজো! জানুন রীতি-আচার
অর্থাৎ অষ্টমীতে মায়ের চরণে অঞ্জলি দিতে যেমন প্যান্ডেলে ভিড় জমে তেমনই আজ শিব চতুর্দশীতে ভোলানাথের কাছে শ্রদ্ধা জানাতে তারকেশ্বর মন্দিরে ভিড় জমান মানুষেরা। কথিত আছে, দেবাদিদেব মহাদেবের সঙ্গে পার্বতীর বিবাহ হয়েছিল আজকের দিনে, তাই আজকের দিনটিকে শিবরাত্রি হিসাবে পালন করা হয়।

Maha Shivratri 2023 Puja Timing: এই শনিবারই মহাশিবরাত্রি, চার প্রহরের পুজোর সময় ও নিয়ম জেনে নিন এখনই
মূলত পরিবারের সুখ শান্তি ও মঙ্গল কামনায় পুরুষ ,মহিলা নির্বিশেষে শিবরাত্রি ব্রত পালন করেন সকলে। সারাদিন উপবাস থেকে শিবের মাথার জল, ফুল, বেলপাতা ঢালেন ভক্তরা। আর এতেই শিবের আশীর্বাদ বর্ষিত হয় পরিবারের সকল সদস্যদের মাথায়, এমনটাই বিশ্বাস করেন ভক্তরা। মিটে যায় দুঃখ, দুর্দশা। ফিরে আসে সুখ, শান্তি।

Maha Shivratri 2023 Puja: মহাশিবরাত্রির পুজোয় রাখুন এই ১০ সামগ্রী, কিছু ভুলছেন না তো? মিলিয়ে নিন
তাই আজকের এই বিশেষ দিনে রাজ্যের সর্ব বৃহৎ শৈবতীর্থ তারকেশ্বরে সকাল থেকেই ভক্তদের ভিড়। স্থানীয় মানুষ ছাড়াও দূর দূরান্ত থেকে প্রচুর মানুষ ভিড় জমিয়েছেন মন্দিরে। গর্ভগৃহে প্রবেশ করে বাবার মাথায় জল ঢেলে মনস্কামনা জানাচ্ছেন ভক্তরা।

Maha Shivratri 2023 Vastu Tips: বাস্তু দোষে জীবন বিপর্যস্ত? মহাশিবরাত্রির এই টোটকায় মুক্তি নিশ্চিত
তারকেশ্বর পুরোহিত মন্ডলির সভাপতি সন্দীপ চ্যাটার্জী জানান, “আজকে ভোগ আরতি ও সন্ধ্যা আরতি বন্ধ থাকে। রাত ৯টার সময় শিবরাত্রি উপলক্ষ্যে তারকেশ্বর মঠ ও মন্দিরের মহন্ত মহারাজ বিশেষ পুজো অর্চনা করার সব কিছু নিবেদন করা হয়। শিবরাত্রি উপলক্ষ্যে চার প্রহরে চারবার পুজো করা হয়”।

Mahashivratri 2023: ভদ্রার ছায়ায় মহাশিবরাত্রি, কখন করবেন শিব পুজো? জেনে নিন
বাবার মাথায় জল ঢালার পর এক ভক্ত বলেন, “উপবাস থেকে সবাই মিলে পরিবারের সুখ শান্তি কামনায় বাবার মাথায় জল, ফুল, আকন্দফুলের মালা, বেলপাতা ঢাললাম। প্রচুর ভিড় হয় আজকের দিনে, তাই সকাল সকালই জল ঢালতে চলে এলাম”।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *