TET Recruitment Scam : পেল্লাই বাড়িতে একাধিক AC, TET দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার টলি অভিনেতা – shahid imam former hooghly trinamool youth congress president and actor is arrested in tet recruitment scam


নিয়োগ দুর্নীতি মামলায় গ্রেফতার করা হয়েছে ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডলকে। তবে শুরু চন্দন নয়, এই নিয়োগ কেলেঙ্কারিতে গ্রেফতার হুগলি জেলার প্রাক্তন যুব তৃণমূল সম্পাদক শাহিদ ইমামও। ধৃত শাহিদ ইমাম হুগলি জেলার আরামবাগের বাসিন্দা। সেখানেই চোখধাঁধানো দুটি বাড়ি রয়েছে তাঁর, দাবি স্থানীয়দের। তার মধ্যে একটি নির্মীয়মান। এলাকাবাসীর দাবি, ওই বাড়িদুটি শাহিদের।

প্রাথমিক ও উচ্চ প্রাথমিকে চাকুরি দেওয়ার নাম করে কোটি কোটি টাকা তুলেছে শাহিদ ইনাম, অভিযোগ উঠেছে এমনটাই। তবে রাজনীতির সঙ্গে যোগাযোগটুকুই শুধু শাহিদের পরিচিতি নয়, তিনি বাংলা সিনেমার নায়ক ও প্রযোজকও। ‘শ্লীলতাহানি’, ‘আমার চ্যালেঞ্জ’, ‘বিষাক্ত মানুষ’ নামে বেশ কিছু সিনেমায় অভিনয় করেছেন তিনি। একইসঙ্গে ‘সোনা বন্ধু’ নামক একটি গানের অ্যালবামেও দেখা গিয়েছে তাঁকে।

TET Scam News: টাকা দিলেই চাকরি নিশ্চিত, না হলে সুদ সমেত মূলধন ফেরাতেন ‘সৎ রঞ্জন’ বলে দাবি
বিরোধীদের একাংশের প্রশ্ন, “চাকরি বিক্রির কোটি কোটি টাকা কি শাহিদ সিনেমা তৈরির কাজে লাগিয়েছিল?” আরামবাগ পুরসভায় বাঁধপাড়ায় বাড়ি শাহিদের। শনিবার ‘এই সময় ডিজিটাল’-এর প্রতিনিধি সেখানে গিয়ে দেখেন, তা তালা দেওয়া অবস্থায় পড়ে রয়েছে। গোটা বাড়িতে চার থেকে পাঁচটি AC বসানো হয়েছে। কিন্তু, সেখানে কোনও লোকজন নেই।

এই বিষয়ে শাহিদ ইমামের প্রতিবেশী শম্ভুনাথ অধিকারী বলেন, ” সকালবেলা শুনলাম CBI ওকে গ্রেফতার করেছে। শুনে খারাপই লাগছে। প্রতিবেশী হিসেবে ওকে কখনও কারও সঙ্গে খারাপ আচরণ করতে দেখিনি। এই জায়গাটা বন্যাকবলিত। বন্যার সময় সাহায্যও করেছে এলাকাবাসীকে। এই বাড়িতেই ওর স্ত্রী, সন্তান, বাবা-মা থাকতেন।”

Justice Abhijit Ganguly : ‘…আরও অনেকে আছে’, চন্দনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
সূত্রের খবর, ধৃত শাহিদ ইমাম ২০১৭ সালে হুগলি জেলা যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক ছিলেন। তাঁর বাবা হাসান ইমাম পেশায় স্কুল শিক্ষক। ২০০১ সালে আরামবাগ বিধানসভায় তৃণমূলের প্রার্থী হয়েছিলেন তিনি। পরে জাতীয় কংগ্রেসের হয়ে লোকসভার প্রার্থী হন তিনি।

শাহিদ কেবল টলিউডে নায়ক নন, হাওড়ার উদনারায়নপুরের একটি প্রাথমিক বিদ্যালয়ের শিক্ষকও ছিলেন। তাঁর গ্রেফতারি প্রসঙ্গে আরামবাগ তৃণমূলের সাংগঠনিক জেলার যুব সভাপতি পলাশ রায় বলেন, “কেউ অপরাধের সঙ্গে যুক্ত থাকলে আইন আইনের পথে চলবে। কিন্তু, BJP সরকার রাজনৈতিক স্বার্থে অনেককে গ্রেফতার করছে। এই ধরনের নোংরা রাজনীতি থেতে তারা বিরত থাকুক এমনটাই চাইছি।”

Teacher Scam in West Bengal: নিয়োগ দুর্নীতি মামলায় CBI-র হাতে গ্রেফতার বাগদার ‘বহুচর্চিত’ রঞ্জন
অপরদিকে আরামবাগের প্রাক্তন বিধায়ক কৃষ্ণ চন্দ্র সাঁতরা বলেন, “CBI কি কারণে গ্রেফতার করেছে তা জানা নেই। তবে প্রকৃত যদি অপরাধী হয় তাহলে আইন আইনের পথে চলবে। প্রকৃত সত্য উদঘাটন হোক।”

অন্যদিকে, পুড়শুড়ার বিধায়ক তথা রাজ্য BJP-র সম্পাদক বিমান ঘোষ বলেন, “হাইকোর্টের নির্দেশে তদন্ত চলছে। এখানে কোন রাজনৈতিক চক্রান্ত নেই। একের পর এক দুর্নীতির সঙ্গে যুক্ত বড় বড় নেতা মন্ত্রী গ্রেফতার হচ্ছেন। বহু চাকরি বাতিল হচ্ছে। সবকিছুর জন্য দায়ী তৃণমূল কংগ্রেসের নেতারা।” সব মিলিয়ে আরামবাগের প্রাক্তন যুব তৃণমূল নেতা শাহিদ ইমামের গ্রেফতারির পর তোলপাড় হুগলিজুড়ে।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *