TET Scam : ‘আমি সত্যবাদী…’, মন্তব্য TET-কাণ্ডে গ্রেফতার অভিনেতা শাহিদের – actor teacher shahid imam who is arrested in tet recruitment scam opens up


প্রাথমিক TET নিয়োগ দুর্নীতি মামলায় উঠে এসেছে হুগলির প্রাক্তন যুব তৃণমূল নেতা তথা অভিনেতা শাহিদ ইমামের নাম। শুক্রবার তাঁকে গ্রেফতার করেছে CBI। জানা গিয়েছে, ‘বিষাক্ত মানুষ’ থেকে শুরু করে ‘শ্লীলতাহানি’, ‘আমার চ্যালেঞ্জ’-এর মতো ছবিতে অভিনয় করেছেন তিনি। পাশাপাশি একটি গানের ভিডিয়োতেও মুখ দেখিয়েছেন শাহিদ।

তিনি পেশায় একজন প্রাইমারি স্কুল শিক্ষক। এদিকে বলি-টলিউডের সঙ্গেও তাঁর নিত্য যোগাযোগ ছিল। অভিনয়ের পাশাপাশি তিনি প্রযোজনা করতেন বলেও জানা গিয়েছে। সেক্ষেত্রে কোনওভাবে নিয়োগ দুর্নীতির টাকাই কি বিনোদন জগতে খাটানো হচ্ছিল? এই বিষয়ে প্রশ্ন তুলেছেন বিরোধীরা। ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে CBI।

TET Recruitment Scam : পেল্লাই বাড়িতে একাধিক AC, TET দুর্নীতিকাণ্ডে এবার গ্রেফতার টলি অভিনেতা
এবার সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে উল্লেখযোগ্য মন্তব্য করলেন শাহিদ। শনিবার তাঁকে আলিপুর আদালতে তোলা হয়। আদালত থেকে বেরিয়ে সংবাদ মাধ্যমের মুখোমুখি হয়ে এই অভিনেতা বলেন, “আমি আইনের সঙ্গেই রয়েছি। আইনের সঙ্গেই থাকব। আইন বিরুদ্ধে কোনও কথা আমি বলব না।”

তাঁর সংযোজন ছিল, “আমি সব সত্যি কথা বলেছি। কোনও টাকা পয়সার কথা আমি বলব না। পুরো বিষয়টিই বিচারাধীন।” অর্থাৎ নিজেকে নির্দোষ বলে দাবি করেছেন শাহিদ। উল্লেখযোগ্যভাবে, বেশ কিছু ছবিতে অভিনয় করলেও সেভাবে সিনে দুনিয়ায় নাম করতে পারেননি এই অভিনেতা।

Justice Abhijit Ganguly : ‘…আরও অনেকে আছে’, চন্দনের গ্রেফতারি নিয়ে মুখ খুললেন বিচারপতি গঙ্গোপাধ্যায়
এদিকে অভিনয় এবং শিক্ষকতার আগে রাজনীতির সঙ্গে যুক্ত ছিলেন শাহিদ ইমাম। তিনি ২০১৭ সালে হুগলি জেলার যুব তৃণমূল কংগ্রেসের সম্পাদক পদের দায়িত্ব সামলেছেন। শুধু তাই নয়, তাঁর বাবাও রাজনীতিতে বেশ সক্রিয়। তিনিও পেশায় একজন স্কুল শিক্ষক।

২০০১ সালের বিধানসভা নির্বাচনে তিনি আরামবাগ কেন্দ্র থেকে তৃণমূলের টিকিটে লড়াই করেছিলেন বলে প্রাথমিকভাবে জানা গিয়েছে। পরে অবশ্য কংগ্রেসে যোগদান করেন তিনি। এদিকে এলাকায় ‘গুড বয়’ ইমেজ ছিল শাহিদের। প্রতিবেশীদের দাবি, শাহিদ সাধারণ মানুষকে বিস্তর সাহায্য করতেন। গোটা এলাকাটি বন্যা কবলিত ছিল।

TET Scam News: টাকা দিলেই চাকরি নিশ্চিত, না হলে সুদ সমেত মূলধন ফেরাতেন ‘সৎ রঞ্জন’ বলে দাবি
বন্যার সময় এলাকার মানুষজনকে সাহায্য করেছেন তিনি, এমনটাই দাবি প্রতিবেশীদের। তাঁর গ্রেফতারিতে রীতিমতো অবাক এলাবাসী। এদিকে হুগলিতে তাঁর দুটি বাড়ি রয়েছে বলেই দাবি স্থানীয় বাসিন্দাদের। উল্লেখযোগ্যভাবে, শুক্রবারই নিয়োগ দুর্নীতি মামলায় ‘সৎ রঞ্জন’ ওরফে চন্দন মণ্ডকে গ্রেফতার করে CBI।

প্রাক্তন CBI কর্তা উপেন বিশ্বাসের ইউ টিউবে একটি ভিডিয়ো পোস্ট করে এই ‘সৎ রঞ্জন’ প্রসঙ্গ প্রথম উত্থাপন করেছিলেন। অবশেষে শুক্রবার তাঁকে গ্রেফতার করা হয়।



Source link

Leave a Reply

Your email address will not be published. Required fields are marked *