Sisir Adhikari : শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট খুলে ফাঁসানোর চেষ্টা! চাঞ্চল্যকর অভিযোগ – fake bank account opened on the name of contai loksabha mp sisir adhikari


কাঁথির সাংসদ তথা বিরোধী দলনেতা শুভেন্দু অধিকারীর বাবা শিশির অধিকারীর নামে ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্টের অভিযোগ ঘিরে চাঞ্চল্য ছড়িয়েছে। এই ব্যাঙ্ক অ্যাকাউন্ট মামলা তাঁকে ফাঁসানোর অভিযোগ করেছেন শিশির। ব্যাঙ্ক অ্যাকাউন্টের তথ্য পেয়েই রীতিমত উদ্বিগ্ন প্রবীণ সাংসদ শিশির অধিকারী। ভুয়ো অ্যাকাউন্টের তথ্য সামনে আসার পর থেকেই নড়েচড়ে বসেছেন তিনি।

একটি রাষ্ট্রায়ত্ত ব্যাঙ্কে গ্রাহকের অনুমতি ছাড়া কীভাবে ব্যাঙ্ক অ্যাকাউন্ট খোলা হল সেই বিষয়ে জানতে চেয়ে শাখার ম্যানেজারকে চিঠি দিয়েছেন তিনি। পাশাপাশি এই নিয়ে ইমেল মারফত দেশের অর্থমন্ত্রী নির্মলা সীতারমনকে চিঠিও দিয়েছেন কাঁথি প্রবীণ সাংসদ।

Dibyendu Adhikari : কয়লা চুরি নিয়ে মুখ খোলায় খুনের ষড়যন্ত্র! বিস্ফোরক শুভেন্দুর ভাই দিব্যেন্দু
চিঠিতে সাংসদ দাবি করেছেন যে তাঁকে ফাঁসানোর জন্যই ওই ভুয়ো ব্যাঙ্ক অ্যাকাউন্ট তৈরি করা হয়েছে। ওই অ্যাকাউন্টের মাধ্যমে মোটা অঙ্কের টাকা লেনদেন করে করে জালিয়াতি করার চেষ্টা করা হচ্ছে বলেও দাবি করেছেন প্রবীণ সাংসদ। এই ধরনের অ্যাকাউন্ট খুলে জালিয়াতি করার চেষ্টা করা হচ্ছে বলেও অভিযোগ করেছেন শিশির। এই ঘটনা প্রকাশ্যে আসার পর থেকে চাঞ্চল্য ছড়িয়েছে।

তৃণমূলে থাকাকালীন অধিকারীরা পূর্ব মেদিনীপুর জেলার পাশাপাশি রাজ্যেও যথেষ্ট প্রভাবশালী ছিলেন। শুভেন্দু অধিকারীর দল বদলের পর শিশিরের সঙ্গে সম্পর্ক খারপ হয় তৃণমূল নেতৃত্বের। বিজেপির হয়ে অমিত শাহের সভাতে উপস্থিত হয়েছিলেন শিশির তবে আনুষ্ঠানিকভাবে গেরুয়া পতাকা হাতে তুলে নেননি।

Abhishek Banerjee On Nisith Pramanik : ‘বাড়ি ঘেরাও করতে হবে…’, নাম না করে নিশীথকে আক্রমণ অভিষেকের
একাধিকবার বিভিন্ন ইস্যুতে আক্রমণ করে মেজো ছেলে শুভেন্দু পাশে দাঁড়িয়েছেন কাঁথির সাংসদ। তিনি এখন কোনও দলে রয়েছেন, এই নিয়ে বারবার প্রশ্নের মুখে পড়তে হয়েছে তাঁকে। কিন্তু, সেই নিয়ে স্পষ্ট করে কোনও জবাব দেননি তিনি।

উল্লেখ্যে, এদিন বিস্ফোরক অভিযোগ করেছেন শুভেন্দু অধিকারীর ভাই তথা তমলুকের সাংসদ দিব্যেন্দু অধিকারী। তিনি জানিয়েছেন তাঁকে খুনের চেষ্টা করা হচ্ছে, এমনকী তাঁর গতিবিধির উপর নজর রাখা হচ্ছে।

Mamata Suvendu Meeting : জল্পনায় ইতি, বিধানসভায় মমতার সঙ্গে মুখোমুখি সাক্ষাতে না শুভেন্দুর
সাংবাদিকদের মুখোমুখি হয়ে দিব্যেন্দু বলেন, “আমাকে অচেনা নম্বর থেকে ফোন করে অনেক কিছু বলা হচ্ছে। খুনের ষড়যন্ত্র করা হচ্ছে বলেও শুনেছি। এমনকী হলদিয়া গেলে আমাার গতিবিধির উপর নজর রাখা হচ্ছে। এই সব যতই করুক, আমি ভয় পাই না।”

দিব্যেন্দু জানিয়েছেন হলদিয়া বন্দর থেকে কয়লা চুরি নিয়ে মুখ খোলার কারণেই তাঁকে হুমকির মুখে পড়তে হচ্ছে। এমনকী এই বিষয়ে তিনি কেন্দ্রীয় স্বরাষ্ট্রমন্ত্রী অমিত শাহকে জানিয়েছেন বলে দাবি করেছেন।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *