SSC Scam In West Bengal : নথি উধাও, রহস্য বাড়ছে গোঠা স্কুলে নিয়োগ ঘিরে – ssc scam in murshidabad school cid submitted report to calcutta high court


এই সময়: মুর্শিদাবাদের জঙ্গিপুরের গোথা উচ্চ বিদ্যালয়ে ভুয়ো শিক্ষক নিয়োগ ঘিরে রহস্য ক্রমশ ঘনীভূত হচ্ছে। শুক্রবার এই মামলার তদন্ত রিপোর্ট কলকাতা হাইকোর্টে (Calcutta High Court) পেশ করে রাজ্যের তদন্তকারী সংস্থা সিআইডি (CID)। সেখানে বলা হয়েছে, ওই স্কুলের প্রধান শিক্ষকের ছেলের নিয়োগে সমস্ত ভুয়ো নথি স্কুল পরিদর্শকের অফিস থেকে সরিয়ে ফেলা হয়েছে। বিচারপতি বিশ্বজিৎ বসু (Justice Biswajit Basu) প্রশ্ন তোলেন – ওই ভুয়ো শিক্ষক তিন-চার বছর ধরে কী করে বেতন পেলেন?

SSC Scam Bengal: পরীক্ষা না দিয়েই বাবার স্কুলে চাকরি ছেলের! CID তদন্তে সামনে নয়া তথ্য
অভিযুক্ত ভুয়ো শিক্ষক অনিমেষ তিওয়ারি এখনও পলাতক বলে রিপোর্টে জানিয়েছে সিআইডি। আরও জানানো হয়েছে, এই ঘটনায় অভিযুক্ত প্রধান শিক্ষক, অনিমেষের বাবা আশিস তিওয়ারিকে গত ১৩ ফেব্রুয়ারি গ্রেপ্তার করা হয়। ১৪ দিনের জন্য সিআইডি হেফাজতে আছেন তিনি।

SSC Recruitment Scam : নিয়োগ দুর্নীতিতে ধৃত মুর্শিদাবাদের প্রধান শিক্ষক, CID হেফাজতের নির্দেশ আদালতের
শুক্রবার মামলাটির শুনানি ছিল বিচারপতি বিশ্বজিৎ বসুর এজলাসে। রাজ্য এ দিন আদালতে জানায়, মামলায় ৩৩ জনের সাক্ষ্যগ্রহণ হয়েছে। জিজ্ঞাসাবাদের সময়ে আশিস অসহযোগিতা করায় তাঁকে গ্রেপ্তার করা হয়েছে।

SSC Recruitment Scam : মুর্শিদাবাদের স্কুলে ছেলের নিয়োগে দুর্নীতি, ধৃত বাবা
অনিমেষ পলাতক হলেও তিনি কোথায় আত্মগোপন করে থাকতে পারেন, সে ব্যাপারে তাঁদের ধারণা আছে বলেও আদালতকে জানিয়েছে সিআইডি।
বিচারপতি বসু এ দিন মন্তব্য করেন – প্রধান শিক্ষক আশিস তিওয়ারির পক্ষে একা এই কাজ করা সম্ভব নয়।

West Bengal Teacher Transfer Guidelines : কম শিক্ষকের স্কুলে বদলির নতুন নীতি ঘোষণা রাজ্যের
আরও অনেকে এই ঘটনায় যুক্ত থাকতে পারেন। পাশাপাশিই তিন-চার বছর ধরে বেতন পাওয়া নিয়ে প্রশ্ন তোলেন বিচারপতি। রাজ্য জানায়, জেলা স্কুল পরিদর্শকের দপ্তর থেকে অনিমেষের জাল করা নথিগুলি সরিয়ে ফেলা হয়েছে বলে তদন্তে উঠে এসেছে।

SSC Teacher Recruitment Scam : রায়দানের আগেই ৬১৮ জনের সুপারিশ প্রত্যাহার কেন? ফের আদালতের দ্বারস্থ ‘শাস্তি’ পাওয়া শিক্ষকরা
নিয়ম অনুযায়ী কমিশন এবং মধ্যশিক্ষা পর্ষদ থেকে সুপারিশপত্র ও নিয়োগপত্র পাঠানো হয় জেলা স্কুল পরিদর্শকের দপ্তরে। কিন্তু এখানে পুরোটাই গোথা উচ্চ বিদ্যালয়ের প্রধান শিক্ষকের অফিস থেকে পাঠানো হয়েছে বলে জানানো হয় আদালতকে।

SSC Teacher Recruitment Scam: ‘দস্যু রত্নাকর পরে বাল্মীকি হয়েছিলেন…’, SSC-র মামলায় পুরাণ উদ্ধৃতি হাইকোর্টের
সুপারিশপত্র ও নিয়োগপত্র জাল করে ছেলেকে ওই স্কুলে ভূগোল-শিক্ষকের চাকরি করে দিয়েছিলেন আশিস। ১০ মার্চ এই মামলার পরবর্তী শুনানি।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *